নিচের ধাপগুলোর মত কাজ করুন.....
১. NEW FOLDER তৈরি করুন ।
২. RENAME করুন Alt চেপে 0160 ।(খেয়াল করুন প্রথমে ই নতুন একটি ফোল্ডার তৈরী করুন। এবার ফোল্ডারটির উপর রাইট বাটন ক্লিক করুন> রিনেইম এ ক্লিক করুন> এবার Alt চেপে ধরে রাখুন বাম হাতে এবং ডান হাত দিয়ে কীবোর্ডের নিওম্যারিক অংশ থেকে 0160 চাপুন এবার আস্তে করে ডান হাতে চেপে ধরে রাখা Alt বাটন টি ছেড়ে দিন( যখন 0160 চাপবেন তখন কিন্তু অন্য হাতে Alt চেপে ধরে রাখতে হবে , ছেড়ে দিলে কিন্তু হবেনা , 0160 লিখার পর ছাড়তে হবে Alt বাটন কে) ছেড়ে দেবার পর দেখবেন যে ফোল্ডারের নামের জায়গাটিতে কিছুই টাইপ হয়নি শুধু কার্সরটি টিক টিক করছে। এবার আস্তে করে এন্টার চাপুন তাহলে দেখবেন যে আপনার ফোল্ডারটির নাম new folder থেকে পরিবর্তিত হয়ে এখন ফাকা হয়ে গেছে অর্থ্যাৎ কোন নামই নেই। )
দেকবেন নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে (নিচের মত )
৪. এবার আইকন গায়েব করার পালা ... ফোল্ডারটির >propertise >costomizee>change icon এ ক্লিক করুন ।
৫.invisible icon বেঁছে নিন (নিচের ছবির মত )......
৬.এখন ok press করুন ।
আপনার ফোল্ডার এখন চোখের সামনে কিন্তু অদৃশ্য ......
কোথায়ে এই ফোল্ডার তৈরি করেছেন তা ভাল করে মনে রাখবেন । তাহলে আপনি ছাড়া এই ফোল্ডার এর খোজ কেও জানবে না । কোন সফটওয়্যার ছারাই নিজস্ব security ।
ভাল লাগলে জানাবেন......... ।
আমি sp jishan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানি না আমি কেমন?????
darunnnnnn