ওয়েটিং টাইম, রিজিউম সাপোর্ট এবং ডাউনলোড স্পীড এর দিক থেকে Mediafire একটি অতুলনীয় ফাইল সেয়ারিং সাইট। Mediafire কেমন জনপ্রিয় সেটি নতুন করে বলার অপেক্ষা রাখে না।
মিডিয়াফায়ার থেকে ফাইল সেয়ারিং এর জন্য আমরা সাধারণত ফাইলগুলি কোন ক্যাটাগরি বা ফোল্ডার অনুযায়ী রাখি। আর সেই ফোল্ডারগুলি এবং ভিতরের ফাইলগুলি পাবলিকের জন্য ওপেন থাকে। আমরা আমাদের ইচ্ছামত ফোল্ডারের ভিতরের ফাইলগুলির লিংক যেকোনখানেই সেয়ার করতে পারি। আবার চাইলেই পুরা ফোল্ডারটির লিংকটিও সেয়ার করতে পারি। তবে সেই লিংকটি অনেকটা জটিল হওয়ায় মনে রাখা সম্ভব হয় না।
তবে এরজন্য আছে সহজ সমাধান যেটি নিয়েই আমার আজকের এই টিউনটি। আপনি চাইলেই সেই ফোল্ডারটি জটিল লিংকটিকে রিনেম করতে পারেন আপনার ইচ্ছামত নামে।
১। প্রথমে আপনার মিডিয়াফায়ার একাউন্টে লগিন করুন
২। লগিন শেষে এখানে ক্লিক করুন
৩। এরপর " Add New Custom URL " এ ক্লিক করুন।
৪। নিচের স্ক্রিনশর্টটি অনুযায়ী
৫। ব্যাস এখন আপনার রিনেমকৃত লিংকটিতে যেকেউ ক্লিক করলে আপনার নির্দিষ্ট ফোল্ডারটিকে ঢুকবে
হ্যাপি ফাইল সেয়ারিং
ভালো থাকুন 🙂
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
wow !!!!!!! ব্যাপক কাজের জিনিস দিলেন তো ভাই !!
থ্যাংক্স সাইফুল ভাই , ভালো থাকবেন।।
প্রিয়তে……..