উইনডোজ সেভেনে ইচ্ছামত শুধুমাত্র ফন্ট সাইজ বাড়িয়ে/কমিয়ে নিন !


উইনডোজ এক্সপিতে ডেক্সটপে রাইট বাট ক্লিক করে প্রপারটিজ থেকেই এটি খুব সহজে করা যায় কিন্তু উইনডোজ সেভেনে এরকম কোন অপশন না থাকায় অনেকেই বিপদে পড়েন। কারণ উইনডোজ সেভেনে বাংলা ফন্ট একটু ছোট দেখা যায়। তাই পড়তে অসুবিধা হয়। যদিও উইনডোজ সেভেনে ডেক্সটপ প্রাপারটিজ থেকে স্ক্রিন রেজুলেশন বাড়িয়ে নিলেও ফন্ট বড় হয়ে যায় কিন্তু সমস্যা হল স্ক্রিন রেজুলেশন বাড়াতে পুরো সিস্টেমের বড়কিছু বড় হয়ে যায়। তাই লেখার সাইজ বড় হলেও রেজুলেশন বেড়ে যাওয়ায় স্ক্রিনের মধ্যে অনেককিছু দেখতে অসুবিধা হয়।

উইনডোজ সেভেনে কিভাবে শুধুমাত্র ফন্ট সাইজ (লেখা) বাড়াবেন?

১। প্রথমে Run ওপেন করুন (Start বাটন > All Programs > Accessories > Run ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে Windows Key + R চাপুন)

এখন Open এ control color লিখে OK করুন।

২। Window Color and Appearance নামক একটি বক্স আসবে। এখানে Item থেকে Icon সিলেক্ট করুন।

এখানে Size থেকে আপনার ইচ্ছামত সাইজ বাড়িয়ে কমিয়ে নিন। আপনি যদি আপনার কম্পিউটারের ফন্ট পরিবর্তনও করতে চান তাহলে সেটি Font থেকে আলাদা কোন বাংলা ফন্ট যেমনঃ SolaimanLipi, Kalpurush বা Siyam Rupali সিলেক্ট করতে পারেন। সবশেষে OK ক্লিক করুন।

৩। ব্যাস ! হয়ে গেল এখন আপনার কম্পিউটারে গিয়ে দেখুন ফোল্ডারগুলি এবং সকল আইকোনগুলির ফন্ট সাইট বেড়ে গেছে। এবং বাংলাগুলি বেশ সুন্দর বোঝা যাচ্ছে ! 🙂

ভাল থাকুন
ধন্যবাদ।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে আমার বাংলাগুলি দেখতে খুব সমস্য হত ধন্যবাদ সাইফুল ভাই।

Darun Tips … ami obosso onno vabe kori…

বাহ! সুন্দর ও কাজের একখান টিপস দেয়ার জন্য ধইন্না 😀
offtopic – ভাই টেকতিউন্সের কি হইছে? অনেক সময় ঠিক মতো লোড হয়না, কিছু পোস্ট ওপেন করলে “Nothing found / you are looking for somethimg that isn’t here” এইসব আজিব জিনিষ আসে, আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার (লজ্জাজনকও বটে) হইলো বিভিন্ন adult dating site এর বিজ্ঞাপন। আজবতো একটা টেক ফোরামে dating site এর বিজ্ঞাপন কেন দিতে হবে? এই সাইটে সব বয়সের ভিসিটর আসে, তাই মডুদের কি এই ব্যাপারে খেয়াল রাখা উচিৎ নয়?? ভালো কথা আপনারা সাইটে পেইড এড দেবেন, এর জন্য তো আরও ভালো অনেক বিকল্প আছে, নয়কি?

যাহোক, অনেক বেশি বলে ফেলেছি হয়তো, আপনি এঞ্জেল মডু বলে কথা, তাই আপনার পোস্টেই অভিযোগ জানালাম।

    @আরিফ_: টেকটিউনস এ প্রচুর পরিমানে ভিজিটর বেড়ে যাওয়ায় ডেটাবেস থেকে এরকম সমস্যা হচ্ছে।
    আর এ্যাডগুলি যেহেতু গুগল থেকে র্যান্ডমলি জেনারেট হয় সেহেতু মাঝে মাঝে এরকম এ্যাড দেখা যেতেই পারে। এটি স্বাভাবিক ব্যাপার। তবে খুব কম সময়ই এরকম এ্যাড চোখে পড়ে।

modupori thukku porimodu saiful vai apnar tune pailei khub valo lage.vai symbian set niye to r tune koren na.somoy pele set niye abar tune koiren.r ai tune er jonne dhoinna…

ধন্যবাদ! কাজের টিউন!

Press & hold ctrl key and scroll up and down from mouse scroll key and see the change.

valo hoyeche.