দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০৬] :: কোন ফাইল লক না করেই সেটিকে অচল করে দিন! অন্যর হাত থেকে ফাইল বাচানোর দারুন একটি ট্রিকস!

দুষ্টু মিষ্টি সংবাদ

আপনার কোনো গোপনীয়/দরকারী/ মূল্যবান ফাইল আপনার কম্পিউটারে আপনার বন্ধুর(=শত্রুর) চোখের সামনে ,অথচ সে এই ফাইল খুলতে পারছে না , উহু এটা কোনো লকিং নয় , এটা একটা ট্রিকস

বাড়িতে বসে আছি আর রাগে শরীরের মধ্যে রি রি করছে।

নেট থেকে বহু কষ্ট করে বেশ কিছু Rare এবং বড় সাইজের PDF ফাইল ডাউনলোড করেছিলাম। বই গুলো যত দামি অত পয়সা দিয়ে কেনা লাগেনি ঠিকই কিন্তু ডাউনলোড করতে নেটের পয়সা তো দিতে হয়। আর আমার বন্ধু সফর এসে আমার কম্পিউটার ঘাটতে ঘাটতে দেখতে পেয়ে নিয়ে চলে গেল। শুধু আজ বলে কথা নয় এমনটা ও সব সময় করে। যখন প্রথম দিকে মোবাইল ঢুকলো তখন মোবাইল থেকে ল্যান্ডে ফোন করতে চার্জ বেশি লাগতো সফর তখন ওর নিজের বাড়িতে ফোন করার দরকার থাকলে ওর মোবাইল থেকে আমার মোবাইলে প্রায়ই ফোন করে বলত – “আমার বাড়িতে একটু ফোন করে দেনা , আমার মোবাইল থেকে লাইন পাচ্ছিনা।” ও এরকম ধরনেরই। কিন্তু আমার কষ্ট করে নেট ঘেটে খুঁজে পাওয়া PDF এর বইগুলোর জন্য আজ যেন বেশি বেশি রাগ হচ্ছিল।

দুষ্টু মিষ্টি দুজনেই বসে বসে আমার ছোটোবেলার  ইন্দ্রজাল কমিকস  মানে ম্যানড্রেক ,ফ্যান্টম এর কমিকস পড়ছিল। ওগুলোও আমি স্ক্যান করে PDF করে রেখেছি। ইচ্ছে আছে সময় পেলে এখানে আপলোড করে দেব।

ওদেরকে জিজ্ঞাসা করলাম - আচ্ছা এমনটা করা যায় না , ধর আমি কোনো একটা ফাইল সবার চোখের সামনে রেখে দিয়েছি , সবাই দেখতে পাচ্ছে অথচ খুলতে গেলে পারছে না । কিন্তু লক করে রাখা যাবে না , কারণ লক করে রাখলে Password আমাকে দিয়ে দিতে হবেই। আছে তোদের কাছে এমন উপায় ? থাকলে অন্তত একটু শান্তি পেতাম।

দুই বোন দেখি মুখ চাওয়া চাওয়ি করছে। হয়তো ওদের জানা নেই। না জানাটাই স্বাভাবিক। তবু ওরা অনেক সময়েই নানান ঝামেলার হাত থেকে আমাকে বাঁচায় বলে ওদের কাছে জানতে চেয়েছিলাম।

একটা দীর্ঘশ্বাস ফেললাম। না আজকের ঘটনাটা মনে বড় জ্বালা দিচ্ছে।

হঠাৎ ওদের হাসির আওয়াজ শুনলাম । মুখ তুলে তাকিয়ে দেখি ওরা মুচকি মুচকি হাসছে একে অপরের দিকে তাকিয়ে। বললাম – কী হল ?

