MP3 হচ্ছে হালের সবথেকে জনপ্রিয় অডিও ফরম্যাট। এই MP3 গানে আমরা চাইলে কমেন্ট ও লিরিক যোগ করতে পারি । কিন্তু ছবি কি যোগ করতে পারি?
আমরা যখন ইন্টারনেট থেকে গান ডাউনলোড করি ওই গানটা রিয়েল প্লেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালালে দেখা যায় গানটার সাথে ছবি ও কোন ওয়েব সাইটের লিঙ্ক। ছবি যোগ করা ছাড়াও আপনি চাইলে সহজে নিমিষে হাজার হাজার গান কয়েক সেকেন্ডেই সব গানের ট্যগ করতে পারবেন Tag & Rename সফটওয়ার দ্বারা।
আসুন দেখি এটি দিয়ে কিভাবে কাজ করা যায় :-
প্রথমে সফটওয়ারটা ডাউনলোড করে ওপেন করুন। এটি ওপেন করার পর বাম দিকে ব্রাউসারে আপনার গানের এলবাম সিলেক্ট করুন দেখবেন ডানপাশে গান গুলো দেখা যাচ্ছে।
এবার Ctrl + F5 চাপুন (অথবা গানগুলো সিলেক্ট অবস্থায় বামক্লিক করে Edit Tag in Selected file সিলেক্ট করুন )
দেখবেন ট্যাগ এডিটর আসবে ( উপরের মত ) Artist এ শিল্পীর নাম Album এ সিডির নাম (পাশাপাশি আপনার নাম ও মোবাইল নাম্বার ও দিতে পারেন, এভাবে অন্যান্য ঘরগুলো যেমন Comment, Url ইত্যাদি পূরন করতে পারেন, সবার ডানপাশে Art এর নিচে Add এ ক্লিক করে আপনার ছবিটি দেখিয়ে দিন (ছবি ৩০০x৩০০ হলে ভাল হয়,পারলে আগে থেকে এডিট করে নিন)
(আমি আমার ছবিটি এডিট এভাবে করেছি)
এবার সেইভ ক্লিক করে সেইভ করে নিন। এভাবে প্রতিটা এলব্যাম আপনারা ট্যাগ করতে পারেন।
আপনি চাইলে আপনার ট্যাগ করা গান কপি করে ট্যাগ করেন নাই এমন গান বা গানগুলোর উপর পেস্ট করলেই সেই গান বা গানগুলোও ট্যাগ হয়ে যাবে। যেমনঃ আপনি ট্যাগ করেছেন এমন একটা গানে ডান ক্লিক করে Copy Tag (অথবা Shift+Ctrl+C চাপুন ) এ ক্লিক করুন, ফলে ঐ গানের সব ইনফরমেশন কপি হবে।
এবার ট্যাগ হয়নি এমন একটা গানের উপর ডান ক্লিকে পেস্ট করলে ( বা shift+Ctrl+V ) পেস্ট অপশনে আপনার প্রয়োজন অনুসারে টিক চিহ্ন দিয়ে পেস্ট করলেই হবে।
এবার দেখুন রিয়েলপ্ল্বেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে চালালে MP3 গানের সাথে ডান পাশে আপনার ছবিটি দেখা যাচ্ছে।
( এখানে উল্লেখ করা প্রয়োজন যে ট্যাগ এডিটরে Artist বা Album এর অংশ সম্পূর্ণ যদি
ফাকাঁ থাকে তবে রিয়েলপ্লেয়ারে গান চালানোর সময় ছবি আসবে না তবে উন্ডোজ মিডিয়াপ্লেয়ারে আসবে)
এছাড়া N সিরিজ মোবাইলেও আপনার ট্যাগ করা গানের সাথে আপনার ছবি দেখা যাবে।
এছাড়া এর মেনুয়ালে চিত্রসহ অনেককিছু বর্ণনা পাবেন।
তাই আজই ডাউনলোড করে আপনার কম্পিউটারের সব গান আপনার নাম ও ছবি দিয়ে ট্যাগ করে ফেলুন। বিভিন্ন শেয়ার সাইটসমূহে একটু ঘাঠাঘাঠি করলেই এর লাইসেন্স কী সহ পেয়ে যাবেন।
আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলো নেবার জন্য এসেছি !
আমি mp3 ট্যাগিং এর জন্য বেশ কিছুদিন ধরে একটি সফট খুঁজছিলাম সময়ের অভাবে খুঁজে উঠতে পারিনি। এটা ট্রাই করে দেখি। খুব বেশি ফাংশনালিটির প্রয়োজন নাই। মনে হচ্ছে এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তবে ফ্রিওয়্যার হলে ভাল হত। আর চমৎকার একটি টিউন হয়েছে। *****ফাইভ স্টার।