যথারীতি আবারও ক্যাসপারস্কি, কিন্তু তারপর?

আমাদের ভাইরাস ভীতি এবং অ্যানটিভাইরাস প্রীতির নানাবিধ কারন বর্তমান। যদিও এই সময় একটি অ্যানটিভাইরাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হছে আমারা যে অ্যানটিভাইরাস ব্যবহার করছি আমরা তার সম্পর্কে কতটুকু জানি? কার্যবিধি এবং এদের সেবার উদ্দেশ্য-বিধেয় জানা থাকলে প্রত্যেকেরই সঠিক অ্যানটিভাইরাসটি নিরূপন সহজ হবে। আমার এই লেখার উদ্দেশ্য অ্যানটিভাইরাস কম্পানিগুলোর বিজনেস পলিসি নিয়ে আলোচনা করা নয় তাই আর এদিকে না যাই। এখন মূল প্রসঙ্গে আসি। আমার এই টিউনটি ক্যাসপারস্কি এবং ব্যবহার বিধি নিয়ে করা। এখন প্রশ্ন হল কেন ক্যাসপারস্কি? যেখানে অ্যানটিভাইরাস এর যাত্রা শুরু হয়েছিল ১৯৯০ থেকে (নরটন এবং ম্যাকাফে) সেখানে ক্যাসপারস্কি যাত্রা শুরু করেছে ১৯৯৭ থেকে।

kaspersky-at-gitex-07

অ্যানটিস্পাইওয়ার, অ্যানটিস্প্যাম হিসেবে কিংবা ম্যালওয়র নিধনে এটি অতুলনিয়। ক্যাসপারস্কি এই অনন্য বৈশিষ্ট্য এর কারনে ২০০৮ সালে এটি অ্যানটিভাইরাস টেস্টিং গ্রুপ এভি কম্পারেটিভস এর জরিপে ষোলটি অ্যানটিভাইরাস এর মধ্যে জিতে নেয় চতুর্থ স্থান। এর আগে(২০০৭) এটি জায়গা করে নিয়েছিল ব্রিটিশ ম্যাগাজিন পিসি প্র তে “এ” ক্যাটাগরিতে।

ক্যাসপারস্কি ব্যবহার আমাদের দেশে বেশ ব্যপকভাবেই হচ্ছে। আমি যখন এই টিউন লিখছি তখন পর্যন্ত টেকটিউনসের জরিপে ক্যাসপারস্কি প্রথম স্থানে আছে (54%, 50 votes)। যাই হোক এখন এখান থেকে ক্যাস্পারস্কির বেটা ভারসন 9.0.4 ডাউনলোড করে নিন। প্রথমবার বেটা ভারশন সিলেক্ট করলে একমাসের ফ্রী সেবা পাওয়া যাবে।

kis2010_eng_big

এটা আপনাদের নিম্ন বর্ণিত সেবা গুলো প্রদান করবে-

  • ১. ভাইরাস, ট্রোজান এবং ওয়ার্ম থেকে সুরক্ষা প্রদান করবে
  • ২. স্পাইওয়ার থেকে সুরক্ষা প্রদান
  • ৩. ফাইল, ইমেইল এবং ইন্টারনেট ট্রাফিক স্ক্যান
  • ৪. ইন্সট্যান্ট মেসেঞ্জারকে সুরক্ষা প্রদান
  • ৫. অজানা হুমকি থেকে(প্রগ্রাম) থেকে প্রযোচিত সুরক্ষা প্রদান
  • ৬. দুই রকম ব্যাক্তিগত ফায়ারওয়াল, VPN সংযোগে সুরক্ষা প্রদান
  • ৭. ম্যালওয়ারযুক্ত সাইটকে বাধা প্রদান
  • ৮. সকল হুমকি ক্যাস্পারস্কি কর্তৃক মনিটরিং
  • ৯. ফিশিং ওয়েবসাইটকে বাধা প্রদান
  • ১০.স্বয়ংক্রিয় নিশ্চিতকরন ইত্যাদি ইত্যাদি।

