হ্যালো? কেমন আছেন? আশা করি ভালই আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট করবো। অনেকেই নেট থেকে অডিও ফাইল ডাউনলোড করে থাকেন। কিন্তু গানের থিম এ যেই সাইট থেকে ডাউনলোড করেছেন সেই সাইটের লোগো দিয়ে থাকে। আমরা চাইলে থিমটি পরিবর্তন করতে পারি খুবই সহজে।
এজন্য আপনার কাছে Winamp V.3.0.5 বা এর উন্নত ভার্সনটি থাকতে হবে।
Download Link: http://www.winamp.com
1) প্রথমে Winamp খুলুন। আমার কাছে সফটওয়্যারটির ১৫তম ভার্সন আছে। এখন যেই গানটিতে ছবি সংযুক্ত করতে চান প্লে-লিষ্ট থেকে সেটিকে সিলেক্ট করুন। দেখুন এখানে একটি ছবির গানকে সিলেক্ট করা হয়েছে। এটি যেই সাইট হতে ডাউনলোড করা হয়েছে তার লোগো দেওয়া আছে।
2) এখন সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটন চাপুন। একটি পপ-আপ মেনু আসবে। সেখান থেকে View file info (Alt+3) অপশন টি সিলেক্ট করুন।
3) একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে আপনি চাইলে গানের ফাইটির বিস্তারিত তথ্য (যদি জানেন) লিখতে পারেন
4) সেখান থেকে Artwork অপশনে ক্লিক করুন। গানটির বর্তমান ছবিসহ নতুন ডায়ালগ বক্স আসবে। এখন চাইলে আপনি প্রথমে ছবিটি ডিলেট করে নতুন ছবি দিতে পারেন। অথবা পরিবর্তন করতে পারেন।
5) প্রথমে বর্তমান ছবিটি ডিলেট করে Change… বাটনে ক্লিক করুন।
6) এরপর যেই ছবিটি দিতে চাই সেটি সিলেক্ট করুন।
7) এরপর OK তে ক্লিক করে সফটওয়্যারটি বন্ধ করে পুনরায় চালু করুন (Restart)
8) আপনার ফাইলটি প্লে করুন। দেখুন আপনার দেওয়া ছবি এখন থিমে পরিণত হয়েছে।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 150 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
jetaudio diao ei kaj kora jai. Thanks