দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০৪] :: একটি অসাধারণ Video to Audio এবং Audio to Audio কনভার্টার, মাত্র 419 KB? কি, বিশ্বাস হচ্ছে না?

দুষ্টু মিষ্টি সংবাদ



একটি অসাধারণ Video to Audio কনভার্টার , Audio to Audio কনভার্টার। সাইজে ছোটো কিন্তু কাজে বড় , সাইজ ? মাত্র 419 KB ? কি , বিশ্বাস হচ্ছে না ?

স্কুল ছুটি । মনের আনন্দে আমি যথারীতি কম্পিউটারে । দুষ্টু মিষ্টিরও স্কুল ছুটি। ওরা একবার এসে ঘুরেও গেছে দোতলা থেকে। কম্পিউটার ফাঁকা আছে কিনা দেখতে। আমাকে কম্পিউটারে বসে থাকতে দেখে আবার ফিরে গেছে। অর্থাৎ কি না আমি না থাকলে ওরা কম্পিউটারে বসত । আমি দেখেছি ওরা এসেছে কিন্তু কোনো আওয়াজ দিইনি। ছুটির দিনে কে কম্পিউটারের দখল দেয়। আজ মনের আনন্দে কম্পিউটার ঘাটব , নেট দেখব। ওদের কাছে এখন যদি আমি জানতে চাই –‘ কি রে কোনো দরকার আছে ?’ তাহলে ওরা হয়তো বলবে - ‘ ভাবছিলাম একটু কম্পিউটারে বসব।’ তখনতো ওদের কম্পিউটার ছেড়ে দিতেই হবে। তার চেয়ে চুপচাপ থাকাই ভালো।

কাল স্কুলে যাবার পথে ট্রেনে গান শুনতে শুনতে যাব। তাই কিছু পুরনো গান কম্পিউটারে থেকে কপি করতে দিলাম মোবাইলে । youtube থেকে কয়েকটা গান লোড করেছিলাম সেটাকে mp3 তে convert করব ভাবলাম। আমার মোবাইলে শুধু Mp3 চলে।

কিন্তু পুরনো গানগুলো কপি করতে গিয়ে বেশ কয়েকটা গানে সমস্যা শুরু হল। কিছুটা কপি হয়ে আর হতে চায় না। ওগুলোর মধ্যে একটা গান চালালাম। কিছুটা চলার পর দেখি আর চলছে না। বুঝলাম গেছে। মন খারাপ হয়ে গেল। এগুলো খুব Rare কালেকশান ছিল।

কী আর করা যাবে । Youtube এর গানটা বরং এখন mp3 তে কনভার্ট করে নিই। আপাতত আমার কাছে কোনো কনভার্টার নেই । ভাবলাম নেট রয়েছে যখন তখন চিন্তা কী । নেট থেকে কোনো কনভার্টার ডাউনলোড করে নিলেই হবে।

নেট খুললাম। বসে আছি ; পেজই খুলছে না । নেটের আজ বারোটা বেজে গেছে। বেশকিছুক্ষণ পরে ডাউনলোডের লিঙ্ক দেখানো পেজটা খুললো। নতুন ট্যাবে পেজটা খুলতে দিলাম।
বসে আছি। আর you tube এর গানগুলো শুনছি পরপর- চন্দ্রা চক্রবর্তীর ‘তুমি এলে , আবার সকাল বহুদিন পর।’

অজয় চক্রবর্তীর- ‘দুনিয়ার হাটে এসে কেনাবেচায় কী দাম দিয়ে কী দান পেলাম।
তারে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে বিনিময়ে শুধু ব্যথা পেলাম।’

আর রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের স্বকণ্ঠে রেকর্ডিং গান- ‘ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে।’

নাঃ , পেজটা আর খুললোই না।

আজ যে কাজে হাত দিচ্ছি সেটাই হচ্ছে না। কার মুখ দেখে যে উঠেছি। আজ দিনটাই ভালো যাবে না মনে হচ্ছে। আর নেটটাও খারাপ হবার দিন পায় না । যেদিন আমার ছুটি সেদিনই কি বেছে বেছে খারাপ হতে হয় !

