আমি ছোট-খাট একটা কম্পানিতে হার্ডওয়ার টেকনিশিয়ান। আমার এক বন্ধু অামাকে ধরেছে োর একটা এ্যাপল নোটবুকে আমাকে Windows XP সেটাপ দিয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে ম্যাকবুকের চালানোর কোন এক্সপেরিয়েন্স-ই অামার নাই। আপনাদের কারো যদি জানা থাকে কিভাবে ম্যাকবুকে এক্সপি সেটাপ দিতে হবে, এবং এর জন্য কি কি সফ্টওয়ার বা ইউটিলিটি ডাউনলোড করতে হবে এবং কোন সাইট থেকে ডাউনলোড করতে হবে দয়া করে আমাকে জানান। সবাই ভাল থাকবেন . . . . . .
আমি shahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apple এর ওয়েবসাইট থেকে boot camp সফটওয়্যার নামিয়ে এর ইন্হট্রাকশন অনুযায়ি xp install করুন।
এটা ব্যাতিত অন্য পদ্ধতিতে install এর চেস্টা করবেন না কারন master boot record চেন্জ হয়ে গেলে mac os x এ আর ফিরে যাওয়া যাবে না।