Facebook এ লাইক এবং Twitter এ follower বাড়ানোর সহজ উপায়।

আমি টিটি তে নতুন এবং এটা আমার প্রথম টিউন। এ সম্পর্কে কেউ আগে টিউন করে থাকলে আমি দুঃখিত।

আমাদের অনেকের ই নিজস্ব ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট র প্রচারণার জন্য ফেসবুক, টুইটার র মত সামাজিক যোগাযোগর সাইটের গুরুত্ব অনেক। ইচ্ছা করলে আপনি সহজেই আপনার সামাজিক যোগাযোগের সাইটের পেজ এ লাইক বা ফলোঅ্যার বাড়াতে পারেন। এজন্য আপনি http://www.youlikehits.com সাইটে ঢুকে রেজিস্ট্রেশন করুন। আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে বোনাস হিসেবে ১০০ পয়েন্ট দেওয়া হবে। আপনার পেজ এ কেউ লাইক দিলে আপনার অ্যাকাউন্ট থেকে পয়েন্ট কাটা হবে। আপনি সাইটে উল্লেখিত পেজ এ লাইক দিলে তার জন্য নির্ধারিত পয়েন্ট পাবেন। উল্লেখ্য যে আপনার পেজ র জন্য আপনি পয়েন্ট নির্ধারণ করবেন। পেজ লাইক দেবার সময় আপনার সামাজিক যোগাযোগের পেজটি আলাদা ট্যাব এ খোলা রাখুন। এভাবে আপনি টুইটার, গুগল প্লাস এও সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তবে কোন পেজ পরবর্তীতে ডিস লাইক করবেন না। ভাল হয় যদি আপনি এ জন্য ফেসবুক বা সামাজিক সাইট এ আলাদা অ্যাকাউন্ট খুলেন। এই সাইটের আরেকটি উল্লেখযোগ্য দিক এই সাইট এ প্রতিদিন ৫০ পয়েন্ট ফ্রী দেওয়া হয়। আপনি চাইলে পয়েন্ট ক্রয় পারেন তবে আমি মনে করিনা তার কোন প্রয়োজন আছে।

প্রমাণ হিসেবে আমার সাইট টা (http://www.bollywoodfilmz.com)দেখতে পারেন। যদিও আমি খুব একটা লাইক বারাইনি। তবে অধিকাংশ লাইক এই পতধতিতে নেয়া।

Level 0

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

murad vai Thank For 1st Comment In My Post….

ata kaj kore, onekdin thekei use korchiiii . tune er jonno dhonnobad

Thank You too Rubel Vai

Level 0

I already had done it. But thanks for your nice post!