অধিকাংশ সময় দেখা যায় যে কেউ কেউ অভিযোগ করেন এই ওয়েব সাইট খুলতে পারছি না ওই ওয়েব সাইট বন্ধ করে দিয়েছে। যার একটা সমাধান হচ্ছে প্রক্সি ব্যবহার করা। কিন্তু অনেকেই প্রক্সি ব্যবহার করাটা ঝামেলার মনে করেন। তাদের জন্য আমার এই টিপস। আপনাকে যা করতে হবে তা হল নিচের লিংক থেকে একটা সফটওয়্যার(Installation Bundle for Windows) ডাউনলোড করতে হবে। তারপর সেটাপ করতে হবে। তবে আপনার পিসিতে মজিলা ফায়ারফক্স ইনস্টল করা থাকতে হবে।
এবার এই লিংক থেকে Torbutton 1.2.1 ইনস্টল করুন। এটি একটি ফায়ারফক্স এডঅন। যখন ব্রাউজ করবেন তখন ফায়ারফক্স এর ডান পাশে নিচে tor disable কে enable করতে হবে একটা ক্লিক করে। বাকি যা করার এই সফটওয়্যার করবে আর আপনি শুধু আরামে ব্লক করা সাইট ভিজিট করবেন। আরো বিস্তারিত জানার জন্য এই লিংকটি ভিজিট করুন।
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রক্সির ঝামেল দুর হলো !! 🙂