এবার সিরিয়াল দিয়েই IDM ব্যবহার করুন

কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । অনক দিন পর টিটি তে টিউন করলাম । আজকের টিউন টা আশা করি উপকারে আসবে । তো এবার কাজের কথায় আসি ।

Serial দিয়ে আইডিএম ব্যবহার করা গেলেও কিছু দিন পর Your IDM is registered with fake License key বলে Block করে দেয় । তখন আর কি করা 🙁 তবে Pacth , Crack দিয়ে Use করলেও মাঋে মাঋে সম্যসা করে । তবে এর সমাধান আছে । 🙂 🙂

১.প্রথমে আইডিএম  Install করুন

২. C:\Windows\System32\drivers\etc 

এই ফোল্ডারে যেয়ে hosts নামে ফাইল টি ওপেন করুন

তারপর এই গুলো ওখানে Copy করে Paste করুন

127.0.0.1  localhost  

127.0.0.1    tonec.com    

127.0.0.1    www.tonec.com    

127.0.0.1    registeridm.com    

127.0.0.1    www.registeridm.com    

127.0.0.1    secure.registeridm.com    

 127.0.0.1    internetdownloadmanager.com    

127.0.0.1    www. internetdownloadmanager.com    

127.0.0.1    secure. internetdownloadmanager.com    

127.0.0.1    mirror. internetdownloadmanager.com    

127.0.0.1    mirror2. internetdownloadmanager.com

এখন Save করে বেরিয়ে আসুন ।

৩. নেট Disconnect করুন ।

৪. IDM ওপেন করে Registration Menu থেকে Registration এ যেয়ে যেকোন নাম , ইমেল , সিরিয়াল দিন ।

৫.  IDM Exit করে আবার ওপেন করুন ।

৬. নেট Connect করুন ।

ব্যাস কাজ শেষ । 🙂

Serial  এর জন্য নিচের গুলোও ব্যবহার করতে পারেন ।

Serial Key:

1: N3QM3-BQBR3-EWKOZ-WJ6TC

2: VQ6UH-CS1K6-7WN2V-IY2NA

3: S375D-1TPSQ-Q2330-8CQR9

4: 8283W-AIF1X-8S8IA-QOU2J

Bonus 🙂

Microsoft Office Professional     2010  : GGG8W-PJFRT-8MRQH-X99J2-PPPVM

Cyberlink Photo Directer  2011 Key

DXQZ7-XDEPF-AKC53-52HL2-ZQKWA-2LDT3

DXAQ2-MQUFF-PZ2YL-TB3TW-V3NXD-LKCJQ

Avast 6 Serial Till 2038

W6754380R9978A0910-4TZ59467

আজকে এতটুকুই । সবাই ভালো থাকবেন । 🙂

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks vai

আইডিএম নিয়ে আমারও একই সমস্যা হযেছে। আপনার এই পোস্ট আমার খুব উপকারে আসল। অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আক্কস ভাই ।

Level 0

127.0.0.1 internetdownloadmanager.com

127.0.0.1 www. internetdownloadmanager.com

উপরের দুইটা লাইন যদি etc/hosts ফাইলে অ্যাড করা হয়, তাহলে তো আপনি internetdownloadmanager.com এই আর ঢুকতে পারবেন না।
আমি বলছি না যে আপনার নিয়মে কাজ হবে না, অবশ্যই হবে।
কিন্তু মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কি ধরনের সমাধান হল?

Level 0

internetdownloadmanager.com এ ঢুকা কি আমাদের জন্য খুবই জরুরী ?

Level 0

internetdownloadmanager.com এ ঢুকা কি আমাদের জন্য খুবই জরুরী ?
Thanks for nice tune.

