ফাইল, ফোল্ডার ও ড্রাইভ লক করার সেরা, সহজ ও ফ্রি সফটওয়্যার

ফাইল ও ফোল্ডার লক করার জন্য আমরা কত কিছু না করি।আমরা অনেক সফটওয়ার ব্যবহার করি কিন্তু সেসব সফটওয়ার নানা কারনে সমস্যার সৃস্টি করতে পারে। Easy File Locker সফটওয়ার দ্বারা আপনারা খুব সহজে ফাইল, ফোল্ডার এমনকি হার্ডডিস্কের কোন ড্রাইভের access করা মানে প্রবেশ পথও বন্ধ করে দিতে পারেন।আমি অনেক দিন ধরে এই সফটওয়ার ব্যবহার করে খুব ভাল ফল পাচ্ছি।এই সফটওয়ারটারের সুবিধা ও বৈশিষ্ট্যগুলো হল :

  • # এর সাইজ মাত্র 226kb
  • # ফাইল ও ফোল্ডার পাসওয়ার্ড দিয়ে লক করা যায়
  • # এটি আনইনস্টল করতেও পাসওয়ার্ড লাগে,ফলে যে কেউ চাইলে এটি মুছে লক করা ফাইল দেখতে পারবেনা
  • # লক করা ফাইল সার্চ করলেও পাওয়া যাবে না
  • # ফাইল ও ফোল্ডারকে writeprotected,undeleteable,unvisiable ও করা যায়, ফলে যে কেউ আপনার অনুপস্তিতিতে সেগুলোকে কোনরুপ পরিবর্তন করতে পারবে না
  • # মজার ব্যপার হচ্ছে এটি ফ্রিওয়্যার সফটওয়্যার

প্রথমে সফটওয়ারটা ডাউনলোড করে নিন।এখন সফটওয়্যারটি ইনস্টল করে System মেনু থেকে পাসওয়ার্ড সেট করে নিন।

এবার ফোল্ডার লক করতে Edit মেনু থেকে Add Folder এ ক্লিক করুন। নিচের মত

এখন Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান সেটি নির্বাচন করুন। এবার Accessable, Writeable, Deleteable, Visible থেকে দরকারী অপশনগুলো নির্বাচন করে Ok করুন।

আপনি যদি Accessable নির্বাচন না করেন তাহলে উক্ত ফোল্ডারে কেউ প্রবেশ করতে পারবে না।

এভাবে আপনি ইচ্ছামত ফাইল,ফোল্ডার বা কোন ড্রাইভ বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন।

আমি টিউনে একদম নূতন তাই কোন ভূল হয়ে থাকলে ক্ষমা চাচ্ছি।

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ছবি গুলো দিতেই পারিনি দেখি, এই সফটওয়ার সম্পর্কে দেখি টিউনে আগেই লেখা হয়েছে,এই জন্য মাপ করবেন, আমার এই টিউন টি পরীক্ষা মুলক

jai hok……………..amar jonno khub valo akta post. THANKS sohel vai

সফটওয়ারটি ভাল আমি অনেক আগে থেকেই ব্যবহার করছি। ভাই আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে নতুনদের উদ্যেশে একটি টিউনে জানাবেন টিউন কিভাবে করে।

Level 0

দেখি কেমন কাজ করে….
টিউনটি করার জন্য ধন্যবাদ…

সবগুলো ফোল্ডার লক করার সফট এর একটা সমস্যা আছেই। সেটা হচ্ছে একটা পিসিরএকাধিক ব্যবহারকারী থাকলে। সবার জন্য একই পাসওয়ার্ড। সেজন্যে আমি ব্যবহার করি LOCKDIR. এটা প্রত্যেকটা ফোল্ডারের জন্য আলাদা পাসওয়ার্ড দেয়ার সুযোগ দেয়।