দুষ্টু বলল -একটা দুষ্টু বুদ্ধি আছে । কিন্তু সেটা তোমাকে জানাব কিনা ভাবছি। মিষ্টি তুই বলেই দে বাবাকে। বাবা এটা মিষ্টির মাথা দিয়ে বেরিয়েছে । দুষ্টু বুদ্ধিগুলো ওর মাথা দিয়েই ভালো বের হয়।

মিষ্টি রেগে গেল - তোর নামটাইতো দুষ্টু । ওটাই তো প্রমাণ করে কে বেশি দুষ্টু।

আমি বললাম - ঝগড়া বাঁধাস না , Plan টা বল।

মিষ্টি বলল-ঠিক অছে শোন। যদি তুমি Xp ব্যবহার কর তবে প্রথমে তুমি My Computer খুলে Tools অপসনে যাও । সেখান থেকে folder অপসনে যাও।

ওখান থেকে View অপসনে যাও।

ওখানে একটু নিচের দিকে Hidden files and folder এর একটু নিচে দেখ Hide extensions for known files types আছে । দেখ চেক করা বা টিক দেওয়া আছে ।

ওটাকে আনচেক কর বা টিক চিহ্ন তুলে দাও।

এর ফলে তোমার যে ফাইল গুলো এমন দেখাত

সেটা এখন এমন দেখাবে।

এখন তোমার ফাইল গুলো যে ফরম্যাটের সেই extension দেখাবে । অর্থাৎ যদি mp3 হয় .mp3 , যদি flv হয় তবে .flv , যদি word document হয় তবে .docx এইরকম আর কী।

আর তুমি যদি Windows 7 থেকে করতে চাও তবে নিচে বাদিকে যেখানে windows এর লোগো আছে সেখানে ক্লিক করলে দেখবে নিচে search বক্স আছে। Search box এ Folder লিখে সার্চ দাও তবে Folder option সহজেই পেয়ে যাবে তারপর বাকি কাজটা একইরকম।

এবার ধর তোমার কোনো Mp3 বা Video বা jpg/bmp /png বা কোন ফটো ফাইল আছে । তুমি ওটাকে যে নাম আছে সেটা রেখে mp3 /video( 3gp Flv etc)/ .jpg/.png/.bmp এর বদলে অন্যকোন ফরম্যাটের নাম যেমন ধর Micosoft Word এর .docx করে দাও।

আমি বললাম -বুঝতে পারলাম না।

-আচ্ছা বুঝিয়ে বলছি ধর তোমার রবীন্দ্রসঙ্গীতের এই Mp3 টা অছে – amar paran jaha Chai.mp3 এই নামে। তুমি এটাকে এই ভাবে Rename করে দাও amar paran jaha Chai.docx ।

.Mp3 ফরম্যাটে থাকাকালীন এই ফাইলটাকে এমন দেখাত-

এখন .docx ফরম্যাটে করে দিলে এই ফাইলটাকে এইরকম দেখাবে

অবশ্য তুমি যখন এই ভাবে রিনেম করবে তখন এই রকম মেসেজ আসবে

তুমি Yes করে দাও।

এখন তোমার বম্ধু বা যে কেউ এটা কী ধরণের ফাইল না জেনে সাধারণ ভাবে যখন এটাকে open করবে তখন এই মেসেজ দেখাবে-

সুতরাং open হবেনা।

আবার word এর কোনো ফাইল হলে উল্টোটা করে দাও। অর্থাৎ .docx -র বদলে .mp3 বা .flv এরকম ফরম্যাটে রিনেম করে দাও। যদি সেটা .pdf হয় তবে ওটাকে .docx বা .mp3 বা তোমার চেনা অন্য কোনো ফরম্যাট রিনেম করে দাও হয়ে গেল।

এবার ধর কেউ এটাকে কোনো মিডিয়া প্লেয়ারে খুলতে চাইল । সেই মিডিয়া প্লেয়ার Open হবে বটে কিন্তু ফাইলটা খুলবে না।তুমি ছাড়া অন্য কারো ক্ষেত্রে খোলা মুশকিল হয়ে গেল। সে এই ফাইলটাকে বাইরে থেকে দেখতে পারবে যে কী একটা ফাইল আছে কিন্তু খুলতে গেলে মুশকিল।

বললাম-ওরা না হয় খুলতে পারল না , আমি কী করে খুলব ?

মিষ্টি বলল-তুমি তো জানোই ওটা কোন ধরণের ফাইল । তাই তোমার পক্ষে খোলা খুব সহজ।

তুমি দুই ভাবে ওটা খুলতে পারবে। প্রথমত ওটা যে ফরম্যাটে ছিল সেই রকম করে দিলে খুলে যাবে।

আর দ্বিতীয় পদ্ধতিতে তুমি যে প্রোগ্রামের সাহায্যে ওটা খুলতে চাও সেটা সিলেক্ট করে দিতে হবে , কারণ তুমি তো জানোই ওটা কী ফরম্যাটের ফাইল। ওটা কোন প্রোগ্রামের সাহায্যে খুলবে।

তুমি যে ফাইল খুলতে চাও তার উপর মাউস কারসর রেখে রাইট ক্লিক কর। ধর এখানে আমি এই mp3 ফাইলটাকে খুলতে চাচ্ছি যেটা আসলে একটা word ডকুমেন্ট। তাহলে আমি এই ভাবে খুলব।

এবার এখানে OK করলেই হয়ে গেল। ওটা খুলে যাবে।

যদি ওটা কোনো মিডিয়া ফাইল হয় তবে open with অপসনে  গিয়ে Vlc বা kmplayer বা তুমি যাতে এগুলো চালাও সেটা সিলেক্ট করে দাও। যদি ওটা PDF ফাইল হয় তবে তুমি Foxit বা তুমি যাতে PDF খোলো সেটা সিলেক্ট করে দাও।  তাহলেই খুলে যাবে।

তবে মিডিয়া টাইপের ফাইল হলে mp3 /flv/3gp/jpg ইত্যাদি হলে এগুলোর ভিতরেই ফরম্যাট চেঞ্জ করো না ,  মানে  mp3থেকে 3gp , বা jpg থেকে avi  এইরকম  করো না কারন অনেক প্লেয়ার ই যেমন 3gp ,avi  এর মতো mp3 , jpg ফাইল ও পড়তে পারে ,যেমন ধর Kmplayer  . সেক্ষেত্রে কিন্তু ঐ ফাইল খুলে যেতে পারে।

আর তুমি যদি চাও তবে একদম প্রথমের মতো করে  Hide extensions for known files types এর বক্সে পুনরায় টিক বা চেক করে দাও। ব্যাস আর কেউ বুঝতেই পারবে না।

দুষ্টু বলল- তাহলে দেখলে তো বাবা ,কার মাথা দিয়ে দুষ্টু বুদ্ধি ভালো বের হয় ?

আবার ঝামেলা বাঁধার উপক্রম।আমি বললাম – যা তো তোরা ।আর জ্বালাস না। আমার একটু কাজ আছে কম্পিউটারে। কাজ করতে দে।

ওদেরকে নিচে পাঠিয়ে আমি বসলাম আমার গায়ের জ্বালা মেটাতে ।

****************************************************************************************************************************

দুষ্টু মিষ্টির আরও দুষ্টুমি দেখতে হলে-

১ । দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০১ : এন্টিভাইরাস ছাড়াই অক্ষত রাখুন আপনার গুছিয়ে রাখা সফটওয়ারগুলি।

২।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০২ : CD-DVD রাইটের কত ছোটো Software লাগবে ? খু – উ – উ – উ – উ – উ – উ – উ – ব ছোটো , মাত্র ৭২৫ K.B ; ( যেখানে NERO-9 কমবেশি ৩৭০ M.B)

৩।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৩ : পোর্টেবল Internet Download Manager লাগবে ? কী দরকার যখন নিজের পোর্টেবল Internet Download Manager নিজেই তৈরী করতে পারবেন ! বর্ষশেষের একটি অতি তুচ্ছ , ক্ষুদ্র উপহার।

৪।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৪ : একটি অসাধারণ Video to Audio কনভার্টার , Audio to Audio কনভার্টার। সাইজে ছোটো কিন্তু কাজে বড় , সাইজ ? মাত্র 419 KB ? কি , বিশ্বাস হচ্ছে না ?

