হ্যা, ঠিকই বলছি। নিজের বানানো সফটওয়্যার দিয়েই My Computer এর Properties এ নিজের ছবি দিতে পারবেন এবং সেই সাথে নিজের ইনফর্মেশনও দিতে পারবেন। এটি করতে আপনার যা লাগবে, তা হল- Winrar.
এটি হল সুপার কমন সফটওয়্যার। সবারই আছে আশা করি। এবার কাজ শুরু করা যাক।
প্রথমেই আমাদের একটি ছবি ঠিক করতে হবে, যেটি My Computer এর Properties এ দিতে হবে। আর ছবির মাপ হতে হবে- ১৮০*১২০ রেজুলেশনের এবং অবশ্যই .bmp ফরম্যাটে। এর চাইতে বড় হলে ছবি ঠিকমত দেখা যাবে না।
আশা করি ছবিটি সিলেক্ট করে ফেলেছেন। এবার ছবিটিকে .bmp ফরম্যটে কনভার্ট করতে হবে। খুবই সোজা কাজ। ছবিটির উপর রাইট ক্লিক করে Edit এ ক্লিক করুন। তাহলে ছবিটি পেইন্টে ওপেন হবে। এবার পেইন্ট এর File> Save as এ যান। সেখান থেকে নিচের মত 24-bit Bitmap সিলেক্ট করে সেভ করুন।
এবার নোটপ্যাড ওপেন করুন এবং নিচের লেখাগুলো কপি করে পেস্ট করুন। এই লেখাগুলো নিজের ইচ্ছামত মডিফাই করে নিন। তবে লাইন১, লাইন২ এগুলা পরিবর্তন করবেন না। লাইনের পরের লেখাগুলো পরিবর্তন করতে পারেন।
[General]
Manufacturer=......... Ahmed .........
[Support Information]
Line1= ©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©
Line2= ......... Ahmed .........
Line3= Dariapur, Shahzadpur, Sirajgonj.
Line4= Contact Information :
Line5= Mobile : +8801737-*****
Line6= Website : http://www.FunnyTricks.Tk
Line7= Email : shuvo24@***.com
Line8= ThAnKs FoR ReADiNg..
Line9= ©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©©º°¨¨°º©
লেখা শেষ হলে সেটিকে সেভ করুন oeminfo.ini নামে। অন্য কোন নামে সেভ করলে হবে না। আর হ্যা আমাদের সিলেক্ট করা ছবিটিকেও রিনেম করতে হবে। সেটিকে রিনেম করে নাম দিন- oemlogo.bmp নামে।
কাজ শেষ আশা করি। এবার সফটওয়্যার বানানোর পালা। ছবি এবং .ini ফাইলদুটিকে সিলেক্ট করে Add to Archive এ ক্লিক করুন।
এবার ডান পাশের Create SFX Archive এ ক্লিক করুন।
এবার Advanced ট্যাব থেকে SFX Options এ ক্লিক করুন।
এখানকার General Tab এর Path to extract এ এই লেখাটি কপি করে দিন- C:\WINDOWS\system32
এবার Modes ট্যাবে যান। সেখানে Hide all এবং Overwrite all files এ ক্লিক করে OK দিন। পরের বারও OK দিন।
তাহলে দেখবেন যেখানে আমাদের ছবি ও ফাইলটা ছিল, সেখানে নতুন একটি .exe ফাইল তৈরি হয়েছে। এই ফাইলটিতে ডাবল ক্লিক করুন। আর My Computer এর Properties এ যান। দেখবেন নিজের ছবি। আর ছবির পাশে Support Information এ ক্লিক করলে দেখবেন নিজের ইনফর্মেশন
যেকারও পিসিতে এই .exe ফাইলটা ডাবল ক্লিক করলেই তার পিসিতে আপনার ছবি দেখতে পাবেন
আমারটা দেখেন-
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
এভাবে আর বিজ্ঞাপন দিয়েন না ভাই