Star Wars মুভির নাম কে না শুনেছে। বিশ্ব কাপানো একটা সিরিজ। মুভিপাগলরা হয়ত সব কয়টা পর্বই দেখেছেন। আজ আমি দেখাব Star Wars এর ৪র্থ পর্ব অবশ্য একটু অন্যভাবে। তো শুরু করা যাক-
Windows Vista আর 7 ব্যবহারকারীদের কিছু পূর্বপ্রস্তুতি প্রয়োজন। ততক্ষন XP ব্যবহারকারীরা- আপনারা বসে থাকবেন না, গিয়ে পপকর্ন নিয়ে আসুন।
এই অংশটুকু Windows Vista আর 7 ব্যবহারকারীদের জন্য। এটা শেষ হলে নিচের অংশ ফলো করবেন
ব্যস, হয়ে গেল আপনাদের প্রস্তুতি। এতক্ষণে হয়ত XP ব্যবহারকারীরা পপকর্ন নিয়ে এসে পড়েছেন। তাহলে মুভি শুরু করা যাক।
কিছুই করা লাগবে না। শুধু Run (Win+R) চালু করে নিচের লেখাটুকু কপি-পেস্ট করে Enter চাপুন।
telnet towel.blinkenlights.nl
অর্থাৎ XP ব্যবহার কারীরা শুধু নিচের এইঅংশটুকু ফলো করবেন। আপনাদের Telnet Client সেট-আপের প্রয়োজন নেই।
প্রথম দুটি ফ্রেমের পর থেকে মুভি শুরু হয়ে যাবে। এখন দেখুন আর বসে বসে পপকর্ন চাবান।
একটা কথা বলতে ভুলে গেছি, মুভিটা দেখতে কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তবে স্পীড নিয়ে মাথা ঘামাবেন না কারণ বাফারিংয়ের কোন ব্যাপার স্যাপার নেই। দেখলেই বুঝবেন
আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tricks