দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-১০] :: এবার আরো সহজে Internet Download Manager দিয়ে টরেন্ট ডাউনলোড করুন (100% Working)

দুষ্টু মিষ্টি সংবাদ

মাঝে মাঝে ZBIGZ  ডাউন থাকার কারণে  IDM দিয়ে টরেন্ট ডাউনলোডের আবারও একটি ট্রিকস , তবে এবার ZBIGZ থেকে নয়, টরিফিকের বিকল্প অন্য একটি সাইট থেকে 

 

স্কুল থেকে বাড়িতে ফিরেছি।চা টা খেয়ে গেলাম দোতলায়। দেখি দুই বোন মিলে  কম্পিউটারে বসে  কী খুট খুট করছে।

বললাম -কী করছিস রে ?

মিষ্টি জবাব দিলো-IDM দিয়ে টরেন্ট ডাউনলোডের চেষ্টা করছি।

বললাম – Zbigz কি এখন আবার ঘুম থেকে জেগে উঠেছে ? মাঝে মাঝেই তো ঘুমের দেশে চলে যাচ্ছে।

মিষ্টি জবাব দিলো- সেইজন্যেই তো ZBIGz  এর বিকল্প খুঁজছি।

বললাম- পেয়েছিস কি ? আর তাতে কাজ কি হচ্ছে ?

দুষ্টু বলল-বাবা পেয়ে গেছি ।আর কাজও হচ্ছে ।

আগ্রহ বেড়ে গেল।আমার মেয়েরা যখন বলছে তখন নিশ্চয়ই কাজ হবার কথা। তবু বললাম-ZBigz দিয়ে টরেন্ট ডাউনলোড করা যাচ্ছে তবু আমার মনে হচ্ছে কাজটা জটিল।এখানেও কী তাই ?

মিষ্টি বলল-বাবা তোমার প্রয়োজন মিটছে কিনা এটাই বড় কথা।তোমার প্রয়োজন থাকলে জটিল হলেও তুমি কাজটা ঠিক করে নেবে।

বললাম-তোকে একটা কথা জিজ্ঞাসা করলে এমন খ্যাক খ্যাক করে উঠিস কেন ?

মিষ্টি একটু লজ্জা পেয়ে গেল।

দুষ্টু বোনকে বাঁচাতে প্রসঙ্গ অন্য দিকে নিয়ে গেল।

বলল- বাবা ,প্রথমে তুমি এই সাইটে যাও https://www.furk.net

রেজিস্ট্রেশন করে নাও।

এবার Torrentz.eu তে যাও।তোমার যে টা দরকার সেটা লিখে সার্চ দাও।

নিচের মতো সার্চ পেজ বের হবে ।

বেশি সিডার ও লিচার আছে এমন দেখে তোমার ফাইল নির্বাচন কর।

এবার তোমার পছন্দের সাইট নির্বাচন কর, ও ক্লিক কর।

আমি পাইরেটবেতে ঢুকছি।

এবার তুমি নীচে দেখ Hash দেখতে পাবে। ওটা কপি কর।

সব সাইটগুলেতে কিন্তু এই Hash information পাবে না। যদি তুমি তে ঢোকো তবে download torrent ট্যাবের উপর রাইট ক্লিক কর।এবং Copy Link location সিলেক্ট কর।

একটা কথা বলে রাখি এবার তুমি https://www.furk.net তে যাও। Log In  করে নাও।

এবার ১. My Files এ ক্লিক কর।

২.এখন New  ট্যাবে যাও।

৩.Url to torrent  এই বক্সে যে হ্যাস বা Copy Link location করে এনছিলে সেটা পেস্ট কর।

৪.এবং নিচে Send email Whn Finished ।এটাতে চেক করে দাও মানে টিক চিহ্ন দিয়ে দাও,।

৫.এরপর সবুজ রঙের Add Torrent  ট্যাবে ক্লিক কর ।

ঠিকঠাক হলে নিচের মতো মেসেজ পাবে।

টরেন্ট ফাইল আপলোড হবে।

আপলোড কমপ্লিট হলে my files--- Finished File এ যাও।সেখানে দেখ তোমার ফাইলটা আছে।

তোমার ফাইলের উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক কর।এবং Open link in new tab কর।

