আমার পছন্দের একটি মুভি ডাউনলোড করার সময় হঠাত করে বিদ্যুত চলে গেল। মুভিটি ছিল মিডিয়াফায়ার এর লিংকে। আমার তো মাথায় হাত ৯৫% ডাউনলোড হয়েছিল। বিদ্যুত এলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। মন খারাপ করে গুগলে সার্চ দিলাম কোন সমধান পাওয়া যায় কিনা এই ভেবে। খুজে পেলাম এক চমৱকার এবং খুব সহজ সমাধান। এবার পরীক্ষা করে দেখার পালা। নির্দেশ মত ধাপ গুলি অনুসরন করলাম আর ডাউনলোড করলাম বাকী ০৫%। আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মিডিয়াফায়ার থেকে Resume করে ডাউনলোড করেছি।
কি কি প্রয়োজন
1.Firefox browser
2.Remove Cookie(s) for Site Addon installed in Firefox. Download
3.Internet download Manager (IDM)
প্রথমে firefox browser দিয়ে মিডিয়াফায়ার থেকে IDM এর মাধ্যমে আপনার পছন্দের ফাইল ডাউনলোড শুরু করেন। আপনি যখন কোন ফাইল resume করে ডাউনলোড করবেন তখন সাধারনত একটি Error দেখতে পান। Error দেখলে নিচের ধাপগুলি অনুসরন করুন।
1.IDM অপেন করেন, রাইট বটম ক্লিক করেন (যে ফাইলটি resume করতে চান)এবং properties এ যান।
2. Referrer field থেকে লিংকটি কপি করেন।
3. firefox browser এর address bar এ paste করে পেজটি লোড করেন।
4. এখন ওয়েব পেজের যে কোন জায়গায় রাইট বটম ক্লিক করে 'Remove Cookies for Site' এ ক্লিক করুন।
5.এবার পেজ টি রি-লোড করুন।
6. এবার (Click here to start download from MediaFire..) এর উপর রাইট ক্লিক করে লিংক লকেশন টি কপি করুন
7. কপি করা লিংক লকেশন টি আই ডি এম এর এ্যাডরেস এ পেষ্ট করুন।
8. এবার ওকে তে ক্লিক করুন। এবং IDM এর মধ্যে থেকে মিডিয়া ফায়ারের যে ফাইলটি Resume করতে চান তার উপর রাইট ক্লিক করে Resume download এ ক্লিক করুন।
এখন শুরু হবে যে পর্যন্ত ডাউনলোড হয়েছিল তার পর থেকে।
আমি সৈয়দ মনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।