এমন সময় আমার দুষ্টু মিষ্টি আবার এলো। ওদের হাতে গরম চা । আমার জন্য।এখন যে আমার চায়ের নেশা চেপেছে তা ওরা ঠিক বুঝতে পেরেছে। আমাকে উসখুস করতে দেখে দুষ্টু বললো - বাবা কী হয়েছে ?

এবার ওদের কে দেখে আমি উৎফুল্ল হয়ে উঠলাম।বললাম –‘ আর বলিস না।একটা গান কপি করতে গেলাম , হচ্ছে না সেটাকে চালাতে গেলাম কিছুট চলার পর আর চলছেও না ।মানে গানটা গেছে। .................................।’
সবটা খুলে বললাম ।

সব শোনার পর মিষ্টি বললো – এটা আবার কোনো সমস্যা না কি ? দুষ্টু , আমরা সেদিন নেট ঘাটতে ঘাটতে যে Software টা পেয়েছিলাম , ওটা বাবাকে দিয়ে দে না ।

-কোনটার কথা বলছিস বলতো ? -দুষ্টু জানতে চাইল।

-আরে ঐ যে Audio converter software টা । s দিয়ে না কি দিয়ে যেন নামটা .... ’ -মিষ্টি software টার নাম মনে করার চেষ্টা করতে লাগল।

-ও তুই Switch Software এর কথা বলছিস ? হ্যাঁ বাবা, মিষ্টি ঠিক কথাই বলেছে , এটা তোমার কাজ অনেক দিক থেকে মিটিয়ে দিতে পারবে।

প্রথমত - তুমি বলেছ তোমার নেট আজ খুব স্লো । এই Switch Software টার সাইজ মাত্র 419 kb । সুতরাং তোমার এই নেট স্পীড থেকেই তুমি অতি সহজে তা ডাউনলোড করতে পারবে।

দ্বিতীয়ত - এই Switch Software এর একটা বড় গুণ হল তোমার audio file এর যতটুকু ভালো আছে । ততটুকু Switch তোমাকে কনভার্ট করে দেবে । সুতরাং তোমার কোনো mp3 গানের , ধর শেষ অংশের কিছুটা নষ্ট হয়ে গেছে । Switch তোমাকে সেই অংশ টুকু বাদে প্রায় পুরো গানটাই কনভার্ট করে সুরক্ষিত করে দেবে।

তৃতীয়ত - তুমি তোমার সেভ করে রাখা youtube Video বা অন্য কোনো video File , Switch এর সাহায্যে audio file এ convert করতে পারবে।

চতুর্থত - তোমার মোবাইলের মেমরি যদি কম হয় , তবে তুমি এই Switch এর সাহায্যে Bitrate কমিয়ে audio file এর সাইজ ছোটো করে নিতে পারবে। কারণ এই software টি Mp3 থেকে Mp3-ও কনভার্ট করতে পারে।

বললাম -তাহলে এক্খুনি দেখিয়ে দে ?

দুষ্টু মিষ্টিকে বলল –এতক্ষণ বকবক করে আমি ক্লান্ত। তুই একটু বাবাকে দেখিয়ে দে না ।’

বুঝলাম দুষ্টু একা এই কৃতিত্বের ভাগ নিতে চাইছে না। বোনকেও দিতে চাইছে।

মিষ্টি বলল- বাবা প্রথমে তুমি এখান থেকে ডাউনলোড করে নাও।

http://www.mediafire.com/download.php?he5v3k7dbz4qwep

প্রথমে SOFTWARE টা ইনস্টল করে নাও।

এরপর একে চালু করলে এরকম দেখাবে । এর Add Files এ ক্লিক কর।এখানে লাল বক্সের মধ্যে দেখ।