এবার নিচের মতো একটা পেজ ওপেন হবে। যেখানে Downlod বলে একটা সবুজ বাটন থাকবে।ওটাতে মাউস রেখে রাইট ক্লিক কর। সেখান থেকে Copy Link Location ক্লিক কর।

এবার  ওটাকে তোমার ব্রাউজারের আ্যাড্রেস বারে পেস্ট কর। ঐ লিঙ্কের মধ্যে দেখ একটা ছোটো হরফের r  আছে ওটাকে R করে দাও।

এবং পুরো লিঙ্ক টাকে কপি কর।

এবার তুমি এই সাইটে যাও। -

Uptime  বেশি আছে এমন দেখে একটা Ip Address  কপি কর।

এবার তোমার IDm ওপেন কর। Downlod ট্যাব থেকে Options  এ গিয়ে ক্লিক কর।

এর Proxy ট্যাবে যাও।Use Http proxy  এর বক্সে টিক চিহ্ন দাও। যে Ip Address টা কপি করছিলে সেটা এখানে Proxy র বক্সে পেস্ট কর।

User name  ও password ঘর ফাকা রাখো।ওখানে কিছু বসাবার দরকার নেই।

এবার Ok করে দাও।

এবার IDm এর Task থেকে Add New Download এ ক্লিক কর ।

নিচের মতো বক্স ওপেন হবে।

এবার মনে করে দেখ কিছুক্ষণ আগে একটা লিঙ্কের ছোটো r থেকে বড় R  করছিলে।ওটাকে কপি করে এখানে পেস্ট কর।

 

ডাউনলোড শুরু হবে।

এই দেখ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে

তুমি তোমার চাহিদার টরেন্ট ফাইল পেয়ে গিয়েছ।

তবে একটা কথা তুমি যদি IDM-র প্রক্সি চেঞ্জ না কর তবে Limited Access  ইত্যাদি Error মেসেজ দেখাতে পারে।

আমি বললাম-তোরা নিচে যা আমি একটু পরীক্ষা করে দেখি কাজ হয় কিনা।

ওরা নিচে চলে গেল।

আমি ভাবতে লাগলাম।এতদিন IDm ডাউনলোড করছি।IDM এরও যে প্রক্সি চেঞ্জ করা যায় ,এটাই তো জানতাম না।

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরান টিউন !

Level 0

কাজটা একটু জটিল হয়ে গেল :/

ফাউল টিউন, এত কষ্ট করে টরেন্ট ডাউনলোড করবে কোন ছাগু।
এইসব বা-ছা- পুষ্ট না দিলেই হয়। Free download Manager দিয়া তো easily ডাউনলোড করা যায়। 😛

    @TechnologyBest: আসলে আমার বেশ ভাল লাগে যখন দেখি টেকটিউন্সে টেকি/গিক-এ বেশ সমৃদ্ধশালী হয়ে উঠেছে। একই কারণে আবার খারাপও লাগে যে গিকেরা কথাগুলো সুন্দরভাবে না বলে আক্রমনাত্মক ভঙ্গিতে কথাগুলো বলেন।

    ফাউল টিউন, এত কষ্ট করে টরেন্ট ডাউনলোড করবে কোন ছাগু।

    ভাই “ফাউল টিউন” কথাটা বলতে অনেক সহজ। ব্লগিং যারা করেন তাঁরা বুঝতে পারেন এতে কতটা শ্রম দিতে হয়। উনি তো পোস্টের শুরুতেই বলেছেন zbigz অনেক সময় অফ থাকে তখন এই প্রসেসে কাজ হবে। আমি আসলেও দেখেছি জিবিগজ বেশ সময়ই সমস্যা করে এবং তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সার্ভার অফ থাকার সময় জানিয়ে দেয়।
    আর আপনি যে ভাষা এখানে ব্যবহার করেছেন তা টেকটিউন্সের পরিবেশের সাথে মানায় না। দয়া করে এরকম কথা বলে টেটির পরিবেশটা নষ্ট করবেন না। টিউন খারাপ লেগেছে সেটা অন্যভাবেও বলা যেতে পারত! কিংবা কমেন্ট নাও করতে পারতেন!

