বেশ কয়েকদিন ধরেই দেখছি mp3 এর tag & picture নিয়ে বেশ কয়েকটি টিউন হয়েছে। খুব সহজেই এবার আপনি শুধুমাত্র windows media player 11 এর মাধ্যমে আপনার কাংখিত ছবিটি mp3 ফাইলে যুক্ত করতে পারবেন। যেখানে শুধুমাত্র মিডিয়া প্লেয়ার দিয়েই mp3 ফাইলের ট্যাগ পিকচার চেঞ্জ করা যায়, সেখানে অন্য সফটওয়্যার এর কি প্রয়োজন ?
কেন দরকার???
কোন mp3 ফাইল যখন কোন সাইট থেকে ডাউনলোড করা হয়, তখন সাধারণত সেসব সাইটের লোগো mp3 ফাইলের সাথে add করা থাকে ।যেমন http://www.songs.pk কিংবা http://www.music.com.bd থেকে যদি কোন গান ডাউনলোড করা হয় তখন মিডিয়া প্লেয়ারে, মোবাইল কিংবা অন্য কোথাও তা চালাতে গেলে সেই সাইটের লোগো দেখা যায় (উদাহরণ স্বরূপ বলা যায় windows media player এর ক্ষেত্রে নিচের চিত্র অনুযায়ী যেমন ডান পাশের লিস্ট প্যানের উপরের দিকে অ্যালবাম কিংবা সাইটের লোগো দেখা যায়।)
অনেকেই এ ছবি রাখতে চায় না কিংবা এ ছবির জায়গায় নিজের ছবি রাখতে চায়।
এবং দেখা যায় নানারকম সফটওয়্যার ব্যবহার করতে করতে মিউজিক ফাইলটির টেম্পো চেঞ্জ হয়ে গেছে কিংবা কোয়ালিটি খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে windows media player এর মাধ্যমেই ছবি পরিবর্তন করা সবচেয়ে নিরাপদ ।
সেজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন
যে মিউজিক ফাইলে পিকচার এড করতে চান তা ড্র্যাগ করে প্লেয়ারে ছাড়ুন । কিংবা আপনার মিডিয়া প্লেয়ারের লাইব্রেরীতে গিয়ে সার্চ করেও বের করতে পারেন। এবার যে ফাইলটির ছবি পরিবর্তন করতে চান তার উপর রাইট বাটন ক্লিক করুন এবং এডভান্স ট্যাগ এডিটরে যান । সেখান থেকে পিকচারস এ ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী ছবিটি এড করুন। ছবির দৈর্ঘ্যের কোন সীমাবদ্ধতা নেই ।
এখান থেকে আরও অতিরিক্ত যা যা সুবিধা পাবেন
Track info - টাইটেল, সাবটাইটেল, মোড, ট্র্যাক নাম্বার, প্রতি মিনিটে বিট, কী ক্যাটাগরি, সেট, ল্যাংগুয়েজ, অ্যালবাম নেম, অরিজিনাল অ্যালবাম নেম ইত্যাদি
Artist info- Artist নেম, অ্যালবাম Artist, কম্পোজার, অরিজিনাল Artist ইত্যাদি
Lyrics - লিরিক্স নিজে এড করতে পারবেন ।
বাংলা লিরিক্স এর জন্য নিচের সাইটগুলো দেখতে পারেন
বাংলা মিউজিক - http://banglamusic.com/lyrics/
লিরিক্স বাংলা - http://www.lyricsbangla.com/
বাংলা লিরিক্স এভার গ্রিন বাংলা - http://banglalyrics.evergreenbangla.com/
এছাড়াও গুগল সার্চের মাধ্যমে প্রচুর সাইট পাওয়া যাবে ।
আমি samehood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজও রাখি মানুষের ভালোবাসায় বিtশ্বাস চেপে যাই বুক চীরে আশা কোন দীর্ঘশ্বাস বাস্তবতা করে নিয়ে আমায় পরিহাস, সহস্র ব্যস্ততার মাঝেই খুঁজি একবিন্দু অবকাশ......
ভাল। কাজের টিউন