যারা জানেন না শুধু তাদের জন্য
হা ভাই আমরা অনেক সময় আমাদের বয়স বের করার দরকার হয়। অনেকে আমরা সাধারণত বয়স বাহির করার জন্য বিভিন্ন সফটয়ার ব্যবহার করি। কিন্তু এগুলোর মধ্যে অনেক সয়ম ভুল থাকে? এর কারণ হচ্ছে অনেক সফটয়ারে সনাতন পদ্ধতি ব্যবহার করা হয়। সনাতন পদ্ধতিতে বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে সরাসরি ৩০ যোগ করা হয়।
কিন্তু বয়স হিসাব করার আধুনিকতম পদ্ধতি হচ্ছে,
বর্তমান তারিখের দিন যদি জন্ম তারিখের দিন হতে ছোট হয়, তাহলে বর্তমান তারিখের দিনের সাথে জন্ম মাস যতদিনের ঠিক ততদিন যোগ করে তার থেকে জন্ম তারিখের দিনটি বিয়োগ দিতে হয়। আর এই পদ্ধতিতেই Windows7 User হলে আপনি পাড়বেন কোন বাড়তি সফটয়ার ছাড়াই আপনার বয়স বের করতে।
শুরু করা যাক
প্রথমে Start > All Programs >Accessories> Calculator নিচের চিত্রের মত আসবে
এখন View থেকে Date Calculation ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে
এখন চিত্রে ১ দেখানো অংশে আপনার জন্ম তারিখ এবং চিত্রে ২ দেখানো অংশে আপনি যে দিন পর্যন্ত বের করেত চান সেই তারিখ লিখে, চিত্রে ৩ দেখানো অংশে ক্লিক করলে আপনার বয়স চিত্রে ৪ দেখানো অংশে দেখাবে।
বি.দ্রঃ প্রাপ্ত দিনের সাথে জন্মদিন যোগ করে দিতে হবে । অথ্যাৎ চিত্রে আমার বয়স দেখাল ২৮ বছর ৩ মাস ৫ দিন । আমি ৫ দিনের সাথে ১ দিন যোগ করতে হবে।
তখন হবে ২৮ বছর ৩ মাস (৫+১)=৬ দিন ।
কেমন হল জানাবেন কিন্তু।
আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানার আছে অনেক কিছু ……