৫।দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০৫ : Media Fire বা অন্যকোনো Upload সংস্থা কি আপনার আপলোড করা ফাইল ডিলিট করে দিচ্ছে’ File Removed for Violation ‘ -এর কারণ দেখিয়ে ? আসুন একটা ট্রিকস শিখি।

**********************************************************************************************************

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা তন্ময়ের লিন্ক: https://www.techtunes.io/tuner/hellboytonmoy/
আপনি টেকটিউন্সের ‘খোঁজ’ এর সার্চ ট্যাবে ‘হাসানাত’ নাম দিয়ে সার্চ দিন। পেয়ে যাবেন।
ধন্যবাদ। 🙂
পাচ মিনিট ধরে পেজ লোড হল কিন্তু একটা স্ক্রিনশটও দেখতে পেলাম না। 🙁 , তাই টিউন সম্বন্ধে কোন কমেন্ট দিতে পারলাম না।

Level 0

plan ta valoi … jodio ami encrypt kore rakha pochondo kori…

oneker kaaje lagbe …. thanks

আপনার মুখে মাধুরয বেশি।

দুষ্ট মিষ্টি কি সত্যিই আপনার সন্তান নাকি কাল্পনিক ক্যরেকটার ?

Level 0

ভাই আপনি এত সাবলীলভাষায় গুছিয়ে লেখেন কি করে ? ধন্যবাদ টিউন এর জন্য …

    @shuvojit: ভাই ,আমার এগুলোকে লেখা বলে নাকি ? এখানকার টিউনার কত সুন্দর লেখেন !

    তবে আপনার যে ভালো লেগেছে তার জন্য আপনাকে ধন্যবাদ।

    যেটুকু লিখতে পেরেছি তা আসলে আপনাদের ভালোবাসা লিখিয়ে নিয়েছে।

    অনেক ধন্যবাদ ।

    ভালো থাকবেন।

Level 0

sundor tune

ভাল টিউন! 😀 😆

ত্রুটি গুলো শুনতে চেয়েছিলাম।

      @নিওফাইটের রাজ্যে: উপস্থাপনা কিম্বা বিষয়ে ?

      @নিওফাইটের রাজ্যে: আপনার বন্ধু তন্ময় ও হাসানাত ভাইয়ের টিউন দেখেছি । খুব সুন্দর । অনেককিছুই শিখলাম।

      আমি তো শিল্পীমানুষ নই।আমার তাই খুব ছোটো খাটো জিনিসের দরকার পড়ে । যেমন ধরুন- আমার ক্ল্যাসিকাল গান দরকার পড়ে না । ট্রেনে যাবার সময় হেড়ে গলার গানই যথেষ্ট। শুধু গানের কথাগুলো পেলেই চলে।

      তাই আমি আপনাকে নিরন্তর ঝামেলা করে যাব। (কারণ আপনি বলেছেন আমার ঝামেলা পোহাবেন।) :mrgreen:

      ((((((((((((((((আপনার টিউনার পেজের টিউনে বড় বড় জ্ঞান দিয়ে এসেছি কিন্তু ০০০০০০০০০০০ ০০০
      😎

      নিজের ত্রুটিগুলোই রিপেয়ার করতে পারছি না, অন্যের ত্রুটি দেখার সুযোগ কই?
      তবুও,
      ভাইডি কষ্টটা আবার জাগিয়ে তুললেন। 😥
      যাই হোক, ছবি নষ্ট করলেও তাদের উদ্দেশ্য সফল হয় নি! কারণ আমার সৌভাগ্যবশত এবং তাদের দুর্ভাগ্যবশত একটা ব্যাকাপ কপি এম এস ওয়ার্ডে ছিল এবং ওটায় ছবিও অ্যাড করেছিলাম। পরে ছবিগুলো ঘষামাজা করে আপলোড করি। ছবির মান একটু খারাপ হলেও ছবিগুলোকে পেয়েছি এটাই বড় পাওয়া। এখন দেখতে পারেন: https://www.techtunes.io/edutunes/tune-id/93664/
      ধন্যবাদ। 🙂

ওখানে আমাকে আর পাবেন না! কেননা নাম চেঞ্জ করে পোস্ট দুইটি মুছে ফেলেছি। টেটিই আমার ঠিকানা। :mrgreen:

কী নামে পাবো ? একই নামে ?