এবার তুমি যে অডিও কনভার্ট করতে চাও সেটা সিলেক্ট কর নিচের মতো।

নিচের মার্ক দেওয়া অংশগুলো লক্ষ কর। Output Format এবং Encoder option-

তুমি Output Format থেকে যে ফরম্যাটে audio কনভার্ট করতে চাও সেটা সিলেক্ট কর । দেখ , আমি যেমন mp3 সিলেক্ট করছি।

এবার Encoder Option এ যাও। এখানে তুমি দুটি option পাবে- Constant Bitrate (CBR) এবং Channel Encoding Mode.

এখান থেকে Bitrate option এ যাও। ও নিজের চাহিদা অনুযায়ী সিলেক্ট কর। যদি গানের সাইজ ছোটো করতে হয় তবে bitrate কমাতে হবে।

file টাকে আরো ছোটো করতে হলে stereo থেকে mono করে দিতে পারো তবে সেক্ষেত্রে quality কমে যাবে। মোটামুটি একই রকম quality রাখতে হলে Bitrate ১২৮ করে দাও।

এবার ok বাটনে ক্লিক কর।

এরপর ফাইনালি তোমাকে কনভার্ট সুইচে ক্লিক করতে হবে।

এবার নিচের মতো কনভার্ট শুরু হবে।

এখন open output folder এ ক্লিক করলে তোমার কনভার্ট করা ফাইল পেয়ে যাবে।

যদি তুমি Yoytube video বা যে কোনো Video file কে Mp3 বা অন্য কোনো Audio File এ কনভার্ট করতে চাও তবে যেখানে ঐ ফাইলটি আছে সেই লোকেশনে যাও Add File অপসন থেকে আগের মতোই যেখানে ঐ ভিডিও ফাইল আছে সেখানটা দেখিয়ে দাও। সেখানে প্রথমে কিন্তু তুমি কোনো ফাইলই দেখতে পাবে না।কারণ ওখানে Audio file সিলেক্ট করা আছে। এখান থেকে তোমাকে নিচের মতো করে all files সিলেক্ট করে নিতে হবে।করে নিলে তবেই তোমার Yoytube video বা ভিডিও ফাইল দেখা যাবে।

এরপর যে অডিও ফরম্যাটে তুমি কনভার্ট করতে চাও আগের মতো করেই সিলেক্ট করে দাও ।
Convert বাটনে ক্লিক করলে নীচের মেসেজটি অন্ততপক্ষে প্রথমবারের জন্য আসতে পারে । ওটাকে ‘নো’ করে দাও ।

-কনভার্ট শুরু হবে এবং খুব দ্রুতই তুমি তোমার কাঙ্খিত অডিও ফাইল পেয়ে যাবে। ব্যাস হয়ে গেল।
মিষ্টি থামল। মেয়েটা একটানা বকবকও করতে পারে। আমি অবাক হয়ে যাই ওর স্ট্যামিনা দেখে।

দুষ্টু আমাকে বলল -মিষ্টি অনেক কিছু শিখে গেছে , না বাবা ?

আমি ম্লান হেসে বললাম –তোরা দুজনেই অনেক কিছু শিখে ফেলেছিস। আমার এখনো অনেক কিছু শেখা বাকি আছে।
তারপর দুজনকেই উদ্দেশ্য করে বললাম –তোরা এখানে বস , আমি একটু বাইরে থেকে ঘুরে আসি।

দুষ্টু বলল- তুমি যে কাজ করছিলে তার কী হবে ?

