দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০৭] :: Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? NO চিন্তা Do ফূর্তি

দুষ্টু মিষ্টি সংবাদ

Transcend এর পেনড্রাইভ ডেড হয়ে গেছে ? সারাতে পারছেন না ?   NO চিন্তা Do ফূর্তি   😆

আমার কলিগ আমার কাছে একটা সিনেমা চেয়েছিল।বসে বসে পেন ড্রাইভে সেটা কপি করছিলাম। নিচ থেকে ডাক আসলো- শুনছো ভাতটা খেয়ে গেলে ভালো হয়।

দুষ্টু মিষ্টির মা মানে আমার স্ত্রী স্বাতীকে এসব ব্যাপারে একটু ভয়ই করি। বিছানায় শুয়ে কথা বন্ধ করে দেওয়া কতক্ষণ সহ্য করা যায় !

তাড়াতাড়ি আমার Transcend এর পেনড্রাইভ খুলে নিলাম। ওই যে safely remove your hardware …ওসব করে পেনড্রাইভ খোলা আমার অসহ্য লাগে। আর এখন তো একদমই টাইম নেই।

নিচে গিয়ে খাওয়াদাওয়া সেরে উপরে এলাম। হঠাৎ মনে পড়ল আমার সেই কলিগ টেরাকপি সফটওয়্যারও চেয়েছিলো। সুতরাং আবার usb পোর্টে পেনড্রাইভ ঢুকালাম।কি ব্যাপার ! আমার পেন ড্রাইভ অটো-ওপেন হয়।কিন্তু কোন option  এল না কেন ? যাহোক কোনো একটা কিছু হয়েছে বোধ হয়। যাকগে My Computer থেকেই ঢুকি। আমার পেনড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলাম। ও মা এ কী মেসেজ দিচ্ছে ?  ‘Please insert a disk into Drive M’ ।

 

ভাবলাম আমার OS (অপারেটিং সিস্টেম) এ কোনো অসুবিধা হয়েছে। PC রিস্টার্ট করলাম ।অনেক সময় কোনো সমস্যা হলে এরকম করলে ঠিক হয়ে যায়।।কিন্তু আজ আমার কপাল খারাপ। পেন ড্রাইভ খুলতে গিয়ে আবার একই মেসেজ। মনটা খারাপ হয়ে গেল। এই Transcend এর পেনড্রাইভটা আমার সর্বক্ষণের সাথি। সবসময় কাছে থাকে।

-বাবা , আমার দুকপি পাসপোর্ট কালার ফটো প্রিন্ট করে দাও না।

তাকিয়ে দেখি আমার ছোটমেয়ে মিষ্টি ।

বললাম-একটু পরে দিলে হবে না। আমার পেনড্রাইভটা ডেড হয়েগেছে।কিচ্ছু ভালো লাগছে না।

-বাব্বা একটা সামান্য পেন ড্রাইভ খারাপ হয়েছে বলে এত মন খারাপ করছ।কতদাম ওর !-মিষ্টি বলল।

আমার মাথাটা ইনডাকশান কুকারের মত। সহজেই গরম হয়ে যায়।বললাম –তোরতো পরিশ্রম করা লাগে না তাই। একটা পয়সা কে আমাকে এমনি এমনি দেয়রে ?

-দেখ বাবা ,আমি পরিশ্রম করি না এটা আলাদা কথা ; কিন্তু আমার কাছে ঐ পেনড্রাইভের চেয়ে অনেক বেশি মূল্যবান তোমার ভালোবাসা , তোমার সুস্থ শরীর। যেমন আমার মনে হয় তোমার কাছে সবচেয়ে মূল্যবান –আমি ,দুষ্টু , মা , দিদুন। বল ঠিক কিনা ?

ওর যা যুক্তি তার সবকটা অকাট্য।আমি কী বলব বুঝে উঠতে পারলাম না।

মিষ্টি আবার বলল- একটা সামান্য সমস্যা নিয়ে তুমি এত চিন্তা করছ ! জীবনটাকে মনে কর একটা খেলা।হার-জিত সব আছে। কিন্তু ভেঙে পড়ার মতো কিছু নেই। দাঁড়াও আমি তোমার Transcend এর পেনড্রাইভ ঠিক করে দিচ্ছি।

মিষ্টি কম্পিউটারে বসল। বলল-তোমার পেন ড্রাইভ ওপেন করলে এরকম দেখাচ্ছে ।তাইতো ?

তুমি প্রথমে এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড কর।

এরপর ওটাকে extract  করে নাও । 7Zip দিয়েও করতে পার।

Extract করলে তোমার প্রথম কাজ শষ হল।

পেনড্রাইভটা usb তে ঢোকাও। তুমি ঐ সফটওয়্যারটার ওপর ডাবল ক্লিক কর।সফটওয়্যারটা open  হবে।

যদি তোমার পেনড্রাইভ ইনসার্ট করা না থাকে তবে এই মেসেজ দেখাবে।

আর যদি পেনড্রাইভ ইনসার্ট করা থাকে তবে এই মেসেজ আসবে।

এখানে ডিফল্ট হিসাবে 512 M.B করা থাকে।  তুমি তোমার পেনড্রাইভের যে সাইজ সেটা এখান থেকে ঠিক করে দাও।যেমন এই পেনড্রাইভের সাইজ 2 G.B তাই আমি  সিলেক্ট করে দিচ্ছি।এটা যদি ঠিক করে না দাও তবে নানা এরর মেসেজ দেখাতে পারে ,তাই মনে করে সঠিক মাপটা নির্ধারণ করে দিতে হবে।

এরপর এই মেসেজ দিয়ে সার্চিং শুরু হবে।

এরপরে তোমার নিচের মেসেজ আসবে।তুমি প্রথম অপসনRepair drive & erase all data তে টিকচিহ্ন করে দাও এবং নিচের লালবক্স করা জায়গার Start বাটনে ক্লিক কর।তুমি যদি repair drive & keep existing data-তে ক্লিক কর তবে সঠিকভাবে Pendrive রিপেয়ার নাও হতে পারে।তাই এটা সিলেক্ট করার দরকার নেই।

এরপর  নিচে দেখানো মেসেজ আসবে Format in progress …Please Do Not press Exit পেনড্রাইভটাকে ফরম্যাট হতে দাও। ফরম্যাট কমপ্লিট হবার পর Exit বাটনে ক্লিক কর।

এবার পেনড্রাইভটাকে খুলে নাও এবং তারপরে আবার usb পোর্টে গুঁজে দাও, এই দেখ তোমার পেনড্রাইভ আবার আগের মতোই কাজ করছে।

আমি অবাক হয়ে দেখি , সত্যি পেনড্রাইভ আগের মতো কাজ করছে।

আমি মিষ্টির কথা গুলো মনে মনে ভাবছি -সত্যিইতো আমার কাছে আমার পরিবারের মতো মূল্যবান আর কী হতে পারে ! সামান্য একটা পেনড্রাইভ নিশ্চয়ই সেই জায়গা নিতে পারে না।

আমাকে চুপ করে থাকতে দেখে মিষ্টি বলল –বাবা , কী ভাবছ ?

আমি মনের কথা গোপন রেখে হেসে বললাম-ভাবছি পেনড্রাইভ সারানোর একটা দোকান খুললে কেমন হয় ?

মিষ্টি আমার কথা শুনে হেসে ফেলল।

**************************************************************************************************************************

আমার এই লেখাটি প্রথমে  http://www.techspate.com/sobujer-abhijan/4051/ তে প্রকাশিত ।

******************************************************************************************************************************

********************************************************************************************************************************

দুষ্টু মিষ্টির আরও দুষ্টুমি দেখতে হলে-

১ । দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০১ : এন্টিভাইরাস ছাড়াই অক্ষত রাখুন আপনার গুছিয়ে রাখা সফটওয়ারগুলি।

২।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০২ : CD-DVD রাইটের কত ছোটো Software লাগবে ? খু – উ – উ – উ – উ – উ – উ – উ – ব ছোটো , মাত্র ৭২৫ K.B ; ( যেখানে NERO-9 কমবেশি ৩৭০ M.B)

