EPSON প্রিন্টারটির সার্ভিস লাইফ শেষ হয়ে গেছে ? নো টেনশন। টিউনটি দেখুন আশা করি সমাধান পাবেন।

বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ সফটওয়ার শেয়ার করব। যারা EPSON R230/R230x কিংবা অন্য কোন মডেলের EPSON প্রিন্টার ব্যবহার করেন তাদের জন্য এই সফটওয়ারটি মাস্ট ওয়ানটেড। আপনারা হয়তবা অনেকেই জানেন যে EPSON প্রিন্টারে একটি নিদিৃষ্ট পরিমান Photo কিংবা অন্য কোন ডকোমেন্ট প্রিন্ট দেওয়ার পর Service Life শেষ হয়ে যায়। এটিকে অনেকে EPSON Printer টির  Memory Full হয়ে গেছে ও বলে। যাক সে কথা।

কিভাবে বুঝবেন আপনার প্রিন্টারটির Service Life ফুরিয়ে/চলে গেছে।

উপরের চিত্রটি খেয়াল করুন। বাম পাশের লাল বাটন দুটির সিগনাল লাইট একটা জলবে আরেকটা নিববে। যদি একটি জ্বলে একটি  নিবে তাহলে বুঝে নিবেন আপনার প্রিন্টারটির সার্ভিস লাইফ চলে/শেষ হয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি।

যদি আপনার প্রিন্টারটির সার্ভিস লাইফ চলে যায় বা শেষ হয়ে যায় তাহলে সফটওয়ার টি দ্রুথ নামিয়ে/ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।

ডাউনলোড লিংক ১


ডাউনলোড করার পর রার করা ফাইলটিকে ভাঙ্গেন ঠিক নিচের চিত্রের মত।

তার পর সফটওয়ারটি ইন্সটল দিন। ইন্সটল দেওয়ার পর নিচের চিত্রের মত একটি বক্স আসবে। নিচের তীর দিয়ে দেখানো ঘরে আপনার প্রিন্টার টির মডেল নাম্বার দেখিয়ে দিন। তার পর ক্রস এ ক্লিক করুন।

ক্রসে ক্লিক করার পর স্টার্ট মেনুর ঠিক ডান পাশে সার্ভিস লাইফের একটি আইকন দেখতে পাবেন ঠিক প্রিন্টিং আইকনের মত।

ঐ আইকনে মাউসের কার্সর নিয়ে মাউসের রাইট ক্লিক করুন। ক্লিক করার পর Protection Counter এ কার্সরটি নিন।

তার তীর দিয়ে দেখানো Resset Protection Counter এ ক্লিক করুন।

তার পর নিচের মত একটি ইউন্ডে আসবে। এবার Yes এ ক্লিক করুন।

তার পর নিচের চিত্রের মত একটি উইন্ডে আসবে OK তে ক্লিক করুন।

তার পর আবার নিচের চিত্রের মত স্টার্ট মেনুর ঠিক ডান পাশে সার্ভিস লাইফের একটি আইকন দেখতে পাবেন ঠিক প্রিন্টিং আইকনের মত। ঐ আইকনে মাউসের কার্সর নিয়ে মাউসের রাইট ক্লিক করুন। ক্লিক করার পর Protection Counter এ কার্সরটি নিন তার পর Clear counter Overflow তে ক্লিক করুন।

তার পর আপনার প্রিন্টারটি একবার রিস্টার্ট দিন। আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ ভাল থাকুন। সমস্যা হলে কমেন্ট এ আপনার মতামত দিবেন। আল্লাহ হাফেজ।

[বিঃদ্রঃ এখন থেকে Floora কিংবা কোন সার্ভিস সেন্টারে ৩০০-৫০০টাকায় দিতে হবে]

[email protected]

Skype Id: bdfoysol

Level 0

আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই অর্থকহুল একটি টিউন! অনেকদিন পর ইউনিক একটি টুলের টিউন পেলাম। আশা করছি ইপসন ব্যাহারকারীরা উপকৃত হবেনন। টিউন প্রিয়তে। 😀

অনেক ধন্যবাদ, আমার কাজে লাগবে। 🙂
প্রিয়তে। 😀

    @নিওফাইটের রাজ্যে: ভাই আমি যে বলছিলাম আমার প্রিন্টার এর সমস্যা ছিল, পরে আপনার কথা মত ঝাকাইছিলাম। ঝাকানোর পরে সেই দিনই ঠিক ছিল, পরে আবার আগের মত হয়ে গিয়ে ছিল। পরে কত ঝাকাইলাম কোন কাজই হয় নাই। শেষ পর্যন্ত সেটার সমাধান নিজেই করে ফেলছি তাও আবার পার্মানেন্টলি 😀 আর ঝাকানো লাগবে না।
    চিন্তা করছি এটা নিয়ে একটা টিউন করে ফেলবো।