    Free download Manager দিয়া তো easily ডাউনলোড করা যায়

    জ্বি ভাই, আপনাকেই খুঁজছে টেকটিউন্স; দেরি না করে ঝটপট একটা টিউন করে ফেলুন না কীভাবে FDM দিয়ে torrent ডাউনলোড করা যায়? অনেকেই হয়ত আমার মত জানেন না। 🙁

    এইসব বা-ছা- পুষ্ট না দিলেই হয়

    এভাবে কমেন্ট না করে ভাষার ব্যবহারে আমরা একটু সচেতন হই? পোস্ট দেওয়ার অধিকার সকলেরই আছে এবং সেই পোস্ট থাকবে কি থাকবে না তা সিদ্ধান্ত নেবেন মডারেটর এবং অ্যাডমিন। এখানে আপনার আমার কোন কথা খাটবে না।
    আশা করি পরবর্তীতে কোন কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তে করবেন। ধন্যবাদ

    @TechnologyBest: টিউন টা ভালো হইছিল কিন্তু আপনের মন্তব্য বেফুক পরিবেশ দূষণ করায়…..আর থাকতে পারলাম না!!!! @TechnologyBest ভাই ,পরিবেশ বান্ধব হন!!!!

    আপনি নিজেও জানেন না যে এত কষ্ট করে টরেন্ট ডাউনলোড করে অনেক লোক (আপনার ভাষায় ছাগু)। হয়ত আপনি করেন না। না হয় আপনি বুঝেন না। কারন প্রায় 75% বা তারও বেশি লোক আইডএমকেই তার মূল/প্রধান ডাউনলোডার হিসেবে বেছে নেন। আবার আপনি নিজেও জানেন না যে কত জন লোক এই পদ্ধতিতে ডাউনলোড করে থাকেন। কিন্তু আপনি না জেনে তাদেরকে গালি দিয়েছেন। আর এটা একটা সামাজিক ব্লগিং সাইট। এখানে প্রতিনিয়ত সবাই নতুন কিছু শিখার জন্য ভিজিট করে প্রিতিদিন। সবার সামনে আপনি কি রকম হয়ে গেলেন দেখেন তো। আর আমার মনে হয় আপনি এখানে একটি একাউন্ট খুলে শুধু বসে বসে ফালতু কমেন্টস করেন। একটিও টিউন করেন না। নিজে একটি টিউন করে দেখেন তারপর বুঝবেন যে টিউনাররা কত কষ্ট করে টিউন করে। তার শুধু একটু ভাল কমেন্টেস এর প্রত্যাশায় থাকেন।

Level 0

IDM দিয়ে Torrent Download করার দরকার টা কি সেটাই বুঝলাম না। টরেন্ট নিজেই তো Resume Support সহ ফুল download speed এ download করে, যদি seed peer ভাল থাকে। তো সেখানে IDM ব্যবহার করলে Extar কি benefit পাওয়া যায়?

