দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০৮] :: যদি কখনো টিউনে ছবি ADD করবার পরেও কোনো কারণে শুধু লেখা দেখা যায় , ছবি দেখা না যায় তখন যা করবেন

দুষ্টু মিষ্টি সংবাদ

নেট অন করে আমার একটা প্রিয় সাইট খুলতে দিলাম।মাঝখানে কদিন সাইটটার রিপেয়ার চলছিল।মন খুব খারাপ ছিল।প্রিয় সাইটটার সঙ্গে না দেখাশোনা।একদম ভালো লাগছিল না।

নতুন সেজে আমার সাইটটাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে।এই কদিন কোনো টিউন পোস্ট করতে পারিনি। আমার লেখা পোস্ট করলাম। পোস্ট করে পেজটা খুলতে   দিলাম । দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা ; পোস্টটাকে কেমন দেখতে লাগছে।

পেজটা খুলো বটে কিন্তু একটাও ছবি দেখতে পারছিনা।এখানকার ছবি গুলো লেখার অঙ্গ।একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ। ভাবলাম একটা কিছু সমস্যা হয়েছে।আবার পেজ রিলোড করতে দিলাম। না কোনো কাজ হল না।

অগত্যা সাহায্য বিভাগে একটা আবেদন দিলাম -‘ছবি গুলো দেখতে পারছি না।কেন ?’

কিন্তু আমার কাছে একটা একটা মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টা। কখন সাহায্য বিভাগ থেকে সাঁড়া আসবে কে জানে !

আমার মেয়ে দুষ্টু-মিষ্টি স্কুল থেকে ফিরল।ওরা আমার সমস্যা সমাধানের ফরিস্তা। ভাবলাম ওদেরকে ডেকে সমস্যাটার কথা জানাই।তারপর ভাবলাম –সারা দিন কষ্ট করে এসেছে আগে টিফিন করে নিক , তারপরে ডাকব।

ওরা টিফিন সেরে নিজেরাই দোতলায় এল । সমস্যার কথা বললাম।

সবশুনে দুষ্টু বলল-সবে তো সাইটটা ঠিক করেছে তাই একটু সমস্যা হতে পারে। তাছাড়া সার্ভারটা একটু ডিস্টার্ব থাকতে পারে। আচ্ছা দেখছি কি করা যায়।

এই বলে দুইবোনে কী যেন একটা যুক্তি করল। কিছুক্ষণ পরে দুষ্টু বলল-বাবা আমরা একটা উপায় বের করেছি। হয়তো তোমার সমস্যার কিছুটা সমাধান হতে পারে।

বললাম-কী করতে হবে ?

দুষ্টু বলল-তোমাকে কিছুই করতে হবেনা।আমিই করছি তুমি দেখ। সেই সঙ্গে আমি বুঝিয়েও দিচ্ছি।

তোমার এই পোস্টটাতে যে ছবি গুলো আছে সেটা তুমি কোন ইমেজ লোডিং সাইটে লোড কর। এই দেখ আমি http://imgur.com এই সাইটটাতে লোড করছি।তুমি প্রথমে http://imgur.com এই সাইটে যাও। দেখ নিচের মতো পেজ খুলবে।

এখানে দেখ upload images অপসন আছে। তার নিচে দেখ Computer বাটন আছে।ওটাতে ক্লিক কর।

দেখবে নিচের মতো একটা Window ওপেন হবে এখান থেকে তুমি যে ছবি টিউনে দয়েছিলে বা দিতে চাও সেটা বা সেগুলো সিলেক্ট করে Open বাটনে ক্লিক কর।

এবার নিচের মতো একটা window আসবে ।

এখানে Start Upload বাটনে ক্লিক কর । যদি ছবি এডিট করতে চাও তবে দেখ এর নিচেই Edit বাটনে ক্লিক করে এডিট করে নিতে পার।

এবার দেখ তোমার ছবি আপলোড হচ্ছে।

আপলোড শেষ হলে নিচের মতো window আসবে ।দেখ তোমার ছবি আপলোড হয়ে গেছে। ছবির ডানদিকে দেখ Direct Link (email & IM) আছে। ওটা দেখ সেকেন্ড অপসনে আছে অর্থাৎ Link (email & IM) এর ঠিক নিচে আছে। এখান থেকে Direct Link (email & IM) এর Link টা কপি কর।