127.0.0.1 localhost

127.0.0.1 tonec.com

127.0.0.1 http://www.tonec.com

127.0.0.1 registeridm.com

127.0.0.1 http://www.registeridm.com

127.0.0.1 secure.registeridm.com

127.0.0.1 internetdownloadmanager.com

127.0.0.1 www. internetdownloadmanager.com

127.0.0.1 secure. internetdownloadmanager.com

127.0.0.1 mirror. internetdownloadmanager.com

127.0.0.1 mirror2. internetdownloadmanager.com

ei gulo note pad e save korte gele amake bole admin permission nite hobe , ekhon ki korte hobe amake. ?

much thanks.

chorom hoyeche
thanks………….

Thanks boro.

Level 0

Ami tu akhane ( C:\Windows\System32\drivers\etc) save korte parci na …..ki kora jay

টিপসটা ভাল কিন্তু নোটপ্যাড সেভ হয় না কেন এইটারও সমাধান চাই,ধন্যবাদ।

Level 0

অসাধারণ কিন্তু বার বার প্রতি মাসে registration করতে হবে?

Level 0

ভাই hosts এ সেভ হয় না। পারমিশন লাগবে বলে । নাহয় ডকুমেন্টে সেভ করতে বলে। তাতে সেভ করলে কাজ হয় না।
একটু জানাবেন আশা করি। [email protected]

Level 0

সহজ সমাধান৤ মিম ভাইয়ার অনুমতে পেলে দিতে পারি৤ XP এর চেয়ে Win 7 এ এধরনের সমস্যা বেশী করে৤

সেভ করতে না পারার সমাধান:
১। hosts ফাইলটিকে ডেস্কটপে কপি করুন।
২। ফাইলটির Properties থেকে Attributes-এর Read-only-র টিক চিহ্ন উঠিয়ে দিন।
৩। এবার hosts ফাইলটিকে Notepad দিয়ে ওপেন করে পোষ্টে উল্লেখিত নিয়মে এডিট করে সেভ করুন।
৪। ডেস্কটপের hosts ফাইলটিকে etc ফোল্ডারে নিয়ে ওভাররাইট করে পেষ্ট করুন। পারমিশান চাইলে ইয়েস করুন।

এতেও কাজ না হলে safe mode-এ boot করে উল্লিখিত কাজগুলো করুন।

বি.দ্র: কাজ শুরু করার আগে hosts ফাইলটির একটি ব্যাকআপ কপি অবশ্যই সংরক্ষণ করবেন।

    @শাহরিয়ার: vai sfe moode a boot korbo kivabe?
    bujte parcina,ektu details bolen plze………

      @shammobiswas: CPU-এর পাওয়ার বাটন চাপেন অথবা উইন্ডোজ রিস্টার্ট দিন। মাদারবোর্ডের লোগো দেখানোর সঙ্গে সঙ্গে (বা তারও আগে থেকে) কী-বোর্ডের F8 বাটনটা সেকেন্ডে ৮/১০ বার গতিতে চাপতে থাকুন যতক্ষণ না পর্যন্ত এই চিত্রের মতো স্ক্রীণ আসে:
      [img|http://i.imgur.com/2rDMN.gif]
      এরপর অ্যারো-কী দিয়ে Safe Mode সিলেক্ট করে enter চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর safe mode-এ আপনার ডেস্কটপ দেখতে পাবেন (ওয়ালপেপার না থেকে ডেস্কটপ কালো দেখাবে)।
      এরপর বাকি কাজগুলো যথারীতি…

      [img]http://i.imgur.com/2rDMN.gif[/img]

Level 2

ধন্যবাদ ভাই ।

Invite ur frnds to GRAFFiTi nd to vote u n u get the opportunity to win the GRAFFiTi Valentine’s Gift.

* 1st 8 people will get the chance
* jst put ur name here n tell ur frnds to vote u
* validity applies 4m 1st feb to 12th feb 2012
*** must like our page
https://www.facebook.com/GRF8i

Level 0

kaaj hoyechhe. thanks to meem bhai.

Level 0

hosts file edit korar por save hoy na. permission nai dekhay. what i do ?

ভাই অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে IDM নিয়ে সমস্যায় ছিলাম। ভাল কাজ হইছে। carry on………….