ওয়ারর্ডপ্রেস এ Contributor কে ছবি আপলোড করার অনুমতির জন্য কোড

প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? আসা করি ভাল। আমাদের ওয়ার্ডপ্রেসে তৈরি সাইটগুলোতে কন্ট্রিবিউটারকে সাধারনত ছবি আপলোড করার সুযোগ থাকে না। শুধু মাত্র পোষ্ট করার সুযোগ থাকে। আজ আমি তোমাদের কন্ট্রিবিউটারকে কিভাবে ছবি আপলোডের অনুমতি দিতে হয় সেই কোডটি জানাবো। খুব সোজা কাজ।

তোমার থিমের functions.php ফাইলটি ওপেন কর। (কেউ যদি না বুঝ তাহলে এই ফাইলটির একটা ব্যাকআপ নিয়ে রাখবে)।

নিচের কোডটি এই ফাইলের একদম নিচে পেষ্ট করে সেইভ কর । হয়ে গেল অনুমতি দেওয়া।

if ( current_user_can('contributor') && !current_user_can('upload_files') )
	add_action('admin_init', 'allow_contributor_uploads');

function allow_contributor_uploads() {
	$contributor = get_role('contributor');
	$contributor->add_cap('upload_files');
}

ভাল লাগলে কমেন্টস কইরো আর খারাপ লাগলেও কমেন্ট কইরো। পারলে এখান থেকে ঘুরে আসতে পার তথ্য ও প্রযুক্তি

Level 2

আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস