অনেকে হয়ত জানেন আবার অনেকে হয়ত জানেন না।যারা জানেন না তাদের আজ খুব ছোট কিন্তু ভালো লাগার মত একটা জিনিস শেখাব আপনাদের। আর তা হল আপনার উইন্ডোজ এর সেই অসহ্যকর Start Up ও Shut Down সাউন্ডটি পরিবর্তন এর পদ্ধতি।হ্যা,খুব সহজে আপনি এই কাজটি করতে পারেন। তবে এটি করার জন্য আপনি যে সাউন্ড দিতে চান তার কিছু শর্ত মানতে হবে। যেমন-
তাই সব চেয়ে ভালো হয় যদি এটি এক মেগাবাইট (1MB) এর ভেতর সীমাবদ্ধ থাকে।
যদি আপনার পছন্দের গান বা গানের অংশটুকু .WAV তে না থাকে তাহলে আপনি চাইলে যে কোন কনভার্টার দিয়ে কনভার্ট করে নিতে পারেন।
ব্যাস,কাজ শেষ। এখন শুধু আপনার নতুন Windows XP Startup ও Windows XP Shutdown সাউন্ড উপভোগ করুন।
ভালো লাগলে মন্তব্য করবেন।টিউন পড়ার জন্য ধন্যবাদ।
[প্রথম প্রকাশ iloveubangladesh.blogspot.com]
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
এই কাজটি নিম্নরূপেও করা যায়—-
১) আপনার পছন্দের গান বা গানের অংশটুকু .WAV এ ফরমেট করে হার্ডডিস্কে সেভ করুন ।
২) Control Panel এ যান ।
৩) Sounds and Audio Devices এ যান ।
৪) Sounds এ যান ।
৫) Start Windows অথবা Exit Windows এ ক্লিক করুন ।
৬) এরপর Browse এ ক্লিক করে আপনার *.wav এ ফরমেট করা পছন্দের গান বা গানের অংশটুকু সিলেক্ট করে ok করুন ।
———————- @ধন্যবাদ@ ——————–