আসসালামুয়ালাইকুম।সবাই নিশ্চয়ই ভাল আছেন।আপনারা হয়ত জানেন যে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটগুলো থেকে ডাউনলোডের জন্য প্রিমিয়াম একাউন্ট দরকার হয় যদি আপনি ডাউনলোড এর পূর্ণ গতি এবং রিজুম সুবিধা চান।কিন্তু প্রিমিয়াম একাউন্ট কিনার টাকা আমাদের অনেকের ই থাকে না,তাছাড়া ডলার বা ইউরো এর সাথে আমাদের মূল্য পার্থক্য অনেক বেশি।অন্যদিকে নেটে যেসব প্রিমিয়াম একাউন্ট পাওয়া যায় সেগুলো অনেকে একসাথে ব্যবহার করে বলে খুব বেশি সময় কার্যকর থাকে না আর কুকি ব্যবহারও খুব সুবিধা জনক নয়।এজন্য যেটি করা হয় সেটি হল প্রিমিয়াম লিঙ্ক ব্যবহার করা বা লিচিং সাইট থেকে নামানো।লিচিং সাইটগুলো আবার ডাউনলোড লিমিট দিয়ে রাখে এবং একটি নির্দিষ্ট সময় পর ফাইল ডিলিট করে দেয়।আজকে আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেটি দ্বারা আপনি বিভিন্ন সাইট থেকে কোন প্রকার অপেক্ষা ছাড়াই ফাইল নামাতে পারবেন পূর্ণ গতিতে এবং অবশ্যই রিজুম সুবিধা সহ।
এই সাইটটি হল :
আসুন একবার জেনে নেই এই সাইটের সুবিধাগুলো :
ü এটিতে কোন ফাইল সাইজ লিমিট নেই।
ü ডাউনলোড এরও কোন বাধা নেই অর্থাৎ আপনি যত খুশি ফাইল নামাতে পারবেন।
ü যেকোনো ডাউনলোড এক্সেলারেটর সমর্থন করে।
ü ফাইল ডিলিট করা হয় না।
আমার দেখা এধরণের সাইটগুলোর মাঝে এটিই সবচে ভাল কাজ করে।
ডাউনলোডএর জন্য আপনি সাইটটি ওপেন করে ডাউনলোডে ক্লিক করুন তাহলে নিচের ছবির মত একটা পেজ আসবে
আপনার কাঙ্খিত ফাইলের লিঙ্ক কপি করে এখানে দিন।একাধিক লিঙ্ক হলে প্রতি লিঙ্ক আলাদা লাইন এ দিন।এবার Generate Premium Link(s) এ ক্লিক করুন।নতুন উইন্ডোতে দেখবেন আপনার ফাইলের নাম দেওয়া আছে।এটাই আপনার প্রিমিয়াম ডাউনলোড এর ফাইলের লিঙ্ক।এতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
তো আর কি।এবার যার যা ফাইল আছে টা ডাউনলোড করতে ঝাপায়া পরেন। হেঃ হেঃ হেঃ
সবাই নিয়মিত নামাজ পরবেন আর আমার জন্য পারলে একটু দোয়া করবেন।সবাই ভাল থাকবেন।
আমার একটা সাহায্য দরকার।ফেসবুক এ লেখার মাঝে লিঙ্ক লুকান যায়,এটার পদ্ধতিটা আমি জানিনা।আপনারা জেনে থাকলে বা এ বিষয়ে কোন টিউন থাকলে আমাকে জানাবেন প্লিজ।
আল্লাহ্ হাফেয।
বি.দ্র. এটা আমার দ্বিতীয় টিউন।আপনাদের খারাপ লাগলে বা আমার লেখায় ভুল থেকে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই fileserve নাই , থাকলে ভাল হত। আমার ব্লগ—– vison21.blogspot.com