আসুন দেখি Star Wars মুভি তবে একটু অন্যভাবে

Star Wars মুভির নাম কে না শুনেছে। বিশ্ব কাপানো একটা সিরিজ। মুভিপাগলরা হয়ত সব কয়টা পর্বই দেখেছেন। আজ আমি দেখাব Star Wars এর ৪র্থ পর্ব অবশ্য একটু অন্যভাবে। তো শুরু করা যাক-

 

 

Windows Vista আর 7 ব্যবহারকারীদের কিছু পূর্বপ্রস্তুতি প্রয়োজন। ততক্ষন XP ব্যবহারকারীরা- আপনারা বসে থাকবেন না, গিয়ে পপকর্ন নিয়ে আসুন।

এই অংশটুকু Windows Vista আর 7 ব্যবহারকারীদের জন্য। এটা শেষ হলে নিচের অংশ ফলো করবেন

  • প্রথমে Control Panel এ গিয়ে Uninstall a Program সিলেক্ট করুন।

 

  • পাশের Task Bar থেকে Turn Windows features on or off অপশনটি সিলেক্ট করুন।

 

 

 

  • নতুন Windows Features উইন্ডোটিতে Telnet Client অপশনটি মার্ক করে OK ক্লিক করুন এবং প্রসেস সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

 

 

ব্যস, হয়ে গেল আপনাদের প্রস্তুতি। এতক্ষণে হয়ত XP ব্যবহারকারীরা পপকর্ন নিয়ে এসে পড়েছেন। তাহলে মুভি শুরু করা যাক।

 

কিছুই করা লাগবে না। শুধু Run (Win+R) চালু করে নিচের লেখাটুকু কপি-পেস্ট করে Enter চাপুন।

 

telnet towel.blinkenlights.nl

 

অর্থাৎ XP ব্যবহার কারীরা শুধু নিচের এইঅংশটুকু ফলো করবেন। আপনাদের Telnet Client সেট-আপের প্রয়োজন নেই।

 

প্রথম দুটি ফ্রেমের পর থেকে মুভি শুরু হয়ে যাবে। এখন দেখুন আর বসে বসে পপকর্ন চাবান।

 

একটা কথা বলতে ভুলে গেছি, মুভিটা দেখতে কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন। তবে স্পীড নিয়ে মাথা ঘামাবেন না কারণ বাফারিংয়ের কোন ব্যাপার স্যাপার নেই। দেখলেই বুঝবেন

Level 0

আমি তাহমিদুল ইসলাম তন্ময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 492 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice tricks

Level 0

xotil

দারুন

পুরাই মাখা টিউন !! কিন্তু এইটা কিভাবে করলো সেটা যদি একটু জানতে পারতাম তাইলে শান্তি লাগতো 🙂 আর Telnet এর বেপারে আমাকে কিছু আইডিয়া দিবেন প্লিয !!

    @কম্পিউটার লাভার: আমরা যখন কন ভিডিও দেখি তখন যেমন একেকটা Scene এর জন্য অনেকগুলো ছবি দ্রুত আসে এখানেও তেমনি একেকটা Scene এর জন্য অনেকগুলো ফ্রেম আসে যা ASCII আর্টে তৈরি।

    Telnet এর ফুল ফর্ম হচ্ছে Telecommunications Network। এটি একটি প্রটোকল যার মাধ্যমে একটি কম্পিউটার একটি নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। এর মাধ্যমে তথ্য আদান-প্রদান ক্রা যায়, তবে তা শুধুমাত্র Plane Text রূপে।

খাইছে!! কি মুবি দেখাইলি?! থ্রিডি চশমাটা লইয়া আহি তারপর দেখুম। 😉 😀

এখন দেখুন আর বসে বসে পপকর্ন চাবান।

লিনাক্সওয়ালারা কি করব? মুড়ি চাবাইবো?
চমৎকার টিউন!
থ্যান্ক্স। :mrgreen:

পাংখা…………!!!!!!!

Level 0

ভাইজান এইডা কি দেখাইলা? আমারতো মাথা চক্কর দিতাছে।
টরনেডো!

    @shuvo: আমার কুনো দোষ নাই 😛

      @উন্মাদ তন্ময়:
      R2-O2 কে দেখিয়া একটি সুগভীর দীর্ঘশ্বাস ফেলিয়াছি………
      ছোট বেলায় ইহার একটি রেপ্লিকা আমার সার্বক্ষণিক খেলার সঙ্গী ছিলো……।
      অসংখ্য ধন্যবাদ এই মুভিটা শেয়ার করিবার জন্য…।।
      অতিশয় চমৎকার গ্রাফিক্স এবং মনোমুগ্ধকর ঝকঝকে সাদাকালো প্রিন্ট আমার হৃদয় হরণ করিয়াছে…… 😉 😉

Level 0

awesome sala

Level 0

bro,ami cntrl pnl e telenet on kore then run e jeye oi cmnd diye enter disi,bt kisu holo na :S

vai jan mac use kari ra ki korbe???

জিনিসটা দারুন মজার ! বাট দেখে মজা নাই 🙁

আমি এই মুভি দেখি নাই তাই সবগুলা পার্ট ডাউনলোড করব ভাবতেসি। খুজতে খুজতে ডাউরেক্ট লিংক পাইলাম।

তাই ডাউনলোড লিংকগুলা সেয়ার করলাম। যার লাগে ডাউনলোড করে নিবে

http://dl.teh-song9.com/Admin/Star%20Wars%20Collection/Star%20Wars%20Episode%20I%20%96%20The%20Phantom%20Menace%20(1999).mkv

http://dl.teh-song9.com/Admin/Star%20Wars%20Collection/Star%20Wars%20Episode%20II%20%96%20Attack%20of%20the%20Clones%20(2002).mkv

http://dl.teh-song9.com/Admin/Star%20Wars%20Collection/Star%20Wars%20Episode%20III%20%96%20Revenge%20of%20the%20Sith%20(2005).mkv

http://dl.teh-song9.com/Admin/Star%20Wars%20Collection/Star%20Wars%20Episode%20IV%20%96%20A%20New%20Hope%20(1977).mkv

http://dl.teh-song9.com/Admin/Star%20Wars%20Collection/Star%20Wars%20Episode%20V%20%96%20The%20Empire%20Strikes%20Back%20(1980).mkv

http://dl.teh-song9.com/Admin/Star%20Wars%20Collection/Star%20Wars%20Episode%20VI%20%96%20Return%20of%20the%20Jedi%20(1983).mkv