মাঝে মাঝে ZBIGZ ডাউন থাকার কারণে IDM দিয়ে টরেন্ট ডাউনলোডের আবারও একটি ট্রিকস , তবে এবার ZBIGZ থেকে নয়, টরিফিকের বিকল্প অন্য একটি সাইট থেকে
স্কুল থেকে বাড়িতে ফিরেছি।চা টা খেয়ে গেলাম দোতলায়। দেখি দুই বোন মিলে কম্পিউটারে বসে কী খুট খুট করছে।
বললাম -কী করছিস রে ?
মিষ্টি জবাব দিলো-IDM দিয়ে টরেন্ট ডাউনলোডের চেষ্টা করছি।
বললাম – Zbigz কি এখন আবার ঘুম থেকে জেগে উঠেছে ? মাঝে মাঝেই তো ঘুমের দেশে চলে যাচ্ছে।
মিষ্টি জবাব দিলো- সেইজন্যেই তো ZBIGz এর বিকল্প খুঁজছি।
বললাম- পেয়েছিস কি ? আর তাতে কাজ কি হচ্ছে ?
দুষ্টু বলল-বাবা পেয়ে গেছি ।আর কাজও হচ্ছে ।
আগ্রহ বেড়ে গেল।আমার মেয়েরা যখন বলছে তখন নিশ্চয়ই কাজ হবার কথা। তবু বললাম-ZBigz দিয়ে টরেন্ট ডাউনলোড করা যাচ্ছে তবু আমার মনে হচ্ছে কাজটা জটিল।এখানেও কী তাই ?
মিষ্টি বলল-বাবা তোমার প্রয়োজন মিটছে কিনা এটাই বড় কথা।তোমার প্রয়োজন থাকলে জটিল হলেও তুমি কাজটা ঠিক করে নেবে।
বললাম-তোকে একটা কথা জিজ্ঞাসা করলে এমন খ্যাক খ্যাক করে উঠিস কেন ?
মিষ্টি একটু লজ্জা পেয়ে গেল।
দুষ্টু বোনকে বাঁচাতে প্রসঙ্গ অন্য দিকে নিয়ে গেল।
বলল- বাবা ,প্রথমে তুমি এই সাইটে যাও https://www.furk.net ।
রেজিস্ট্রেশন করে নাও।
এবার Torrentz.eu তে যাও।তোমার যে টা দরকার সেটা লিখে সার্চ দাও।
নিচের মতো সার্চ পেজ বের হবে ।
বেশি সিডার ও লিচার আছে এমন দেখে তোমার ফাইল নির্বাচন কর।
এবার তোমার পছন্দের সাইট নির্বাচন কর, ও ক্লিক কর।
আমি পাইরেটবেতে ঢুকছি।
এবার তুমি নীচে দেখ Hash দেখতে পাবে। ওটা কপি কর।
সব সাইটগুলেতে কিন্তু এই Hash information পাবে না। যদি তুমি তে ঢোকো তবে download torrent ট্যাবের উপর রাইট ক্লিক কর।এবং Copy Link location সিলেক্ট কর।
একটা কথা বলে রাখি এবার তুমি https://www.furk.net তে যাও। Log In করে নাও।
এবার ১. My Files এ ক্লিক কর।
২.এখন New ট্যাবে যাও।
৩.Url to torrent এই বক্সে যে হ্যাস বা Copy Link location করে এনছিলে সেটা পেস্ট কর।
৪.এবং নিচে Send email Whn Finished ।এটাতে চেক করে দাও মানে টিক চিহ্ন দিয়ে দাও,।
৫.এরপর সবুজ রঙের Add Torrent ট্যাবে ক্লিক কর ।
ঠিকঠাক হলে নিচের মতো মেসেজ পাবে।
টরেন্ট ফাইল আপলোড হবে।
আপলোড কমপ্লিট হলে my files--- Finished File এ যাও।সেখানে দেখ তোমার ফাইলটা আছে।
তোমার ফাইলের উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক কর।এবং Open link in new tab কর।
এবার নিচের মতো একটা পেজ ওপেন হবে। যেখানে Downlod বলে একটা সবুজ বাটন থাকবে।ওটাতে মাউস রেখে রাইট ক্লিক কর। সেখান থেকে Copy Link Location ক্লিক কর।
এবার ওটাকে তোমার ব্রাউজারের আ্যাড্রেস বারে পেস্ট কর। ঐ লিঙ্কের মধ্যে দেখ একটা ছোটো হরফের r আছে ওটাকে R করে দাও।
এবং পুরো লিঙ্ক টাকে কপি কর।
Uptime বেশি আছে এমন দেখে একটা Ip Address কপি কর।
এবার তোমার IDm ওপেন কর। Downlod ট্যাব থেকে Options এ গিয়ে ক্লিক কর।
এর Proxy ট্যাবে যাও।Use Http proxy এর বক্সে টিক চিহ্ন দাও। যে Ip Address টা কপি করছিলে সেটা এখানে Proxy র বক্সে পেস্ট কর।
User name ও password ঘর ফাকা রাখো।ওখানে কিছু বসাবার দরকার নেই।
এবার Ok করে দাও।
এবার IDm এর Task থেকে Add New Download এ ক্লিক কর ।
নিচের মতো বক্স ওপেন হবে।
এবার মনে করে দেখ কিছুক্ষণ আগে একটা লিঙ্কের ছোটো r থেকে বড় R করছিলে।ওটাকে কপি করে এখানে পেস্ট কর।
ডাউনলোড শুরু হবে।
এই দেখ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে
তুমি তোমার চাহিদার টরেন্ট ফাইল পেয়ে গিয়েছ।
তবে একটা কথা তুমি যদি IDM-র প্রক্সি চেঞ্জ না কর তবে Limited Access ইত্যাদি Error মেসেজ দেখাতে পারে।
আমি বললাম-তোরা নিচে যা আমি একটু পরীক্ষা করে দেখি কাজ হয় কিনা।
ওরা নিচে চলে গেল।
আমি ভাবতে লাগলাম।এতদিন IDm ডাউনলোড করছি।IDM এরও যে প্রক্সি চেঞ্জ করা যায় ,এটাই তো জানতাম না।
আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।
পুরান টিউন !