এডসেন্স এর এড অপটিমাইজ করুন আর আর্নিং বাড়ান দ্বিগুন..

ব্লগিং জগতে একটা কমন প্রশ্ন আছে আর তা হল- ভাই ভিজিটর তো আছে, কিন্তু এডস্‌ এ ক্লিক তো আশানুরূপ আসে না? 🙁 আমি ব্যাক্তিগত ভাবে এই প্রশ্নের মুখুমুখি অনেক বার হয়েছি। আজকে আমি আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দেবার চেষ্ঠা করব।

আপনি দিনে কত ভিজিটর পান? ৩০০ বা ৪০০ জন (ইউনিক), পেজ ইম্প্রেশন ১০০০ বা ২০০০ টা। কিন্তু এডস্‌ এ ক্লিক পাচ্ছেন মাত্র ২০, ৩০ বা সবোর্চ্চ ৫০টা। আমি আমার ব্যাক্তিগত অভিঙ্গতা থেকে বলব, আমি যদি কোন সাইটে/ব্লগে ৪০০ জন ভিজিটর আর পেজ ইম্প্রেশন ১০০০ বা ১৫০০ টা পাই তাহলে আমি এডস্‌ এ ক্লিক পাব ১২০ বা তারও চেয়ে বেশি। কি বিশ্বাস হচ্ছে না? তা হলে এইবার নিজেই পরখ করে দেখুন-

আপনি যদি আপনার সাইটে/ব্লগে যথাযথ ভাবে এডস্‌ বসাতে পারেন আপনার এডস্‌ এ ক্লিক অবশ্যই বাড়বে। এখন কথা হল কিভাবে আপনি আপনার ব্লগে/সাইটে এডস্‌ বসাবেন?
১. ব্লগের/সাইটের কন্টেন্ট(টেক্সট্‌) এর কালার(রং) এবং আপনার এডস্‌ এর (টেক্সট্‌) কালার এক রাখুন।

২. ব্লগের/সাইটের ব্যাগ্রাউন্ড কালার(রং) এবং আপনার এডস্‌ এর ব্যাগ্রাউন্ড কালার এক রাখুন।

৩. আপনার সাইটের লিংকবারের ঠিক নিচেই আপনি আপনার এডসেন্স এর লিংক এডস্‌ টি বসান। এটি বেশ কাজের। এখানে অনেক বেশি ক্লিক পড়ার সম্ভবনা থাকে।

৪. অবশ্যই ছবির নিচে এডস্‌ দিবেন না, তাতে আপনার এডসেন্স বাতিল হয়ে যেতে পারে।

৫. লেখার শুরুতে একটা এডস্‌ দিন। সেটার সাইজ (৩৩৬ X ২৮০ বা ৩০০ X ২৫০) ডান পাশে অথবা বাম পাশে বসান। বা আপনি আপনার পোস্টের শুরুতে (৪৬৮ X ৬০) সাইজের এডস্‌ টা মাঝে ব্যবহার করতে পারেন। এটাও বেস কাজে দেয়।

৬. লেখার শেষে একটা এডস্‌ দিন। সেটার সাইজ (৩৩৬ X ২৮০ বা ৩০০ X ২৫০) মাঝ পাশে অথবা বাম পাশে বসান।

৭. চেষ্ঠা করুন ২ কলামের টেমপ্লেট ব্যবহার করতে। আর সাইডবার টা যাতে ডান পাশে থেকে। কারন একজন ভিজিটর আপনার ব্লগের লেখা পড়তে পড়তে ডান পাশে চলে আসে। ৩ কলামের টেমপ্লেটের ক্ষেত্রে বাম পাশের সাইড বারে বিভিন্ন গেজেট দিয়ে পূর্ণ করে দিন, আর ডান পাশে কিছু গেজেটের সাথে এডস্‌ দিন।

৮. আপনি আপনার সাইটে এডস্‌ গুলো এমন ভাবে বসান যাতে, ভিজিটর পোস্টের যেখানেই চোখ রাখুক না কেন সে যাতে এডস্‌ দেখতে পায়।

৯. চেষ্টা করুন- যতটা সম্ভব ব্লগে গেজেট কম ব্যবহার করতে, কারন তাতে সাইট লোড হতে সময় বেশি নেয় এবং সাইটে এডস্‌ গুলো গেজেটের ভিরে হারিয়ে যায়।

উপরুক্ত নিয়মাবলি অনুসরন করুন। আশা করি আপনার এডসেন্স এর আর্নিং বেড়ে যাবে।
বিঃ দ্রঃ এই টিউইন টি প্রথমে আর্নট্রিক্স.কম ব্লগে প্রকাশিত হয়েছিল।