এবার তুমি প্রিয় সাইটটাতে তোমার লেখার যে জায়গায় ছবি ইনসার্ট করতে চাও সেখানে কার্সর রেখে upload /insert অপসনে ক্লিক কর। তোমার পরিচিত এই অংশটি আসবে -

এখানে From Computer এর পাশের অপসন অর্থাৎ সেকেন্ড অপসন From Url অপসনে ক্লিক কর ।নিচের মতো পেজ খুলবে।

এর ইউআরআই বাক্সে Direct Link (email & IM) এর যে Link কপি করেছিলে পেস্ট কর।

তুমি যে যে ছবি লেখায় ব্যবহার করবে সব কটাকে এই ভাবে আপলোড করে লিঙ্ক দিয়ে দাও। ব্যাস হয়ে গেল।

বললাম- এবার আমার পোস্ট খুললে কি ছবিগুলো দেখা যাবে ?

নিজেই দেখ দেখা যাচ্ছে কিনা –এই বলে দুষ্টু আমার পোস্টের পেজ খুললো।

দেখলাম দিব্যি দেখা যাচ্ছে।

বললাম-কোথা থেকে এটা শিখলিরে ?

দুষ্টু বলল-এইভাবে দিলে যে কাজ হতে পারে এটা আমরাই আলোচনা করে বের করেছি। আর ইমেজ আপলোডের আইডিয়াটা আমাদের এক ফাইট আঙ্কলের কাছে থেকে পেয়েছি। ফাইট আঙ্কল imgur সাইটের খুব ভক্ত।

বললাম-সে কি রে ফাইট আঙ্কল কি তোদের ফাইট শেখায় নাকি ?

দুষ্টু বলল- না না , ফাইট আঙ্কল ফাটাফাটি টিউন করে।

বললাম- যা, আগামি কাল তোদের দুজনকে আর তোদের ফাইট আঙ্কলকে ক্যাডবেরি খাওয়াব।

**************************************************************************************************************************

***************************************************************************************************************************

দুষ্টু মিষ্টির আরও দুষ্টুমি দেখতে হলে-

১ । দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০১ : এন্টিভাইরাস ছাড়াই অক্ষত রাখুন আপনার গুছিয়ে রাখা সফটওয়ারগুলি।

২।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০২ : CD-DVD রাইটের কত ছোটো Software লাগবে ? খু – উ – উ – উ – উ – উ – উ – উ – ব ছোটো , মাত্র ৭২৫ K.B ; ( যেখানে NERO-9 কমবেশি ৩৭০ M.B)

৩।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৩ : পোর্টেবল Internet Download Manager লাগবে ? কী দরকার যখন নিজের পোর্টেবল Internet Download Manager নিজেই তৈরী করতে পারবেন ! বর্ষশেষের একটি অতি তুচ্ছ , ক্ষুদ্র উপহার।

৪।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৪ : একটি অসাধারণ Video to Audio কনভার্টার , Audio to Audio কনভার্টার। সাইজে ছোটো কিন্তু কাজে বড় , সাইজ ? মাত্র 419 KB ? কি , বিশ্বাস হচ্ছে না ?

৫।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৫ : Media Fire বা অন্যকোনো Upload সংস্থা কি আপনার আপলোড করা ফাইল ডিলিট করে দিচ্ছে’ File Removed for Violation ‘ -এর কারণ দেখিয়ে ? আসুন একটা ট্রিকস শিখি।

৬।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৬ : আপনার কোনো গোপনীয়/দরকারী/ মূল্যবান ফাইল আপনার কম্পিউটারে আপনার বন্ধুর(=শত্রুর) চোখের সামনে ,অথচ সে এই ফাইল খুলতে পারছে না , উহু এটা কোনো লকিং নয় , এটা একটা ট্রিকস ।

৭।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৬ :Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? সারাতে পারছেন না ? NO চিন্তা Do ফূর্তি

**********************************************************************************************************

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এইটাও একই কাজ করে ।

অনেক ধন্যবাদ সবুজের অভিযান।

আপনার মেয়ে আপনাকে এগুলি সেখায় ?