আপনার ব্লগসাইটে “Save Page as PDF” বাটন যুক্ত করুন

1

অনলাইনে যে কোন ওয়েব পেজকে বা ব্লগলেখাকে PDF ফাইল আকারে সেভ করা খুব সহজ ও ফ্রি একটি সার্ভিস।আপনার ওয়েবসাইটের বা ব্লগের ভিজিটরদের জন্য আপনি আপনার সাইটে "Save Page as PDF" এই বাটনটি যুক্ত করতে পারেন।এতে করে আপনার ওয়েবসাইটের অনেক গুরুত্বপুর্ন তথ্য আপনার ভিজিটররা খুব সহজে PDF ফাইল আকারে সেভ করতে পারবে।আর এই বাটনটি যুক্ত করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে।প্রথমে যে কাজ করতে হবে তা হল আপনাকে এখানে ক্লিক করে যে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে তা পূরন করে Web2PDF সাইটে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।রেজিস্ট্রশন কমপ্লিট হয়ে গেলে আপনি লগইন করে আপনার প্রয়োজনীয় আকারে পছন্দ মত মাপ দিয়ে আপনার ওয়েবপেজের বা ব্লগের জন্য বাটন তৈরী করে নিতে হবে।যখন আপনার বাটনের জন্য প্রয়োজনীয় মাপ দেয়া হয়ে যাবে তখন আপনি "Generate the JavaScripts" বাটনে ক্লিক করুন।এর পর আপনার তৈরি ওয়েবসাইটে বা ব্লগে যুক্ত করার জন্য "Save Page as PDF" বাটনের কোড পেয়ে যাবেন।2

এরপর আপনার যে কাজটি করতে হবে মানে যেভাবে বাটন আপনার ব্লগে যুক্ত করতে হবে তা বলছি।আপনি এটি গ্যাজেট আকারে দেয়ার চেয়ে পেজের কর্নারে বাটনটি দেয়া অনেক ভালো।আর এ জন্য আপনার ব্লগে লগইন করে প্রথমে লেআউট পেজে যান,তারপর HTML সম্পাদন নির্বাচন করুন,এরপর "উইজিট টেম্পলেটগুলি বিস্তৃত করুন লেখাটিতে টিক চিহ্ন দিন মানে সিলেক্ট করুন।তারপর HTML কোড গুলো থেকে নিচের এই কোডটি বের করুন

এর ঠিক নিচেই আপনি আপনার জেনারেট করা জাভাস্ক্রিপ্ট গুলো পেস্ট করে দিন।তারপর টেম্পলেট সেভ ক্লিক করুন।তাহলেই আপনার সাইটে "Save Page as PDF" বাটন যুক্ত হবে।সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্লগের HTML এর অংশে অংশটি খোজার সময় যদি মজিলা ফায়ার ফক্স এর Edit মেনুর Find অপশনটি ব্যবহার করেন।এতে আপনার লেখা পেতে সুবিধা হবে।

সম্পুর্ন প্রক্রিয়াটি আরেকবার-
Generate the JavaScripts>Copy All Code>Go To Blogger and Login Your Page>Layout>Edit HTML>Click Expand Widget Template check box at the top right corner of your template code area>Find this Line "<data:
post
.body/
></p>" >
after that line, paste the code which you have generated at the Web2Pdf

ওয়েবসাইটের ক্ষেত্রে HTML পেজে একই ভাবে <data:
post
.body/
></p> এর নিচে কোড গুলো পেস্ট করে দিলেই হবে।

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

parlam na 🙁

sorry parsiii 🙂
Thanks a lot