পরবর্তীতে অ্যাকটিভেশনের জন্য এই টিউনটি দেখতে পারেন।

সেট আপ দেওয়া হয়ে গেলে স্ট্যাটাস বারের ক্যাসপারস্কি আইকনের ডানপাশের উপরে থাকা settings এ ক্লিক করে এর বামপাশের options এ গিয়ে Enable self-Defense আনচেক করে দিয়ে ok প্রেস করুন। exit করে বেরিয়ে আসুন।

প্রথম ধাপ

এখন C:\Program Files\Kaspersky Lab\Kaspersky Anti-Virus 2010\Skin\loc এ যান। এখানে en নামের ফোল্ডারটি পরিবর্তন করে sch করুন।

দ্বিতীয় ধাপ

এবার, রেজিস্ট্রি এডিটরে গিয়ে (start > Run > regedit লিখে ok করুন) HKEY_LOCALMACHINE > SOFTWARE > KasperskyLab > protected > A VP9 > environment- এ যান। এখানে Localaization এর ভ্যালু আছে en.  Localaization এ ডাবল ক্লিক করুন এবং ভ্যালু sch দিয়ে বেরিয়ে আসুন।

তৃতীয় ধাপ

ব্যাস, হয়ে গেল খেল খতম পয়সা হযম(ক্যাসপারস্কি)।

এখন আসুন জেনে নেই কেন Enable self-Defense আমরা আনচেক করে দিচ্ছি।

আমি ব্যক্তিগত ভাবে সবচেয়ে বেশি অপছন্দ করি এই ক্যাসপারস্কি তার মুল কারন এর self-Defense এতটাই শক্তিশালি যে ক্যাসপারস্কি তার সকল কার্যক্রমের বড় একটা অংশ ব্যবহার করে এই self-Defense এ। শুধু তাই নয় এটি প্রায় 97% self-Defense প্রদান করে যার ফলে ডারউইনের বিবর্তনের সূত্র মেনে নিয়ে আপনার দ্রুতগামী পিসিকে পরিনত করে ফেলে একটি মহান ধৈর্য্যশীল কচ্ছপে। যে কিনা প্রতিটি প্রোগ্রাম কাজ করার সময় ট্রাফিক পুলিশের দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। আর আপনার পিসিকে মাত্রারিক্ত সুরক্ষিত করতে গিয়ে মাত্রারিক্ত স্লোও করে ফেলে। আর জবাবদিহিতার ব্যপারটা নাইবা বললাম।

আমি আনেক আগেই আপনাদের সাথে ক্যাসপারস্কি family package share করতে চেয়েছিলাম। কিন্তু ..................... বুঝতেই পারছেন বিষয়টা বৈধ বলা যায় না। তবে যারা এই premium version ব্যবহার করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ইতিকথা-

টিউনটি এর পূর্বেই কাঙ্গালিকথন এ প্রকাশিত হয়েছিল।

Level 0

আমি samehood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজও রাখি মানুষের ভালোবাসায় বিtশ্বাস চেপে যাই বুক চীরে আশা কোন দীর্ঘশ্বাস বাস্তবতা করে নিয়ে আমায় পরিহাস, সহস্র ব্যস্ততার মাঝেই খুঁজি একবিন্দু অবকাশ......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি আগ্রহী
[email protected]

ধন্যবাদ আপনাকে

    Level 0

    অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যারা মন্তব্য করেছেন বা করেন নাই, এই পোস্টটি দেখেছেন বা দেখেন নাই তাদেরকেও ধন্যবাদ।
    ইচ্ছা ছিল সবার মন্তব্যের জবাব দেব আলাদা আলাদাভাবে, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষার প্রভাবে এবং উপর্যুক্ত কারনে যথাযথ সময়ের অভাবে তা করা হল না।
    যাই হোক, যারা এই সুবিধা পেতে আগ্রহী তারা মন্তব্য করতে থাকুন। মন্তব্যের পরিমানের ভিত্তিতে, আমি এর ডাউনলোড লিঙ্ক দেব (এক সপ্তাহের জন্য) . তবে যদি কোন কারনে ডাউনলোড লিঙ্ক না দিতে পারি তাহলে আগ্রহীরা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।
    ইনশাআল্লাহ, আমি ১৩ তারিখ নাগাদ আপনাদের নিশ্চিত করতে পারব।

