ফটোশপে বাংলা লিখতে পারছেন না? সহজ সমাধান নিন !

আমরা যারা মিডল ইস্টে বসবাস করি তাদের প্রধান সমস্যা হল নিজের ভাষা ফটোশপে লিখতে না পারা। তাই বাংলার বেলাও এই সমস্যাটি ব্যাতিক্রম কিছু নয়। এর সমাধান হিসেবে আমরা সাধারণত Adobe Photoshop Middle Eastern ভার্সন ব্যবহার করে থাকি। কিন্তু এর জায়গাটা একটু বিশাল হওয়ায় আলাদাভাবে এটিকে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই ডাউনলোড করতে পারেন না। আজকের এই টিউনে আমি আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক দিব যার সাহায্যে আপনি ফটোশপের যেকোন ভার্সনে অভ্র/বিজয় দিয়ে ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

ধাপসমূহঃ

১। প্রথমে এখানে ক্লিক করে .PSD ফাইলটা ডাউলোড করে নিন।

২। ডাউনলোড শেষে ফটোশপে ফাইলটিকে খুলুন।

৩। ফাইলটির বাংলা লেখাগুলিকে কপি করে নতুন একটি ফাইলে নিয়ে যান।

৪। এবার আপনার ইচ্ছামত লেখাগুলিকে এডিট করুন।

৫। ব্যাস এখন আপনার যতখুশি ফটোশপে বাংলা লিখুন।

একটি টিপঃ

বিজয় ২০০৯ থেকে ২০১২ এর সকল ভার্সনগুলি দিয়েই ইউনিকোডে বাংলা লেখা যায়। বিজয় দিয়ে ইউনিকোডে বাংলা লিখতে কিবোর্ড থেকে Alt + Ctrl + V প্রেস করুন। ব্যাস এখন আপনি ইউনিকোডে বাংলা লিখতে পারবেন।

কোন প্রশ্ন বা সমস্যা হলে অবশ্যই মন্তব্যে জানাবেন।
ভাল থাকুন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই, আমি অভ্র দিয়ে ফটোশপে লিখতে গেলে শুধু ???? চিহৃ আসে কেন? বলবেন কি?

    @jamal10: আপনি অভ্র দিয়ে ফটোশপে লেখার সময় ফন্ট হিসেবে Kalpurush ফন্টটাকে সিলেক্ট করে দিন। তারপর বাংলা লিখুন। তাহলেই আর ????? আসবে না। 🙂

Level 0

ভাই আপনার এই লাইটি বুঝতে পারি নাই। লাইটি আরো একটু বুঝিয়ে বললে ভাল হত।
লাইটি হল ((((ফাইলটির বাংলা লেখাগুলির যেকোন একটি লেয়ার নতুন একটি ফাইলে কপি করুন।)))

onek dhonnobad সাইফুল ইসলাম ভাই ami techtune group a question ta korcilam….tune lekhar jonno special dhonnobad……

    @mehedi hasan: হুম। শুধু আপনার না অনেকজনেরই এই সমস্যা হয়। তাই টিউনটাই করে ফেললাম 🙂

বিজয় একাত্তর ২০১২ ( শুধু ইন্সটলার 49 mb )
Password: mytechtunes24

http://www.mediafire.com/?1rp2zgau616a0op

Keygen for Activation

Password: mytechtunes24

http://www.mediafire.com/?ku9x472qzbi3i1z

Microsoft dotNetFx40 Full

http://www.mediafire.com/?k32gnyy926t7wbx

মিঠু ভাইয়ের দিত্বীয় সংস্করন.ধন্যবাদ সাইফুল ভাই সুন্দর টিউন.সোজা প্রিয়তে

Level 0

edit korte gele টকেটউিনস hoye jache, ki korbo?

Level 0

r amito avro use korchi

ঐ পরীমডু

ফটোফপে

এইডা কী? 😯 😆

সাইফুল ভাই ধন্যবাদ। কিন্তু আমার সমস্যা হচ্ছে, আমি তো অভ্র ব্যবহার করি। অভ্র এর জন্য ভালো ভালো ফন্ট প্রয়োজন বিশেষ করে ANSII ফন্টগুলি। এনসি ফন্ট শুধু ২/১ আছে। কিন্তু আঁকাবাঁকা ডিজাইনেরগুলিও দরকার। অনেক সময় ফটোশপে লাগে, তখন সমস্যা হয়। বিজয়তে যেমন অনেক ফন্ট (যদিও লাভ নাই, বিজয় বর্জন করেছি অনেক আগেই :p)

    @এলিন: বিজয় ব্যবহার করেন না তাতে কি? বিজয়ের ANSI ফন্টগুলা ব্যবহার করেন।

      @সাইফুল ইসলাম: সেটা কি করা যাবে ? সেই ANSII ফন্ট দিয়ে কি আমি অভ্রতে টাইপ করতে পারবো ? আর বিজয়ের ANSII ফন্ট এর যদি লিংক দিতে পারতেন ? আমার কাছে তো নাই। আমি খুঁজে দেখছি, কিন্তু আপনি যদি পারেন একটি লিংকটা দেন। 🙂

Level 2

আমিও কিছুদিন আগে বাংলা লিখা নিয়ে বেশ ভালো সমস্যাই পরেছিলাম , অতঃপর techtune এর একটা tune পড়ে উদ্ধার পেলাম, ওখানে cs5 me portable compressed version মাত্র ৭০ mb এর link দেয়া ছিল, বেশ সমস্যার সুন্দর সমাধান 🙂 কিন্তু এখন যে সমস্যা তা হল illustrator এ বাংলা লিক্তে পারছিনা 🙁 সমাধান দেন প্লিজ

শুধু ধন্যবাদ দিলে কম হবে তাই অনেক অনেক ধন্যবাদ,বিষয়টায় আমিও উপকৃত হব আশা করছি,তোমার জন্য শুভ কামনা।

@সাইফুল ইসলাম ভাই । আপনার ইন্সট্রাকটন বরাবর অনুসরণ করলাম । কিন্তু অভ্র দিয়ে বাংলা লিখতে পারতেছিনা

Level 0

প্রিয় বন্ধু, আমিও এই প্রবলেমে থাকতাম……. আপনার টিউন খুবই ভালো ও শিক্ষামূলক….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level 0

আমি অভ্র ব্যবহার করি এবং যথারীতি ফটোশপে বাংলা লিখতে পারি না। আপনার কথামত কালপুরুষ দিয়েও দেখলাম, হচ্ছে না। কি করা যায়?

কাজ হচ্ছে না ………………………

ডিফল্ট ভাবে যে স্টাইলে বাংলা লেখা আসে আমি সে স্টাইলে চাচ্ছি না । অনেক পোস্টার / বিলবোর্ড এ দেখা যায় খুব সুন্দর ফন্টে বাংলা লেখা থাকে । সেগুলো কিভাবে পাবো?

Level 0

লিংক েডড

ভাই আমার প্রবলেম সব স্হানে বাংলা লেখতে পারছি

শুধু ফটোস৷ CS 6 বাংলা লেখতে প্রবলেম ব লেখতে চাইলে ছ চলে আসে কোন কেবোর্ড অপশন মিল নাই স টিপলে হ ওঠে

আমি বিজয় ক্যালাসিক দিয়েই লেখি তারপর এমন হয় কোন সলিশন