বাহ্‌ দারুনতো 😛

বাহ্‌ দারুনতো 😀

Level 0

শেয়ার করলে ভাল হয়। ধন্যবাদ ভাই।

bdfoysol ভাই আপনি এটা দ্বারা কি বুঝাতে চাইছেন ? [বিঃদ্রঃ এখন থেকে Floora কিংবা কোন সার্ভিস সেন্টারে ৩০০-৫০০টাকায় দিতে হবে]

যেহেতু ষ্টুডিও ব্যবসা আছে সেহেতু অনেক আগে থেকেই সফটি আমার কাছে ছিলো……….আর আপনি soft reset অপশনটার কথা বললেন না এটাও কিন্তু খুব জরুরি…………………ধন্যবাদ শেয়ার করার জন্য!!

    Level 0

    @ঘুমন্ত জাহাঙ্গীর: bhai amar Brother DCP-J125, aar hp DESKJET K209a ache, ami nijei refilling kori, amaro studio er byabsa, dcp j125 ta te message dekhaye ink absorber full r print o puro bondho

    eta soft reset dilei mone hoy thik hoy jabe, ki bhabe reset daye janale bhalo hoy

কামের জিনিস।

Heavy kaam dibu

Level 0

Thanks a lot

Level 0

bhai epson er jonyo to ei soft ta aar brother DCP-J125 er jonyo somadhan din

Level 0

@bdfoysol ভাই কে অসংখ্য দন্যবাদ এই তথ্যবহুল সুন্দর টিউন টির জন্য । আগামিতে এমন টিউন এর প্রত্যাশায় …শুভকামনা রইলো ।

Level 0

আমার আগেই ৩০০ গেছে পল্টনে সাথে আমার সারাদিন
কারন আমি গাজীপুরের প্রত্তান্ত অঞ্চলে বাস্করি ???????? আর লাগবেনা
ধন্যবাদ শেয়ার করার জন্য ————–

Level 0

ধন্যবাদ হাবিব ভাই

    Level 0

    @bdfoysol: কাজ করছেনা একটু দেখেন প্লিস

Level 0

আমার পিন্টারের মডেল ইপসন্স স্টাইল টি ১৩।
আমার পিন্টারের লাইফ টাইম কি ইপসন্স পিন্টার ২৩০ এর মত সমস্য হবে।
আমার পিন্টারের বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন।

১.আপনার এই প্রিন্টারের স্পিড কেমন ? মানে মিনিটে কটা করে প্রিন্ট দেয় ?

২।এটা কি All in One ( Scanner ,copier ,printer ) ?

Level 0

Your 1st Question answer > I can’t calculation it.
Your 2nd Question answer is no. It’s only a printer.

But, what ever my answer?

আমি অনেক চেষ্ট করেও কাজ হয়নি।
প্লিজ সাহায্য করুন। তারা তারি

Level 0

আমি অনেক চেষ্ট করেও কাজ হয়নি।
প্লিজ সাহায্য করুন।

Level 0

[বিঃদ্রঃ এখন থেকে Floora কিংবা কোন সার্ভিস সেন্টারে ৩০০-৫০০টাকায় দিতে হবে] মানে বুজলামনা

ভাই কি পরিমান যে উপকার হয়েছে সেটা টাকা দিয়ে শোধ দিতে পারবো না । ধন্যবাদ ফয়সল ভাই!
এটা এভাবে কয়দিন ব্যবহার করা যাবে?

আপনার টিউন করার অনেক দিন পর আজ সার্চ দিয়ে টিউনটি বের করেছি। অনুসরণ করে উপকৃত হয়েছি।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।

ভাইয়া আমার এক টা Epson R230 প্রিন্টার আছে প্রিন্ট দিলে হালকা বিতরে নেয় তার পর ((For sheets of paper, turn off the printer and then remove any jammed paper by hand.
For a CD or DVD, remove the CD/DVD tray. Next, press the Paper button on the printer or click the Eject button if it appears on this screen.)) এই লেখাটা দেহখায়

প্রিন্টার on করা আছে এবং usb ও লাগানো আছে। কিন্তু এটা printer or some other problem দেখায় কেন?

খুব সুন্দর লাগলো আমার একটি ভিডিও আছে দেখতে পারেন।