KM Player সমস্যা ও তার সমাধানঃ

বর্তমানে মিডিয়া প্লেয়ার বলতে আমরা যে প্লেয়ারটিকে বুঝি সেটি হল KM Player। KM Player  আমাদের সবার পছন্দের একটি মিডিয়া প্লেয়ার। কারণ এই প্লেয়ারটি দিয়ে প্রায় সব ফরমেটের মিডিয়া ফাইল-ই প্লে হয়। তাছাড়া এই Software টি দিয়ে খুব সহজে অডিও ভিডিও ফাইল চালানো যয়। HD ভিডিও ফাইল থেকে শুরু করে নরমাল MPEG ফাইল, 3gp,MP4,MP3, ইত্যাদি ফাইল সুন্দর মতো চালানো যায়। তাছাড়া এই Player দিয়ে HD ফাইল প্লে করলে হ্যাং করে না বা মাঝে মাঝে আটকে যায় না যা অন্য Software এ হয়। তাই বর্তমানে এই মিডিয়া প্লেয়ারটি ই সবচেয়ে বেশী জনপ্রিয়।

কিন্তু এই প্লেয়ারটির লেটেস্ট ভার্সন KM Player 3.1.0.0 ব্যবহার করতে গেলে একটা সমস্যা শুরু হয় যা খুবই বিরক্তিকর।  সেটা হল এটি রান করতে গেলেই একটা এরর সেমেজ দেয় “Member not found”। প্রতিবার এই এরর মেসেজটি সবার কাছেই খুব বিরক্তি লাগে।

তাই আমার আজকের টিউন হবে কিভাবে KM Player 3.1.0.0 ভার্সনের এই এরর মেসেজ থেকে মুক্তি পাওয়া যায়।

তাহলে আসুন কাজে নেমে যাই.........................

প্রথমে KM Player 3.1.0.0 ভার্সনটি যথারীতি সেটআপ দিন। তারপর এটি রান করুন। এরর মেসেজটি দিলে OK দিন। এবার প্লেয়ারটির টাইটেল বারে রাইট ক্লিক করুন। নীচের দিকে দেখুন লেখা আছে Configuration Preset। এটাতে কার্সার রাখুন। ডান দিকে দেখুন লেখা আছে * Default Preset Ctrl+Alt+1 এবং KMPwizard Ctrl+Alt+2। এখানে KMPwizard Ctrl+Alt+2 লেখাটির বামদিকে একটি টিক চিহ্ন দেয়া আছে। আপনি * Default Preset Ctrl+Alt+1 লেখাটার উপর  ক্লিক করুন। তারপর Software টি ক্লোজ করে ফেলুন। এবার KM Player টি রান করুন আর দেখুন কেমন চলছে আপনার নতুন ভার্সনের  KM Player টি।

তাহলে উপভোগ করুন নতুন ভার্সনটি।   সবাই ভাল থকবেন।

কেমন লাগল টিউনটি? মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আব্দুল আহাদ মিয়া। , Governtment বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I like to work with IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল // চালিযে যান // ভবিষ্যতেআরো ভালো হবে

ভাল

ভাই আমার তো সমস্যা অন্য ধরনের।আমার km player 3.1.1 এ যখন ভিডিও প্লেব্যাক ফরওয়ার্ড করতে চাই তখন শুধু মাত্র আডিও ফরওয়ার্ড হয় কিন্তু ভিডিও ষ্টীল হয়ে থাকে………আপনি পারলে এ সমস্যার সমাধান দেন…………

দারুন কাজের পোষ্ট!

    Level 0

    ভাই আপনি যে ভার্সনের কথা বললেন ওটাতেই এই সমসসা। কারন ওটা বেটা ভার্সন। আর সাম্প্রতিক KMPlayer এর আরও একটি ভার্সন KMPlayer 3.2.0.0 বের হয়েছে। এই ভার্সনে ওই সমস্যা হয়ে না। আর এতে 3D ইফেক্ট যুক্ত করা হয়েছে। যদি প্রয়োজন হয়ে তাহলে এই লিঙ্ক http://www.videohelp.com/tools/KMPlayer এ গিয়ে ডাউনলোড করে নিন।

      ভাই আপনার দেয়া KM Player টিতেও একই সমস্যা। কাজেই এই সমস্যা দূর করতে হলে উপরের পদ্ধতি অবলম্বন করতে হবে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
      ভাল থাকবেন।

vi thank u.ata nie khub somossar modde chilam.apni uddar korlen.thanks again.

আব্দুল আহাদ ভাই জটিল একটা টিউন। আসা করি ভবিশতে আরও সুন্দর সুন্দর টিউন করবেন।

Level 0

Thanx. Age janle a vabei kortam. Bt amarta automatic thik hoye gese.