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

🙂 অনেক দিন পর এবং একটি কাজে লাগার মত টিউন

মাহাবুব ভাই …. 🙂 আসলে ইচ্ছা থাকা স্বত্তেও ব্যস্ততার কারনে তেমন লিখা হয় না 🙁

ধন্যবাদ

অনেক কাজের টিউন । আমি আর্টিকেল এর ভিতরে লেখার মাঝে কোনো এক যায়গায় হয় ডানে নয় বামে এ্যড বসাই । এটা কি চলে ? আপনি বলছেন শুরুতে শেষে দিতে । আমার সাইটের কাজ শেষ । এ শপ্তাহের পর অফ পেজ অপ্টিমাইজেশন এ যাব। তাই পরামর্শ চাচ্ছি্ । ধন্যবাদ ।

অনেক ধন্যবাদ। সুন্দর টিউন।
প্রিয়তে নিলাম। 😀

আগেই জানা ছিল!! কিন্তু পোস্টের প্রথমে এড দিলে ভিসিটর বিরক্ত হয়, তাই শেষেই দেয়াটাই ভাল বলে মনে করি!!
আপনার টিউনটি বেশ সুন্দর !! নতুনদের অনেক কাজে লাগবে!!
ধন্যাবাদ

Level 0

onen valo laglo. bangla liktay aktu problem online a. tai eng a dilam. apner mobile number ta palay valo hoto kota boltam. naholay email addr. ple mail me as early as posible. egarly waiting

[email protected]

মাসুদ ভাই,অনেক কাজের পোষ্ট আপনাকে অনেক ধন্যবাদ। আমার ব্লগের জন্য ক্রুটিমুক্ত ফ্রি টেমপ্লেট প্রয়োজন। যদি পারেন ডাউনলোড লিংক দিবেন।
[email protected]
http://downloadbazarbd.blogspot.com

খুব ভাল লিখেছেন মাসুদ ভাইয়া।। কিন্তু আমার মনে হয় ৩ কলাম ব্লগ হলে ২ দিকে Skyscraper দেয়া ভাল আপনার ব্লগ এর সাইজ অনুসারে…আর ব্লগ এর টাইটেল কালার অনুসারে এডসেন্স এড এর টাইটেল …তারপর…ব্লগ লিংক এর মত এডসেন্স লিংক কালার…কালার ম্যাচিং অনেক জরুরি একটা বিষয় আর মাল্টিপল কালার অনেক সময় ক্লিক রেট বেড়ে যায়… আর আমরা অনেকেই লিংক এড ব্যাবহার করি না… কিন্তু উপরের দিকের পেজ গুলোর নিচে (728×15) এই সাইজ বা কাস্টম সাইজ করে নিয়ে আপনি আপনার ইঙ্কাম বাড়ছে তা দেখতে পারেন… এছাড়া… পেজ এর নিচে Leaderboard ও ভাল ফলাফল দেয়… তবে এখানে আপনি আমার মতে… টেক্সট এর পরিবর্তে ইমেজ ব্যাবহার করা ভাল… এরপর Banner (468 x 60) এটা দেওয়া যায় আমারা যেখানে পেজ এ ক্লিক করে নেক্সট এ জাই তার নিচে দেওয়া জায়…আর তাই আপনার ব্লগ কে সুন্দর ভাবে এড ম্যানেজ করে তৈরি করুন এতে আপনার সাইট এর ডিসাইন যেন সুন্দর থাকে এবং সাইট যেন সুধু এড না হয়ে যায় তার দিকে ও খেয়াল রাখবেন… আবার অতিরিক্ত এড ব্যাবহার ভিসিটর এর জন্য বিরক্তির কারন হতে পারে… তাই ৩ টি বড় বা মিডিয়াম Rectangle এড ব্যাবহার করা… এবং আরও ২টি লিংক ব্যাবহার করা… (728×15) Displays 4 links
এই সাইজ বেশ ভাল ফলাফল নিয়ে আসে…এবার আসি Large Rectangle (336 x 280) এই এড কোথায় কোথায় বসাবেন ।। পোস্ট এর শুরুতে টাইটেল এর নিচে… তারপর যদি ২ কলাম ব্লগ হয় দানে উইজেট এর মাঝখানে … তারপর পোস্ট এর শেষে … তারপর পেজ এ লিংক এড এবং পোস্ট এর মাঝখানে ১ম ইমেজ এর নিচে ।(468×15) Displays 4 links এই সাইজ… মাসুদ ভাইয়া খুব ভাল লিখেছেন… আমি শুধু আমার টা জানালাম… 🙂 ভাল থাকবেন 🙂

ভাইরে, এমন ১ পচা ব্লগ খূলছি যে CPC নাই। ৫০০০+ ভিজিটর , Click ৪০০+ আর CPC 0.03$, কষ্টের খরচই ওঠেনা । তবে হ্যা, এড আপনার ষ্টাইলে বসিয়েছি ।

    @Aowlad Hossain:
    আপনের তো একটা !! আমার ৪টা আছে!! ভিসিটর ও কম না, মাগার ইনকাম শুনলে পোলাপাইন এডস্যান্স বাদ দিব আইজকাই!! 🙂