আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভালে আছি। কিছু দিন যাবৎ আমাদের গ্রুপে অনেকে এই সমস্যা নিয়ে পোষ্ট করতেছে এবং আমার পাশের যত ভাইয়েরা আছে তারা আমার কাছ থেকে সামাধান জানতে চাইল, আমি ভাবছিলাম এটার সমাধান হয়েগেছে মনে হয়..এখানেও আমার আগে কেহ পোষ্ট করেছে কিনা যানি না. যদি করে থাকে তবে তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম,, আমি চিন্তা করে ছিলাম এটা সমাধান সবাই পেয়ে গেছে তাই শুধু আমার ওয়েবসাইটে পোষ্ট করে অন্য কোন সাইটে পোষ্ট করিনি.. কিন্তু এখনও দেখছি অনেক লোকে এই একই সমস্যায় ভুগছেন তাই তাদের জন্য আর দেরি না করে এখই পোষ্ট করে ফেললাম যদি কাজে লাগে তবে কমেন্ট করতে ভুলবেন না। এখন কাজের কথায় আসি অনেকের log in হচ্ছে কিন্তু সম্পূর্ণ প্রোফাইল সম্পূর্ণ আসছে না । এই প্রবলেম এর সম্মুখিন অনেকে হচ্ছেন । তাদের জন্য সমাধান দিলাম
সমাধানঃ
Account settings এ যান।
সেখানে security option এ ক্লিক করুন।
ঢোকার পর Browse Facebook on a secure connection (https) when possible এই option টা টিক দিন । problem solve হয়ে যাবে আপনার । ধন্যবাদ
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাসার ভাই আমার ফেসবুক একাউনট খুলতে গেলে unable to connect লেখা আসে অথচ আন্যান্য সাইড খোলা যায়, আমি ফায়ার ফক্স ব্যবাহর করি। অন্য কম্পিউটারে আবার ফেসবুক একাউন্ট খোলা যায়। মেইল একাউন্ট ও খোলা যাচ্ছে না। সাহায্য চাই।