বিসমিল্লাহির রহমানির রহিম ।
যেকোন অপেরাটিং সিস্টেম ইন্সটল করার পর মানুষের একটাই চিন্তা । আর তাহলো ভাইরাস । ভাইরাস মুহূর্তের মধ্যে আপনার সমস্ত ফাইল বিনষ্ট করতে সক্ষম ।আর তাই প্রায় সবাই এন্টি-ভাইরাস ইন্সটল করে । এক্ষেএে অন্যের সরণাপন্ন হয়ে ১-২ হাজার টাকা খরচ করে , যা প্রতারনা ছাড়া আর কিছুই নয় ।আমি নিজে প্রথম বার এক হাতুরি ডাক্তার এর পাল্লায় পড়ে ২০০০ টাকায় নরটন এন্টি-ভাইরাস ইন্সটল করেছিলাম । এরকম প্রতারনার স্বীকার না হয়ে আসুন বিনে পয়সায় ২০৪৮ দিন মেয়াদের ক্যাস্পারস্কি ইন্সটল করি ।
আসুন ধাপে ধাপে দেখি কি করতে হবে ঃ
১ প্রথমে ক্যাস্পারস্কি ১১ ইন্সটল করুন । ইন্সটল শেষে একটিভেশন কি না দিয়ে একটিভেট ল্যাটার এ ক্লিক করুন ।
২ এখন সেটিংস থেকে সেলফ ডিফেন্স এ গিয়ে টিক চিহ্নটি তুলে দিন । একজিট করুন ক্যাস্পারস্কি ।
৩ এবার নিচের লিঙ্ক থেকে ডাউনলড করা ফাইলটি ওপেন করুন । নিয়মানুসারে ইন্সটল করুন ক্যাস্পারস্কি ব্লাকলিস্ট ক্রাক । ইন্সটল আবশ্যই ক্যাস্পারস্কি ফোলডারেই করবেন ।
৪ এবার ২ নং ধাপ অনুসারে টিক চিহ্নটি দিন । আক্টিভিশনে ক্লিক করুন । আক্টিভিশন কোড হিসেবে 11111-11111-11111-11111 চেপে এরর মাসেজটিতে বিচলিত না হয়ে ওকে করুন ।
৫ এবার সিরিয়াল কি সিলেক্ট কারুন। নেক্সট এ ক্লিক করে ইন্সটল শেষ করুন । ব্যাস কেল্লাফতে ।
ডাউনলোডঃ
বিঃদ্রঃ এটি শুধুমাত্র ক্যাস্পারস্কি ২০১১ ভার্সনের জন্য প্রযোজ্য ।
আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সবাই সামনে এগিয়ে যেতে চাই আর আপনি পিচনে চলে গেলেন কেন……? কিছু দিন পরে ক্যাস্পারস্কি ২০১৩ বের হবে আর আপনি ২০১১ এর খবর দিচ্ছেন।