আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ

কেমন আছেন? আপনাদের সকল কে একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের টিউন। সব সময় প্রোগ্রামিং নিয়ে টিউন করায় আজ আমি আপনাদের কাছে একটু ভিন্ন ধারার টিউন করছি। জানি না কত টুকু ভাল লাগাতে পারবো ,তবে চেষ্টা থাকবে পুরোটাই।

আমাদের অনেকের খুব ইচ্ছা ভালো একজন প্রোগ্রামার হব বা একজন ওয়েব ডেভেলপার হব অথবা একজন আইটি বিশেষজ্ঞ হব। কিন্তু মনে করি এই জগত টা অনেক কঠিন এবং আমাকে দিয়ে হবে না। আসলেই কি তাই?? মোটেই না।

আপনি যদি সত্যি নিজেকে আইটি জগতে একজন সফল ব্যক্তি হিসেবে দাড় করাতে চান তবে প্রথমেই দরকার প্রবল ইচ্ছা এবং নিষ্ঠা। যদি আপনার মধ্যে এগুলো কে ভালো ভাবে লালন করতে পারেন তবে আপনি আইটি জগতে নিজেকে মেলে ধরতে পারবেন, এটা ১০০% গ্যারান্টি।

আসুন প্রোগ্রামিং এর কথায় । আমরা যখন প্রোগ্রামিং করতে যাই তখন প্রোগ্রামিং না হলে তখন ভাবি,"এটা দুনিয়ার কঠিন বিষয়, আমাকে দিয়ে হবে না"। আর তাহলেই আপনি হেরে গেলেন। প্রোগ্রামিং মানেই পরিশ্রম ,আর পরিশ্রম মানেই সফলতা। তাই আপনাকে একজন ভালো প্রোগ্রামার হতে হলে প্রথমেই ধৈর্য্যশীল হতে হবে।
জানিনা বিশ্বাস করবেন কি না -আজ থেকে অনেক বছর আগে আমার সামান্য সি প্রোগ্রামিং মিলাতে পুরো একদিন সময় লেগেছিল। আর আমাকে সাহায্য করার মত কোন বন্ধু/স্যার ছিল না। আমি যার কাছে পড়তাম তিনি ছিলেন ইন্ডিয়া তে। আর আমার বন্ধু রা ছিল স্বার্থপর টাইপ এর। তারপর আমার জিদ চাপে আমি কারো সহযোগীতা ছাড়াই ভালো প্রোগ্রামার হব।আল্লাহ এর রহমতে এখন আমি অনেক দূর পর্যন্ত পৌছেছি। এখন নিজের একটি ছোট আইটি ফার্ম আছে।প্রোগ্রামিং প্লাটফর্ম থেকে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কোন কষ্ট সাধ্য ব্যাপার না।চেষ্টা করে দেখুন পারবেন। আমরা বাঙ্গালী,আমরা সব জাতির উর্ধে। তাই চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ।

এখন আসি ওয়েব ডেভেলপিং এর কথায়। আমি বিশ্বাস করি যে কেউ এই বিষয়ে দক্ষ হতে পারে। তবে তাকে একটূ ক্রিয়েটিভ হতে হবে। আর সব চাইতে কম সময়ে আইটি এর সাগরে একজন দক্ষ নাবিক হিসেবে নিজেকে মেলে ধরার জন্য এটা একটা ভালো প্লাটফর্ম।

অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।আশা করি হাল ছাড়বেন না। দেখবেন আপনি সফল হবেন ই হবেন।ইনশাআল্লাহ। আল্লাহ পরিশ্রমী কে ভালোবাসেন। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা।আমি আপনাদের পাশে সব সময় আছি। আর আমার আইটি ফার্ম এর সাইট টা একটু ঘুরে আসেন সময় হলে
http://www.global-itbd.com

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই , জ্ঞানগর্ভ কিছু গুরুত্বপূর্ন পরামর্শ দেওয়ার জন্যে….

Level 0

ধন্যবাদ ভাই। সত্যি ই বলেছেন ইচ্ছা শক্তির উপর ঔষধ নাই।

রোমেল ভাই আপনার লেখাটা অনেক ভালো লাগলো, নতুনদের জন্য নির্দেশনা মুলক লেখা।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন।

Level 0

valo bolesen…..je keu web development ta sohoje ayotto korte pare…..amar kase web development sohoj ei mone hoi……but valo software engineer ektu kotin ei bolbo……..karon hisebe bolbo valo software engineer hote hole Data Structure, Algorithm moto kotin subject er upor dokhol thakte hobe plus math skill, problem solving ability, analytical ability valo howa cai.

আমি প্রোগ্রামার হতে চাই , অনেক অনুপ্রেরনা পেলাম আপনার কাছ থেকে ।অনেক ভাল থাকবেন ।

valo lekha porar porer onuvuti lekhoker onuvutir chorcha korie ney !

ধন্যবাদ

Level 0

রোমেল ভাই আপনার কথায় আবার ইন্সাপায়ার হলাম…হুম বসে থাকলে হবে না.. কাজ করতে হবে কাজ……. 🙂

ভাই দারুন বলেছেন,চালিয়ে জান।

Level 0

ভাল বলেছো ভাই…………!!!