৩।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৩ : পোর্টেবল Internet Download Manager লাগবে ? কী দরকার যখন নিজের পোর্টেবল Internet Download Manager নিজেই তৈরী করতে পারবেন ! বর্ষশেষের একটি অতি তুচ্ছ , ক্ষুদ্র উপহার।

৪।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৪ : একটি অসাধারণ Video to Audio কনভার্টার , Audio to Audio কনভার্টার। সাইজে ছোটো কিন্তু কাজে বড় , সাইজ ? মাত্র 419 KB ? কি , বিশ্বাস হচ্ছে না ?

৫।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৫ : Media Fire বা অন্যকোনো Upload সংস্থা কি আপনার আপলোড করা ফাইল ডিলিট করে দিচ্ছে’ File Removed for Violation ‘ -এর কারণ দেখিয়ে ? আসুন একটা ট্রিকস শিখি।

৬।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৬ : আপনার কোনো গোপনীয়/দরকারী/ মূল্যবান ফাইল আপনার কম্পিউটারে আপনার বন্ধুর(=শত্রুর) চোখের সামনে ,অথচ সে এই ফাইল খুলতে পারছে না , উহু এটা কোনো লকিং নয় , এটা একটা ট্রিকস ।

**********************************************************************************************************

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর।
অ্যাপাসার এর জন্য এরকম কিছু থাকলে শেয়ার করবেন প্লিজ।
ধন্যবাদ।

    @বিকন এভারগ্রীন: অবশ্যই করব।

    ধন্যবাদ। 😀

      @সবুজের অভিযান ( Sobujer Abhijan ):
      আর লাগবে না ভাই। আমার ৪ জিবি এর একটা পেনড্রাইভে সকল রাইট প্রোটেকশন দূর করার পরও সেটি ব্যবহার করতে গেলেই বলত “The disc is write protected”. প্রায় ৩ মাস চেষ্টা করে কোন সমাধান না পেয়ে আমি পেনড্রাইভটির আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম। গতকাল আপনার টিউন দেখে নতুন করে নেমে পরলাম পেনড্রাইভটির পেছনে। অবশেষে পেয়ে গেলাম সেই রাজকুমারকে যে আমার বন্দি পেনড্রাইভটিকে শেষপর্যন্ত উদ্ধার করেই ফেলল। এখন সে সুস্থ, একদম সুস্থ।
      ধন্যবাদ ভাই; পেনড্রাইভটি ফিরে পেতে পরোক্ষভাবে আপনার টিউনটিই দায়ী।

    @বিকন এভারগ্রীন:

     অ্যাপাসার এর জন্য এরকম কিছু থাকলে শেয়ার করবেন প্লিজ।

    বিকন ভাই আপনি Mithu ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন , Mithu ভাইয়ের কাছে soft টা আছে।নিচে দেখুন ওনার মন্তব্য আছে

      APACER সফট টা ডিভিডি তে কপি করা আছে

      😆

    @বিকন এভারগ্রীন: ামাআমার দেওয়া সফট দিয়েই কি হয়েছে ?

    পেনড্রাইভটি ফিরে পেতে পরোক্ষভাবে আপনার টিউনটিই দায়ী।

    ভালো কাজের জন্য দায়ী থাকতে হলে সে দায় নিতে রাজী আছি । 😆

Level 0

nice tune bro keep it up ////////

Level 3

ধন্যবাদ এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা ।APACER এবং transcend এ দুটোই আমি অনেক আগে থেকেই ব্যবহার করি খুবই কাজের। APACER সফট টা ডিভিডি তে কপি করা আছে আর টিটিতে আছি অনেক দিন থেকে। বলতে পারেন প্রথম থেকে তাই টিটিতে যত সফট নিয়ে টিউন হয় বেশিরভাগই আমি ডাউনলোড করে রেখে দিই। আসলে আমি সফট পাগল।APACER টা খুজে পেলে শেয়ার করবো। আসলে যতগুলো ডিভিডি কপি করা হয়েছে নিজের প্রয়োজনে কোন সফট দরকার হলে খুজতে খুজতে দিন পার হয়ে যায় …….