বললাম-পরে কোনো এক সময়ে করে নেব খন।

বলেই বাইরে পালিয়ে এলাম। এখন খানিকটা নিজেকে কেমন যেন ভারমুক্ত মনে হচ্ছে। কোথাও যেন কোনো অপরাধ করে ফেলছিলাম হয়তো।

**********************************************************************************************

টিউনটি আমার মতো আনাড়িদের জন্য যারা অনেক কিছুই জানে না । তাই বিভিন্ন পর্যায়গুলো খুব বেশি Detaling করা আছে। যারা কম্পিউটারে অত্যন্ত দক্ষ তারা হয়তো এত বেশি Detaling –এর জন্য বিরক্ত হবেন।এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।তাঁদের জন্য আমার কালেকশান থেকে আমার পছন্দের দুটো গানের ডাউনলোড লিঙ্ক দিলাম , গান ভালোবাসলে শুনে দেখতে পারেন-

১।অজয় চক্রবর্তীর-‘দুনিয়ার হাটে এসে কেনাবেচায় কী দাম দিয়ে কী দান পেলাম।
তারে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে বিনিময়ে শুধু ব্যথা পেলাম।

http://www.mediafire.com/file/kgbxjn5bj2mvior/Duniyar hate ese by Ajoy chakroborty By Sobujer Abhijan.rar..

২। রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের স্বকণ্ঠে রেকর্ডিং গান-ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে।'

http://www.mediafire.com/file/a9yaydhjzyb9wla/nazrul_ghumaite_dao By Sobujer Abhijan.rar

***************************************************************************************************

যদি দুষ্টু মিষ্টির আরও দুষ্টুমি দেখতে চান তবে এখানে দেখুন
https://www.techtunes.io/tuner/sobujsobuj/

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

perfect tune

দারুন টিউন! চালিয়ে যান সাথে আছি। 😀 :mrgreen: 😆 😎

    @নিওফাইটের রাজ্যে: শুধু সাথে থাকলে চলবে না । শিখিয়ে দিতে হবে কী ভাবে আপনার মতো সুন্দর ভাবে টিউন করা যায়।

    অনেক ভালোবাসা নেবেন।

      @Sobujer Abhijan: হে হে…………. 😳
      আপনার কমেন্টের প্রশ্নগুলোর উত্তর তো আমি দিয়েছি। 🙁
      আপনি তো একটাও কাজে খাটালেন না। 😥

Blockquote বা Heading 2 কোনো অপসনই তো খুঁজে পাচ্ছি না। কমেন্ট বক্সের ঠিক কোন পজিশনে পাব ? বা কার্সরটা লেখার ঠিক কোন পজিশনে রাখতে হবে ?
( বোকার মতো প্রশ্ন করলাম কি ?)।

    @Sobujer Abhijan:

    ( বোকার মতো প্রশ্ন করলাম কি ?)

    নাহ, আমারই ভুল! খেয়াল ছিল না কিচেন সিন্কে না ক্লিক করলে ঐ অপশনগুলো চালু হয় না। 🙁

    Blockquote বা Heading 2 কোনো অপসনই তো খুঁজে পাচ্ছি না।

    না পেলেও সমস্যা নেই। ইমেজ আপলোড করে দিলাম। আশা করি এবার পারবেন। স্ক্রিনশট দেখতে এখানে ক্লিক করুন
    ধন্যবাদ সবুজের অভিযান!
    আর হ্যাঁ,

    কারও উদ্দেশ্যে কমেন্ট করার আগে দয়া করে ‘Reply’ বাটনে ক্লিক করে নেবেন। নতুবা কমেন্টকারী তার কমেন্টের উত্তর মেইলে পাবেন না। আমিও আপনার এই কমেন্ট মেইলে পেলাম না হঠাত ঢ়ুকে দেখলাম আমার দ্বিতীয় কমেন্টে রিপ্লাই দিয়েছেন। যাই হোক, সমস্যা থাকলে বলবেন, সমাধান দেওয়ার সাধ্যমত চেষ্টা করব। 🙂

      @নিওফাইটের রাজ্যে: এখনো একটা প্রশ্ন আছে –
      স্ক্রিনশটে যেটা দেখলাম ওটাতো add post বা edit post এর টুলবার। comment এর এখানে ওটাকে কীভাবে ব্যবহার করব ?