    @saidur_iap: টরেন্ট ক্লায়েন্ট দিয়ে ভাল স্পিডে ডাউনলোড করার জন্য seed peer এর পরিমাণ বেশি থাকতে হবে। কিন্তু যেসব সাইট টরেন্ট তাদের সার্ভারে আপলোডে ডাউনলোড করার সুযোগ দেয় সেক্ষেত্রে অল্প সিড থাকলেই আপনি সহজে ডাউনলোড করতে পারবেন। IDM দিয়ে আপনি যেমন ফুল স্পিডে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করেন, টরেন্ট তেমনি এসব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু টরেন্ট ক্লায়েন্ট ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আর হ্যাঁ এতে রিজিউম সাপোর্ট তো পাচ্ছেনই।
    অনেকে টরেন্ট ক্লায়েন্টের বিষয়গুলো ভাল জানেনা (আমি নিজেও), তাদের জন্য টরেন্ট IDM দিয়ে ডাউনলোডই ভরসা।
    যখন torrific চালু ছিল তখন কিন্তু IDM দিয়ে টরেন্ট ডাউনলোড বিষয়টা বেশ সহজ ছিল। কোন টরেন্ট তাদের সার্ভারে আগে থেকে থাকলে তাদের সার্ভারে আপনার দেওয়া টরেন্টটি আপলোড ছাড়াই তৎক্ষণাৎ ডাউনলোডের সুবিধা দিত। এসব হল ঔসব সাইটের সুবিধা। zbigz এ আপনি এক সপ্তাহ পর্যন্ত আপনার আপলোড করা টরেন্ট ফাইলটি রাখতে পারবেন(অ্যাকাউন্ট করে)। এর ফলে ফাইল শেয়ারিং পদ্ধতিটি আরও সুবিধাজনক হয়।
    জিবিগজ অনেক সময় ডাউন থাকে সেকারণে সবুজের অভিযানের পোস্টটি দেওয়া। এটা নিঃসন্দেহে কাজে লাগবে। 🙂
    আশা করি সুবিধাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ

    @saidur_iap:

    IDM ব্যবহার করলে Extar কি benefit পাওয়া যায়?

    নিওফাইটের রাজ্যে বলেই দিয়েছেন কী কী সুবিধা।

    আমিও একটা বলছি -টরেন্ট দিয়ে ডাউনলোড আমিও করি।কিন্তু সেখানে ডাউনলোডের সঙ্গে সঙ্গে আপলোড ও হয়। কিন্তু এই সাইটগুলো নিজেদের খরচায় আপলোড করে নেয় আপনি শুধু ডাউনলোড করবেন IDM দিয়ে । টরেন্টের মতো আপলোডের প্রয়োজন হবে না।

    আমরা অনেকেই লিমিটেড ইন্টারনেট ইউজ করি।আমাদের ক্ষেত্রে টরেন্টের তুলনায় IDM দিয়ে ডাউনলোড কি মম্ত পাওনা নয় ?

ভাই সেরাম পোস্ট দিছেন। প্রিয়তে নিলাম। 😀 😆
ধনিয়া পাতা লন। 🙂

 আপনার টিউনে এসে কয়েকটা অযথা কমেন্ট দিলাম বলে কিছু মনে করবেন না 

eibar na hoilo Torrifficc er Bikolpo. ei tune er jonno apnare regular khujtesilam.

Tobe apnar moto ami oto kosto korinai. “Furk.net” theke paoa download link er small “r” k capital “R” a change kore ei link ta new tab a raikkha “enter” martei ekebare fuulll sppeedd a idm a download shuru…!!! kono proxyr karbar nai.

r oporer comment gula dhorenna. karon ora polapain manush …rokto gorom r bojheo kom.

Bangla likhte na paray Dukkhito..!!!!!!!!

    @সজীব: আমারটা এভাবে করলে হচ্ছে না।আমি বাংলাদেশে থাকিনা বলে হয়তো।

    এভাবে করলে আমাকে যে মেসেজ দিচ্ছে –

    Slots limit for free downl​oads

    Sorry, but we have limit of one download slot per one file. The download slot for this file is already in use by someone who has the same IP address as you. Premium users don’t have this limit. Please upgrade to premium.

    কিন্তু আমি যদি idm -র প্রক্সি বদল করে নিই তাহলে ফাইল ডাউন করতে পারছি।

    আমার মনে হয় আপনি যদি কোনো কারনে এই ফাইলটা আবার ডাউন করতে চান।Idm এর প্রক্সি Change না করলে আপনাকে ডাউন করতে দেবে না বা আপনি ডাউনলোড করতে পারবেন না।

arekta jinish jiggesh korar kotha vule gesi…!!! jeta ami nijeo bujtesina…!!!

