এখন আপনার কম্পিউটার থেকেই GrameenPhone এর মোডেম ব্যাবহার করে মোবাইলে Call এবং Balance Check করুন। সাথে GrameenPhone মোডেম সফটওয়্যার এর সাথে থাকা বিরক্তিকর Default Hompage এর বদলে পাচ্ছেন Google Homepage. Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit)

আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার এই টিউন।
আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যাবহার করি। GP Internet Modem ব্যাবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে। এবং
অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল
GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function
গুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকে
হাজির হয়েছি। আশা করি ভাল লাগবে। গ্রামীন ফোনের মোডেম ব্যাবহার করে কম্পিউটার থেকে
সরাসরি কল করার জন্য এবং
Account
Balance চেক করার জন্য আমার একটা সফটওয়্যার ব্যাবহার
করতে পারেন।
আরেকটি কথা এই সফটওয়্যার ইন্সটল করলে Grameen Phone মোডেম এর সাথে থাকা Default Homepage (internet.grameenphone.com) এর বদলে পাচ্ছেন (http://www.google.com)আশা করি আপনাদের কাজে লাগবে।কাজটি খুব সহজ।
আসুন দেখে নেই কাজটি কিভাবে করতে হবেঃ
১। প্রথমে নিচের লিঙ্ক থেকে GP USSD Activator Plugin সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit)
২। এখন GrameenPhone Internet সফটওয়্যার টি Exit অথবা Close করুন।
৩। এখন উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা GP USSD Activator Plugin সফটওয়্যারটি ইন্সটল করুন। (প্রয়োজনে Instraction দেখে নিন।)
৪। এখন আবার ডেস্কটপ থেকে অথবা All Program থেকে GrameenPhone Internet সফটওয়্যারটি Open করুন।
***এখন দেখুন নিচের চিত্রের মত নতুন কিছু ফিচার যোগ
হয়েছে।
***দেখুন নিচের চিত্রে কল করার Option যোগ হয়েছে। এইখান থেকে আপনি Headphone ব্যাবহার করে মোবাইলে কল করতে পারবেন।
***এইখানে নিচের চিত্রে দেখুন Account Balance চেক করার জন্য USSD নামে
নতুন একটি
Option যোগ হয়েছে।
সুতরাং আর দেরি না করে উপভোগ করুন গ্রামীন ফোন মোডেম থেকে সরাসরি Account Balance চেক এবং কল করার মজা।
সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলঃ

Download GP USSD Activator Plugin From Here

Support Windows XP, Vista, 7 ( 32 and 64 bit)
সবাই ভাল থাকবে। এই কামনায় আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
পূর্বে আমার Personal Blog এ প্রকাশিত
সময় থাকলে ঘুরে আসতে পারেনঃ http://www.mytechtunes24.blogspot.com

Level 2

আমি সাজেদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 191 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে জানার সে জানলো , আর আমি জানলাম কাহিনি কুথি………………….।

কাজের টিউন । যদিও GP ব্যবহার করি না

ধন্যবাদ।

tank you .

কাজ হয়না তো ভাই। আমি গ্রামীণফোনের নতুন মোডেম অর্থাৎ ZTE MF-100 ব্যবহার করি।

windows7 os 64 bit এ কাজ হবে কিনা জানাবেন?

thank’s

বাহ দারুন একটা জিনিষ শেয়ার করেছেন ভাই http://muzicmad.com

Level 0

ধন্যবাদ পোস্টের জন্য।
ভাই, আমি grammeen phone -এর HUWEI E1550 modem টি ব্যবহার করি ।
সমস্যা হল গ্রামীণ ফোনের ইন্টারনেট connected হওয়ার কিছু সময়ের মধ্যে disconnected বা মডেমটি হ্যাঙ হয়ে যায় বা grameen phone internet (not responding লেখা আসে ফলে কিছু সময় পর পর মডেমটি খুলে আবার লাগাতে হয়।
(এখন windows7 ব্যবহার করছি , windows xp এবং windows 8 -এর মধ্যেও একই সমস্যা,আমাদের এলাকায় gp-র network ভাল(banglalion ,qubee নাই ) ।
ভাই, বারবার ইন্টারনেট disconnected হওয়ার সমাধান যদি অনুগ্রহ জানান তবে আমার খুবই উপকার হয়

Level 0

gp ar önno modelr thakle den vai. r tun korar jonno donnobad

thanks………………………

As Salamu alikum .BAi amar HUWEI EG452 call jai na FAILED Show kora

Level 0

vai plz plz plz gp mf100 ar jonno den vai khob dorkar
&win7 .32bit

Level 0

আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ভাই, এটা গ্রামীনের মডেম ছাড়া অন্য কোন EDGE মডেম এ কাজ করবে কি?

BAi amar kaj hoi na.CALL FAILED show kora.amar HUWEI EG452 Modem

Level 0

vai je jinish sobar kaj e lag e emon kisu post koren. jodi o apnar post ta onek creative. but tarporeo kintu roea gelo.

Thanks

Invite ur frnds to GRAFFiTi nd to vote u n u get the opportunity to win the GRAFFiTi Valentine’s Gift.

* 1st 8 people will get the chance
* jst put ur name here n tell ur frnds to vote u
* validity applies 4m 1st feb to 12th feb 2012
*** must like our page
https://www.facebook.com/GRF8i

I download & try to use your GP USSD Activator Plugin, But failed because it dose not working with GP ZTE MZ31 Modem. please try again to solve the problem. Thanks

Level 0

ehe ehe ehe…. gp er notun modem r robi er notun modem er model same but robir tate.. USSD ase… tai karo kas thaika oita jogar koira oitar software ta install koirra gp modem dia calailew hoy…..ami calaytasi :p

vai Ami gp use kori.Apni j babe korte bolsen ami Sa babe korchi kintu kisu ase na to ,.akhon ki korbo..

Level 0

ভাই ZTE MF100 তে কাজ করে না.. 🙁

vaiea apnake 10000000 thanks.

ভাই আপনার ফাইল নাই ফাইল মিডিয়াফায়ার রিমুব করে দিছে দয়া করে যদি আবার দিতেন ভালো হতো http://www.freedownloadplus.com

Level 0

ভাই আপনার ফাইল নাই ফাইল মিডিয়াফায়ার রিমুব করে দিছে দয়া করে যদি আবার দিতেন ভালো হতো http://www.freedownloadplus.com

Level 2

VAI jodi ZTE MF190 model er pkigin ta Diten onek upokar hoto…
Plz Vai

Level 0

এক কথায় অসাধারন একটি টিউন নিশন্দেহে !!!

Level 0

banglalink মোডেম দিয়ে কল kora jabe ki ?
[email protected]
vai thaklay janan vai plz

link not work. it is expired. plz give a new link.

vai ZTE akhon kar paua jabe na?