      (খুব জ্বালাচ্ছি তো ।এবার বুঝুন ঠেলা।)

    @Sobujer Abhijan:

    (খুব জ্বালাচ্ছি তো ।এবার বুঝুন ঠেলা।)

    জ্বলতে রাজি আছি যদি আপনি শিখতে রাজি থাকেন! 😀 :mrgreen:

    স্ক্রিনশটে যেটা দেখলাম ওটাতো add post বা edit post এর টুলবার। comment এর এখানে ওটাকে কীভাবে ব্যবহার করব ?

    কমেন্টে ঐসব ব্যবহার করতে হলে HTML ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন লেখার হরফ বোল্ড করার জন্য ট্যাগ , ইটালিকের জন্য ট্যাগ, স্ট্রাইকথ্রু এর জন্য ট্যাগ ইত্যাদি। এধরণের ট্যাগ ব্যবহার করতে হয় এভাবে:
    এখানে যা মন চায় লিখুন
    যেখানে, x=b, i, blockquote, strike, u, code ইত্যাদি হতে পারে।
    বিস্তারিত জানতে পারবেন সাকিব ভাইয়ের (যার নিক ‘সাবিহা’) HTML এর চেইন টিউনে।
    একটা উদাহরণ:
    আমি একটা ভাল ছেলে। (মিথ্যা কথা তাই কেটে দিলাম) 😛 ,
    ধন্যবাদ 😆

      @নিওফাইটের রাজ্যে: কোডিং ঠিকই আছে কেন এমন হল বুঝলাম না। 🙁
      দুঃখিত।
      আবার দিলাম:

      কমেন্টে ঐসব ব্যবহার করতে হলে HTML ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন লেখার হরফ বোল্ড করার জন্য ট্যাগ , ইটালিকের জন্য ট্যাগ, স্ট্রাইকথ্রু এর জন্য ট্যাগ ইত্যাদি। এধরণের ট্যাগ ব্যবহার করতে হয় এভাবে:
      এখানে যা মন চায় লিখুন
      যেখানে, x=b, i, blockquote, strike, u, code ইত্যাদি হতে পারে।
      বিস্তারিত জানতে পারবেন সাকিব ভাইয়ের (যার নিক ‘সাবিহা’) HTML এর চেইন টিউনে।

      @নিওফাইটের রাজ্যে: েএসব বিষয়ে আমি নিতান্ত নিরক্ষর।সবটাই কানের পাশ দিয়ে বেরিয়ে গেল।

    @Sobujer Abhijan:

    সবটাই কানের পাশ দিয়ে বেরিয়ে গেল

    আমার আগে এইসব মাথার উপ্রে দিয়ে যেত। টেটির সাথে থাকতে থাকতে কিছু শিখলাম আরকি। 😀
    কমেন্টে বোল্ড, ইতালিক করতে চাইলে একটু কষ্ট করতে হয়। 😛 ,
    তবে আপনার এই টিউন একটু এডিট করলে খুশি হতাম। 🙂
    ধন্যবাদ। :mrgreen:

      @নিওফাইটের রাজ্যে:

      তবে আপনার এই টিউন একটু এডিট করলে খুশি হতাম।

      একটু না শিখে ওখানে করলে কেমন একটা হিজিবজি হয়ে যাবে না  ?
      তাই ভয়তে ওখানে হাত দিইনি । 🙄

      @নিওফাইটের রাজ্যে: Admission Test  কী পাশ করতে পারলাম  ?  😎

       

      ( তাড়াতাড়ি জানাবেন।  Tension এ আছি !) 🙁

    @Sobujer Abhijan: বাহ! আপনি তো দেখছি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা শিখে গেছেন!? 🙂