      Level 0

      যে কথাটা বলতে ভুলে গেছি, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই টিউনটা বেশ কয়েক মাস আগে কোন একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল। কারও সংগ্রহে সেই ম্যাগাজিনটা থাকলে দয়া করে জানাবেন।
      আর, টেকটিউনস কর্তৃপক্ষকে বলছি- আপনারা আমাদের মত নাদান টিউনারদের টিউনকে মডিফাই করে দেন বলেই আমরা একটু ভরশা পাই। ওখানে ছবি দেয়ার কথা মনেই আসে নাই (যদিও এর জন্য আপনাদের কোন ধন্যবাদ দিতে পারছিনা)।

samehood ভাই নিজেরে খুব চালাক মনে করেন মনে হয় । ” এই টিউনটির প্রশংসা কিংবা নিন্দা শুধুমাত্র ওমর ফারুকের প্রাপ্য ” এই কথাটির মানে কি ? যদি সব প্রশংসা ওরাই পায় তাহলে ওরা তো আগেই এটা নিয়ে টিউন করেছিল । আপনি কেন খোচা মেরে এই রকম কথা বলছেন । আর আপনার নাম নিয়ে যদি কেউ অন্য বাজে একটি নামে ডাকে তাহলে আপনার মনে হয় খুব ভাল লাগে নাহলে আপনি কেন ক্যাসপাস্কাই কে ক্যাসপারস্কি বলছেন । এর জন্যই টেকটিউনসে দন্দ সৃষ্টি হয় । দয়া করে কেউকে খোচা মেরে কোন টিউন করবেন না ।

    Level 0

    লোটাস ভাই, কেমন আছেন? আপনি তো আমাকে রীতিমত পরীক্ষায় বসিয়ে দিলেন। আমি চেষ্টা করছি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে।
    ১. ভাই, চালাক শব্দটার ক্ষেত্রে আমার আপত্তি আছে, তবে হ্যা নিজেকে বুদ্ধিমান ভাবতে নিশ্চয়ই খারাপ লাগার কথা না।
    ২. টিউনটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে লেখালেখিতে অতটা পারঙ্গম নই। আমার ইচ্ছা ছিল ক্যাসপারস্কি অনুরাগি কাউকে দিয়ে টিউনটি করানো। সেক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিল ফারুক, আমি তাকে বলেওছিলাম। কিন্তু পরে ভেবে দেখলাম …………
    ৩. এবার আসি নাম বিকৃত করার প্রসঙ্গে। ভাই, পারিভাষিক শব্দের উচ্চারনে ভেদাভেদ দেখা যায় স্থান, কাল এবং পাত্রভেদে। আমি সারাদিনেও এ বিষয়ে বলে শেষ করতে পারব না আর আমার এত জ্ঞানও নেই তাই সেদিকে যাব না। শুধু একটা মজার বিষয় বলি, Y এর উচ্চারন শব্দের শেষে থাকলে সাধারনত দুই রকমের হয়। আই & ই। চার বা তার অধিক letter বিশিষ্ট word এর ক্ষেত্রে y শেষে থাকলে সাধারনত ই উচ্চারন হয় (noun, adjective, adverb & verb)। যেমন university, city, slowly, quickly ইত্যাদি। তিন letter বিশিষ্ট word এর ক্ষেত্রে y শেষে থাকলে সাধারনত আই উচ্চারন হয়। যেমন, cry, fly, fry ইত্যাদি। এর ব্যতিক্রমও আছে। পাঠকরা বলুনতো এমন একটা word?
    তবে কোন proper-noun এর ক্ষেত্রে সাধারনত উচ্চারন সহীহ হওয়া উচিত। ক্যাসপারস্কির একজন নিদারুণ ভক্ত হিসেবে নিশ্চয়ই আপনি জানেন যে ক্যাসপারস্কি একটি রাশান কম্পানি। এটির প্রতিষ্ঠাতা জনাব যেভগেন ভ্যালেন্তিনোভিচ ক্যাসপারস্কি (Евгений Валентинович Касперский)এবং জনাবা নাতালিয়া ক্যাসপারস্কায়া (Наталья Касперская)অবশ্য যদি আমি উচ্চারনে ভুল না করে থাকি। তাদের নামানুসারেই ক্যাসপারস্কি নামটা এসেছে। সঠিক উচ্চারন জানতে হলে রাশান ভাষাটা জানা থাকা দরকার। কিন্তু পরিতাপের বিষয় এই যে, আমি তা যানি না। আর ভাইরে, এটা আমার প্রথম টিউন। আমিতো ছোট, আমার তো ভুল হবেই। না হয় দেখলেনইবা আমার ভুলগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে।

