আমি টিটি তে নতুন এবং এটা আমার প্রথম টিউন। এ সম্পর্কে কেউ আগে টিউন করে থাকলে আমি দুঃখিত।
আমাদের অনেকের ই নিজস্ব ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট র প্রচারণার জন্য ফেসবুক, টুইটার র মত সামাজিক যোগাযোগর সাইটের গুরুত্ব অনেক। ইচ্ছা করলে আপনি সহজেই আপনার সামাজিক যোগাযোগের সাইটের পেজ এ লাইক বা ফলোঅ্যার বাড়াতে পারেন। এজন্য আপনি http://www.youlikehits.com সাইটে ঢুকে রেজিস্ট্রেশন করুন। আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে বোনাস হিসেবে ১০০ পয়েন্ট দেওয়া হবে। আপনার পেজ এ কেউ লাইক দিলে আপনার অ্যাকাউন্ট থেকে পয়েন্ট কাটা হবে। আপনি সাইটে উল্লেখিত পেজ এ লাইক দিলে তার জন্য নির্ধারিত পয়েন্ট পাবেন। উল্লেখ্য যে আপনার পেজ র জন্য আপনি পয়েন্ট নির্ধারণ করবেন। পেজ লাইক দেবার সময় আপনার সামাজিক যোগাযোগের পেজটি আলাদা ট্যাব এ খোলা রাখুন। এভাবে আপনি টুইটার, গুগল প্লাস এও সাবস্ক্রাইবার বাড়াতে পারেন। তবে কোন পেজ পরবর্তীতে ডিস লাইক করবেন না। ভাল হয় যদি আপনি এ জন্য ফেসবুক বা সামাজিক সাইট এ আলাদা অ্যাকাউন্ট খুলেন। এই সাইটের আরেকটি উল্লেখযোগ্য দিক এই সাইট এ প্রতিদিন ৫০ পয়েন্ট ফ্রী দেওয়া হয়। আপনি চাইলে পয়েন্ট ক্রয় পারেন তবে আমি মনে করিনা তার কোন প্রয়োজন আছে।
প্রমাণ হিসেবে আমার সাইট টা (http://www.bollywoodfilmz.com)দেখতে পারেন। যদিও আমি খুব একটা লাইক বারাইনি। তবে অধিকাংশ লাইক এই পতধতিতে নেয়া।
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।
murad vai Thank For 1st Comment In My Post….