শুভ নববর্ষ সবাইকে।আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি PTC দিয়ে কিভাবে Visitor বাড়ানো যায় তা নিয়ে লিখব।আমাদের কম-বেশি সবারই ব্লগ/ওয়েবসাইট আছে। কিন্ত কতজনই বা আমরা SEO পারি? তাই আমাদের Visitor বাড়াতে অনেককষ্ট হয়। কিন্ত আমি আজকে আপনাদের এমন একটি PTC সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব যার সাহায্যে আপনি প্রতিদিন 500-600 Visitor পাবেন। মনে রাখবেন এটা Trafic Exchange Site সুতরাং এখান থেকে আপনার কোন ইনকাম হবে না।তবে এর জন্য আপনাকে IP Change করে অ্যাকাউন্ট খুলা জানতে হবে। কারন আপনাকে আপনার Refer বাড়ানর জন্য অনেক অ্যাকাউন্ট খুলতে হবে IP Change করে। যদি পারেন তাহলে নিচের Step গুলো Follow করেন।
১) এখানে ক্লিক করে PTC সাইট এ প্রবেশ করুন এবং Register এ ক্লিক করে Register করুন।
২) Username ও Password দিয়ে আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।
৩) Promotional Tools এ ক্লিক করে আপনার Refer লিঙ্ক নিয়ে নিন।
৪) এখন আপনার বন্ধুদের Refer লিঙ্ক দিয়ে বলুন Register করতে অথবা নিজেই IP Change করে অ্যাকাউন্ট খুলা Start করুন।
কারন প্রতি Direct Refer এ 2$ Bonus যা দিয়ে আপনার সাইট এর জন্য Advertise কিনতে হবে।
৫) Buy Advertisement এ ক্লিক করে PTC Advertising এর Purchase বাটন এ ক্লিক করুন।
৬) প্রয়োজনিয় Information দিয়ে Submit Campaigne এ ক্লিক করুন।
৭) ব্যাস কাজ শেষ!! এখন এভাবে Campaigne বাড়াতে থাকুন। কারন যত বেশি Campaigne তত বেশি Visitor ।
** এই সাইট এ Daily ১৩০-১৪৫ জন PTC Ads Clicker থাকে। তাই যত বেশি Campaigne করবেন তত বেশি Visitor পাবেন।আপনি Ads ক্লিক না করলেও Problem নেই। আরেকটা কথা যা আমি আগেও বলছি এটা Trafic Exchange সাইট তাই এখান থেকে কোন $ Withdraw করতে পারবেন না।
আশা করি বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন। তারপরও যদি কেও না বুঝে থাকেন অথবা যদি কোন সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আমার সাধ্যমত আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব।
আমার Facebook Account: Rafi Tithon
শুভ রাত্রি এবং ধন্যবাদ সবাইকে.........!! 🙂 🙂
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুমম, সুন্দর টিউন। কাজে লাগানোর চেস্টা করব।