কোন মিডিয়া ছাড়াই উইন্ডোজ সেটআপ দেয়ার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব তার নাম Acronis Ture Image Home 2010. এটি যারা এখনো ব্যবহার করেননি তাদের 'হেরার আলো' ভাইয়ের এই পোষ্টটি পড়তে হবে।https://www.techtunes.io/download/tune-id/28956/ (কেন জানি লিংক এ্যাড হচ্ছে না, তাই এ ব্যবস্থা) পোষ্টটি না পড়লে আপনি কিছুই করতে পারবেন না।ধরে নিচ্ছি আপনি Acronis দিয়ে Backup নিতে এবং Restore করতে পারেন। এখন আমরা দেখি কিভাবে Acronis ব্যবহার করে কোন ডিস্ক কিংবা পেনড্রাইভ কিংবা কোন প্রকার মিডিয়া ছাড়াই উইন্ডোজ সেটআপ দিতে পারব।
Acronis True Image Home 2010 চালু করুন।Tools and Utilities এ ক্লিক করে Acronis Startup Recovery Managerএ ক্লিক করুন।
এবার কম্পিউটার রিষ্টার্ট দিয়ে দেখুন কম্পিউটার বুটিং এর সময় একটি অপশন আসছে Press F11 to start Acronis ......। অর্থাৎ F11 চাপলে Acronis চালু হবে যেটা আগে আমরা সিডি অথবা পেনড্রাইভ ব্যবহার করে করতাম।
এই পর্যন্তই। পরের পোষ্টে আমরা দেখবে কিভাবে হার্ডডিস্কে একটি Acronis সিকিউরড জোন তৈরি করা যায় যাতে ব্যকআপ রাখা যাবে। এর সুবিধা হল এই সিকিউরড জোনকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখলে কেউ আপনার ব্যাকআপ ডিলেট করতে পারবে না। কোন ড্রাইভ ফরমেট হয়ে গেলেও সিকিউরড জোন ১০০% সিকিউরডই থাকবে। হার্ডডিস্ক Crash করলে কিছু করার নেই। সকলকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।কোন সমস্যা হলে জানাবেন প্লিজ।
আমি 22L। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ । পরের টিউনের অপেক্ষায় রইলাম।