“Furk” te ei “download link” ta koto din active thakbe ? apnar Dusto-Misti re ektu jigan boss !!!

    @সজীব: ভাই আমিতো এক সপ্তাহ আগে আপলোড করা ফাইল ডাউনলোড করেছি। আরো বেশিদিন হবে কিনা তা আরো কটা দিন গেলে বোঝা যাবে।

    তবে আমি 44 gb ফাইলও ডাউনলোড করতে সক্ষম হয়েছি এখান থেকে।

ধন্যবাদ, ভাল একটা টিউন।মাঝে মাঝে zbigz.com এর সার্ভার অফ থাকায় খুব সমস্যায় পরতে হত।আপনার টিউন টি খুবেই উপকারি।আর যারা না বুঝে খারাপ মন্তব্য করেছেন তারা অবশ্যই আইডিম জিনিটা কি অন্তত এটা বুঝার চেস্টা করবেন।

সবুজের অভিযান ভাই দু এক জনের উল্টা পাল্টা মন্তব্যে মন খারাপ করবেন না । আপনার টিউনটি খুবই সুন্দর হয়েছে।

Level 0

ঐ লিঙ্কের মধ্যে দেখ একটা ছোটো হরফের r আছে ওটাকে R করে দাও।….
bt link ta to kuje pasci nah.aktu bolben ki??

Level 0

ভাই আমার যদি ডাউনলোড করার মাঝখানে কারেন্ট চলে যায় বা নেট ডিসকানেকটট হয়ে যায় তাহলে কি আমি সেটা পরে আবার রিজুম করতে পারবো?

    @Rjborshon: ১।আমি এক সপ্তাহের বেশি আগে আপলোড করা টরেন্ট ফাইল ডাউনলোড করেছি।

    ২।IDM- এ এটাতে রিজিউম সাপোর্ট তো পাচ্ছেনই। 😀

ভাই এখানে আমি এই দুইটা জিনিস বুঝতে পারলাম নাঃ
1> r কে R করব কেন?
2> Uptime বেশি আছে এমন দেখে একটা Ip Address কপি কর। এটা কেন করব? এবং Uptime টা কি:?

একটি সাজেশনঃ এই টিউনটি যদি নতুনরা বা পুরাতনরা(আমার মত) পড়ে থাকেন তাহলে কিছুটা সমস্যায় পড়তে পারেন। তার কারন আপনি এখানে একটি স্ক্রিনশট দিতে ভুলে গেছেন সেটা হল>>>>>আপনি যদি My File এ ক্লিক করেন তারপর Finished tab এ ক্লিক করে যে ফাইলটি ডাউনলোড করবেন তার উপর রইট বাটন ক্লিক করে open link in new tab এ ক্লিক করেন তাহলে এখানে download ছাড়া আর কিছু আসবে না। কিন্তু এখানে আপনি দেখিয়েছেন যে একটা লিংক (যা উপরে [ঐ লিঙ্কের মধ্যে দেখ একটা ছোটো হরফের r আছে ওটাকে R করে দাও] এই লাইনের পরে আছে। কিন্তু এখানে ফাইলটা open link in new tab এ খুললে download ছাড়া আর কিছু আসে না। তাই এখানে একটি স্ক্রিনশট দিয়ে>>>>> {আপনি [download] এই লেখাতে মাউসের রাইট বাটন ক্লিক করে copy link location ক্লিক করুন তারপর আইডিএম খুলে add new download এ ক্লিক করলে দেখতে পাবেন এবং তারপর r কে R বানিয়ে ডাউনলোড দিন।} দেখাতে পারেন।

এই পদ্ধতিতে ডাউনলোড করলে একটি সুবিধা একটি অসুবিধাঃ
সুবিধাঃ টরিফিকে ডাউনলোড করলে বড় ফাইল(প্রায় 4 জিবি) ডাউনলোড করা যেত না। কিন্তু এখানে যায়।
অসুবিধাঃ টরিফিকে ডাউনলোড করলে টরেন্টের ফাইলগুলা আলাদা আলাদা করে দেখা যেত এবং যেটা পছন্দ সেটা ডাউন করা যেত। কিন্তু এখানে তা যায় না। এখানে পুরাটাই ডাউনলোড করতে হয়।

