গুগল ক্রোম ব্যবহার করেন আর এই এক্সটেনশন ব্যবহার করবেন না তা চলবে না !

প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি সকল বাংলাদেশীকে বাংলাদেশের ভারতের বিপক্ষে স্বরণীয় জয়ের জন্য ।

বর্তমানে যারা ইন্টারনেট ব্যবহার করে এবং ব্রাউজার ব্যবহার করেন তারা এক্সটেনশন ছাড়া ব্রাউজারের কথা অনেকটাই চিন্তা করতে পারে না । কেনোনা এই এক্সটেনশন গুলোই আপনার ব্রাউজারকে এবং ব্রাউজিংকে করে তোলে আরো সহজ ও সুন্দর । আপনার সময় বাচায় কয়েক গুনে ।এই এক্সটেনশন গুলো আপনাকে মাত্র এক ক্লিকেই ব্রাউজারের তথা বিভিন্ন ওয়েব সাইটের বিভিন্ন ফিচারগূলো ব্যবহার করতে সহায়তা করে ।

আমাদের চাহিদার তো আর শেষ নেই, যেটাই পাই মনে হয় আরেকটু বেশী পেলে ভালো হতো । আর সে কারনেই এই এক্সটেনশনগুলোর চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি প্রতিদিনই নতুন নতুন এক্সটেনশনের জন্ম হচ্ছে ।

আজ আমি আপনাদের (গুগল ক্রোম ব্যবহার কারীদের) তেমনি একটি এক্সটেনশনের কথা বলবো, যা শুধু আপনাদের ব্রাউজিং এর চাহিদাই মেটাবে না, আপনাকে দেবে একটু বেশী কিছু ।

যাকে নিয়ে এত কথা তার নামটাইতো জানা হলো না । গুগল ক্রোমের এই এক্সটেনশন্টির নাম হচ্ছে  ক্লিক এন্ড ক্লিন ।

আর এই এক্সটেনশনটি আপনাকে যে যে সুবিধা প্রদান করবে তার কয়েকটি মাত্র নীচে দেয়া হলো ...

-আপনার ব্রাউজিং এর ইতিহাস মুছবে ।

-ব্রাউজারে ফ্ল্যাশ কুকিজ (LSOs) মুছবে ।

-আপনার ইন্টারনেটের সকল কার্জক্রম মুছে ফেলে আপনার ব্রাউজিং এর গোপোনীয়তা রক্ষা করবে ।

-অফলাইন ফ্ল্যাশ ভিডিও দেখতে পাবেন তাও আবার ইন্টারনেট সংযোগ ছাড়াই ।

-ক্লাইন্ট সাইড Web SQL Databases ডিলিট করবে ।

এইগুলোতো গেলো ব্রাউজিং এর কয়েকটি হিসাব, এই এক্সটেনশনটি আপনার কম্পিউটারের যে সকল টুলের সুবিধা প্রদান করতে পারে সেগুলোর কি হবে ...দেখুন তবে ।-আপনার কম্পিউটার মালওয়্যার দ্বারা আক্রান্ত কি না তা স্ক্যান করতে পারবেন ।-আপনার সিস্টেমের ডিস্ক ক্লিন আপ সুবিধা পাবেন এই এক্সটেনশনে ।-এক ক্লিকেই পাবেন টাস্ক ম্যনেজার ।-পাবেন সিস্টেমের সাঊন্ড সেটিংস, ডিসপ্লে সেটিংস ।-কন্ট্রোল প্যানেলের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম কে আনইন্সটল করার সুবিধা ।

আর কত সুবিধার কথা বলবো, নীচে থেকে ডাউনলোড করেন আর ব্যবহার করেন ।

আর ফায়ার ফক্স ভায়েরা দুঃখ পেয়েন না, আচ্ছা আপনাদের কেউ কিছু তো দিতে হয় ।

নীচের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন মজা পাবেন । নিদৃষ্ট সময়ে আপনার পছন্দের ওয়েবসাইট খুলে যাবে আপন মনে ।

নামঃ মর্নিং কফি ।

ডাউনলোড করুন আর পছন্দমতন সেটিংস দিয়ে ব্যবহার করুন ।

ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

    ধন্যবাদ ।
    কাজে লাগিয়ে দেখেন ।
    আরো ভালো লাগবে ।

Level 0

লিংক কই?

    এত সুন্দর ভাবে হাত নাড়াচ্ছে আর আপনি বলছেন লিঙ্ক কই ।
    পেছেন কি ভাই ।
    ধন্যবাদ ।

আর ফায়ার ফক্স ভায়েরা দুঃখ পেয়েন না, আচ্ছা আপনাদের কেউ কিছু তো দিতে হয় ।
ফায়ারফক্সের জন্য ক্লিক এন্ড ক্লিন এড-অন টি ব্যবহার করতে
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3100

Level 0

ধন্যবাদ
World4Mix