উইনডোজ এক্সপিতে ডেক্সটপে রাইট বাট ক্লিক করে প্রপারটিজ থেকেই এটি খুব সহজে করা যায় কিন্তু উইনডোজ সেভেনে এরকম কোন অপশন না থাকায় অনেকেই বিপদে পড়েন। কারণ উইনডোজ সেভেনে বাংলা ফন্ট একটু ছোট দেখা যায়। তাই পড়তে অসুবিধা হয়। যদিও উইনডোজ সেভেনে ডেক্সটপ প্রাপারটিজ থেকে স্ক্রিন রেজুলেশন বাড়িয়ে নিলেও ফন্ট বড় হয়ে যায় কিন্তু সমস্যা হল স্ক্রিন রেজুলেশন বাড়াতে পুরো সিস্টেমের বড়কিছু বড় হয়ে যায়। তাই লেখার সাইজ বড় হলেও রেজুলেশন বেড়ে যাওয়ায় স্ক্রিনের মধ্যে অনেককিছু দেখতে অসুবিধা হয়।
১। প্রথমে Run ওপেন করুন (Start বাটন > All Programs > Accessories > Run ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে Windows Key + R চাপুন)
এখন Open এ control color লিখে OK করুন।
২। Window Color and Appearance নামক একটি বক্স আসবে। এখানে Item থেকে Icon সিলেক্ট করুন।
এখানে Size থেকে আপনার ইচ্ছামত সাইজ বাড়িয়ে কমিয়ে নিন। আপনি যদি আপনার কম্পিউটারের ফন্ট পরিবর্তনও করতে চান তাহলে সেটি Font থেকে আলাদা কোন বাংলা ফন্ট যেমনঃ SolaimanLipi, Kalpurush বা Siyam Rupali সিলেক্ট করতে পারেন। সবশেষে OK ক্লিক করুন।
৩। ব্যাস ! হয়ে গেল এখন আপনার কম্পিউটারে গিয়ে দেখুন ফোল্ডারগুলি এবং সকল আইকোনগুলির ফন্ট সাইট বেড়ে গেছে। এবং বাংলাগুলি বেশ সুন্দর বোঝা যাচ্ছে ! 🙂
ভাল থাকুন
ধন্যবাদ।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
কাজে লাগবে আমার বাংলাগুলি দেখতে খুব সমস্য হত ধন্যবাদ সাইফুল ভাই।