বুঝতে একটু সমস্য হয়েছিল তারপরেও টিউনটির জন্য আপনাকে অসংখ্য, হাজার, লক্ষবার, কোটিবার ধন্যবাদ। যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে এবং দুঃখিত বেশি বলে ফেললাম।

    @জোবায়ের রাসেল:

    একটি সাজেশনঃ

    অনেক ধন্যবাদ এটাকে নজরে আনার জন্য।এটা নজর এড়িয়ে গিয়েছিল।

    1> r কে R করব কেন?

    এটা না করলে মূল ফাইলের বদলে মাত্র কয়েক কেবির একটা ফাইল ডাউনলোড ্বে।অর্থাৎ মূল ফাইল ডাউনলোড হবে না।

    2> Uptime বেশি আছে এমন দেখে একটা Ip Address কপি কর। এটা কেন করব? এবং Uptime টা কি:?

    এটা আমার কাছে খুব পরিষ্কার নয় তবে আপটাইম বেশি থাকলে IDm এ তুলনামূলক বেশি স্পিড পাচ্ছি।

    এই পদ্ধতিতে ডাউনলোড করলে একটি সুবিধা একটি অসুবিধাঃ

    এটা ঠিকই বলেছেন।তবে আমি 4 gb -র পরিবর্তে 44 gb ফাইলও ডাউনলোড করতে সক্ষম হয়েছি।

    ছোটোবেলাতে নিশচয়ই ম্যাকগাইভার (Macgyver) দেখেছেন।আমি এটা এি সাইটে আপলোড করতে পেরেছি জানি না কত দিন থাকবে। লিঙ্ক দিলাম ।চাইলে ডাউনলোড করতে পারেন।

    http://e5huo240oi5suf0rhhgldrej8rn5cevqc0rtmt0.gcdn.biz/d/R/rvVXRTY8x6JRXiWRtw6i-8KulPOG-bJI2TdtH9L2q8HjuLYhihZn2L-N_tbkOfE31hbYeXLQp9xLA6V8ZkAbTw/MacGyver%20Seasons%201-7.zip

      @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): Boss !!! আপনার ফাইল এর ডাউনলোড লিঙ্ক থাকবে আজীবন…কিন্তু যদি ৩০ দিনের মধ্যে ওই ফাইল একবারও ডাওনলোড না হয় তাইলে ওই ফাইল ডিলিট দিবে।

      সুতরাং মাশে একবার নিজেই ডাওনলোড দিয়ে কিছু ডাটা ডাওনলোড হবার পর ক্লোজ করে দিলেই ত হবে। ফাইল আর ডিলিট হবেনা…থাকবে আজীবন

      কিন্তু টরিফিকের মতো এইটাও যদি বন্ধ হইয়ে যায়…।!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????

রাসেল ভাই, কাজটা একটু কঠিন হয়ে গেল মনে হয়। এই টিউন পাওয়ার পর আমে ৩টা মুভি ডাওনলোড করেছি ফুল স্পীডে। আমে কোন Proxy ব্যভার করিনি।

আমি যা করেছি তা হল “DOWNLOAD” বাটন থেকে “COPY LINK ADDRESS” এ ক্লিক করে ডাউনলোড টা কপি করে “NEW TAB” খুলে “Address Bar” এ শুধু “PASTE” করেছি। তারপর Small “r” কে Capital “R” বানিয়ে আমার keyboard এর “Enter” বাটনে মারছি জোড়ে করে একটা বারি। সাথে সাথেই IDM এ ডাওনলোড শুরু। এখানে আমি কোন proxy ব্যবহার করিনি।