    @Mithu: আসলেই আমাদের TT পরিবার অনেক বড়। তাই বেশি খুঁজতে হবে না।কারো কাছে না কারোর কাছে আমরা পেয়ে যাব।

    শুধু নেটের সমস্যা থাকলেই গণ্ডগোল। 😀

ধন্যবাদ।

Level 0

ভাই সফটওয়্যারটা পেয়ে খুব খুশি হয়েছিলাম কিন্তু ফরম্যাট পর্যন্ত গিয়ে আর ফরম্যাট করতে পারে না
customer care এ contact করতে বলে……….
আমার পেন ড্রাইভ টা তাহলে আর ঠিক হচ্ছে না………………

ভাই আমার ৪জিবি ট্রান্সেন্ড পেনড্রাইভ প্লাগিন থাকা স্বত্তেও “No device detected” দেখাচ্ছে…কি করব?

Windows Xp SP3

টিউন ফাটাফাটি তবে,

আপনি এটা কীভাবে করতে পারলেন?????? 😮
আপনার দেওয়া ছবিটার কারণে অ্যাডের কিছু অংশ দেখা যাচ্ছে না 😡
পরীমডু দেখলে কিন্তু আপনার উপ্রে ক্ষেপবে, 😆

 মজা করলাম, সিরিয়াসলি নিবেন না আশা করি। লুল 
Level 3

আবারো আসতে হলো …. যাই হোক Transcend যেটা আপনি শেয়ার করলেন এটা তো অন লাইন মানে নেট কানেকশান লাগবে কিন্তু আমি যেটা দেবো সেটা অফ লাইনের জন্য । আর আমি এগুলো পেয়েছিলাম যারা পেনড্রাইভ গুলো মার্কেটিং করে । কারন একটি পেনড্রাইভ এরকম সমস্যা করলে ঢাকাতে পাঠাতে হতো। যা একজন বিক্রেতার জন্য ব্যয় বেড়ে যাই আর ক্রেতার জন্য সময়।কম্পিউটার বিক্রেতা আমাকে খুব স্নেহ করতেন এবং বললেন এর সমাধান টা দাও ছোট ভাই। কারন আপনারা জানেন একসময় এক্সপি দিতেই খরচ হতো ৮০০-১০০০ টাকা। কেউ কেউ এর থেকে বেশি ও আবদার করতো এবং এখনো নেয় কোন মক্কেল পেলে। যা উনি কোন দিন আমার কাছ থেকে নিতেন না ।

    @Mithu: Mithu ভাই , এটার নাম Online Data Recovery হিসাবে লেখা আছে বটে তবে সত্যি সত্যি Online এ থাকতে হবে না , মানে নেট কানেকশান লাগবে না। Offline এই কাজ হবে। 😆

    তবে আমরা চাই আপনারটাও আমদের সঙ্গে শেয়ার করুন। অনেকের কাজে লাগবে। 😀

ভাই, এপ্যাসার পেনদ্রাইভের সফটটা দিতে পারবেন?

Level 0

amr ekta apacer 8gb pendrive e 1.5 gb er beshi load korlei corrupted hoye jay. I mean 1.5 GB porjonto sobkichu ok thake, er pore r jai copy kori na keno oigula r open kora jay na. But memory tik i 7.6 gb dekhay. Boro problem e asi vai.matro 2mash hoy kinsi…kew kunu buddhi dite parle upokrito thakbo….

Level 0

@সবুজের অভিযান ( Sobujer Abhijan ) ভাই আমার টা হচ্ছে না , 🙁 🙁 🙁
দেখাচ্ছে , ” ফরম্যাট disk fail. pls launch the program again and select ‘ repair drive erase all data’ option to recover ur jet flash ”
ekhn ki korbo ? :'(

Level 0

ইনসার্ট kibaba kora

আগের লিঙ্ক টা ১.২৩ এমবি বাট কমেন্ট এর লিঙ্ক ৪৫ এমবি । কি ব্যাপার ?