নিচে “Ghost Rider 2 – Spirit of Vengeance 2011 HDRip” এর ডাওনলোড লিঙ্ক দিলাম। খেয়াল করেন শুধু small “r” কে capital “R” বানাইছি। ব্যাস।

http://6mst7s2n4rf0rujb6bhsmn5u15iru9h12710s1o.gcdn.biz/d/R/fWRw-zL4jCIQD9rIBb6ATIKsDTvu2k3GGQJA7AQEHny6CfLe6–n6l8aCF-8MHi0v6hXzZ3R32bmeckc2B8-UQ/Ghost%20Rider%202%20-%20Spirit%20of%20Vengeance%202011%20HDRip%20CROPPED%20XviD-FTW.zip

এই লিঙ্ক থেকে নরমাল যেভাবে ডাওনলোড করেন সেভাবে করেন, দেখেন ডাওনলোড হয় কি না। শুধু কপি করে নিউ ট্যাব এ পেষ্ট করে জোড়ে করে এন্টার মারেন(জোড়ে বারি মারটে বে কিন্তু) তারপর দয়া করে আমাকে একটু জানান যে কাজ হইছে কি না।

    সজীব ভাই আমি তো ডাউনলোড করতে পারছি। আমি টিউনটি পাওয়ার পর প্রায় 4 জিবি সাইজের ফাইল ডাউনলোড দিসি। কিন্তু
    1> r কে R করব কেন?
    2> Uptime বেশি আছে এমন দেখে একটা Ip Address কপি কেন করব? বুঝলাম না। কেউ জানলে জানাবেন।

    @সজীব: আমি এভাবেও ট্রাই করেছিলাম।কিন্তু Limit-is -Over এর একটা ইমেজ ফাইল লোড হচ্ছে । Idm তেও পেস্ট করলে ওটাই লোড হচ্ছে।কিন্তু IDM এর IP ও পোর্ট change করলে ঐ আপানার দেওয়া বা আমার দেওয়া অ্যড্রেস থেকেই ডাউনলোড হবে।

Level 0

যে যাই বলুক না ভাই আমি চরম চরম উপকৃত হয়েছি। বিশেষ করে torrific বন্ধ হএ জাবার পর এই রকম একটা পোস্ট খুঁজছিলাম। অসংখ্য ধন্যবাদ সবুজের অভিযান কে

Uptime বেশি আছে এমন দেখে একটা Ip Address পরিবর্তন না করলে সমস্যা হয়। তখন ৩৪কেবি limit-is-over_2.jpg একটা ফাইল নামে। তবে Ip Address পরিবর্তন করলে ঠিক হয়ে যায়। বস আমি ভাল আছি। ধন্যবাদ আপনাকে।

আমার নিজের ব্লগে এটা নিয়ে একটা টিউন করলাম। একটু দেখতে পারেন। কেমন হল জানাবেন।
http://jobayerassal.blogspot.com/2012/03/idm.html

@সবুজের অভিযান ( Sobujer Abhijan ) – অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ এরকম একটা সাজানো গোছানো টিউনের জন্য। আপনাদের মত টিউনাররের জন্যই টিটিতে আসতে অনেক আগ্রহ পাই। আবারো ধন্যবাদ।

Thanks for this tunes.

Level 0

ভাই আপনার টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার একটু সমস্যা হয়েছে। 2.29 gb একটা ফাইল ডাউনলোড দিয়েছিলাম। কিন্তু 447mb ডাউনলোড করার পর আর resume হচ্ছে না। এখন কী করব?

    আপনি আমার ফেসবুকে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় কারণ আমি তাহলে বলে বলে দিতাম , আর আপনি সঙ্গে সঙ্গে করে নিতে পারতেন।

    ফেসবুকে আমি এখানে।

      Level 0

      @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): আমার ফেসবুক আইডি নেই বলে যোগাযোগ করতে পারলাম না বলে দুঃখিত। তবে সমস্যার সমাধান হয়েছে। আমি proxy ip address পরিবর্তন করে দেওার পর আবার resume শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি। আপনার সুন্দর টিউনের জন্য আবারো ধন্যবাদ।