    samehood ভাই শোনেন আপনি যে খুব বুদ্ধিমান তা আপনার টিউনেই প্রকাশ পেয়েছে ” এই টিউনটির প্রশংসা কিংবা নিন্দা শুধুমাত্র ওমর ফারুকের প্রাপ্য ” এই কথাতে আপনি নিজের গায়ে কিছুই চাপান নি বরং ওমর ফারুক ওপর চাপিয়ে দিয়েছেন খুব সুক্ষভাবে । মনে রাখবেন এখানে আরও বুদ্ধিমান লোক আছে । এই লেখাটা ব্যবহার করে বরং নিজেকেই সবার সামনে ………… । আমার মনে হয় আর কিছু বলার নেই আপনাকে । যদি ইচ্ছা হয় ওই লাইনটি থেকে ” কিংবা নিন্দা ” শব্দটা কেটে দেন । একজন পাঠক এবং টিউনার হিসেবে আপনার সকল টিউনার এবং পাঠককে সন্মান করা উচিৎ ।

      Level 0

      লোটাস, আপনার মন্তব্য দেখে মনে হচ্ছে আপনি আমার উপর ভীষন রাগান্বিত। আসলেই কি তাই? হলে, কেন?
      জানালে উপকৃত হতাম।

    samehood ভাই আপনি যে খুব বুদ্ধিমান তা আপনার টিউনেই বুঝা যায় কিন্তু সবসময় মনে রাখা উচিৎ যে সেরের উপরে সোয়া সের আছে । আপনি ” এই টিউনটির প্রশংসা কিংবা নিন্দা শুধুমাত্র ওমর ফারুকের প্রাপ্য ” এই কথাতে খুব সুক্ষ একটি প্যাচ খেলেছেন । সেটা হল আপনি সব ভাল এবং মন্দ ওমর ফারুকের উপরে চাপিয়ে দিয়েছেন । আমি আপনাকে বেশী কিছু বলতে চাই না তবে সবাই এখানের খুব টেলেন্ট তাই সবাই বুঝে যে কোনটা খোচা । দয়া করে কথাটা ” কিংবা নিন্দা ” কেটে দেন । তাতে আপনারই সম্মান বাড়বে । আর যে নিজেকে খুব চালাক ভাবে সে কিন্তু নিজেই খুব বোকা তাই নিজেকে একটু বোকা ভাবতে শিখুন দেখবেন সকলের নজর কাড়তে পারবেন ।

আমি যত দূর জানি সেমহুড ভাই Kaspersky এর ভেটা ভারসন ব্যবহার করে দেখেছে আপনারাই বলুন ভেটা ভারসন ফুল ভারসন এর মত কাজ করবে । আর তিনি যেভাবে বলছে আসলে kaspersky computer কে এতটা স্লোকরেনা তাহলে সারা বিশ্বে এত মানুষ ব্যবহার করতো না ।আরেকটা কথা তিনি বলেছেন যে প্রতিটি প্রোগ্রাম চালোনোর সময় kaspersky আটকায় । আসলে এ কথা টা সত্য কারন আমরা বেশিরভাগ সময় পাইরেসি software ব্যবহার করি আর তাতে digital sign থাকে না তবে এর ও সমাধান আছে আপনারা software টাকে kaspersky এর ট্রাস্ট যোন এ নিয়ে যান তাহলে আর সমস্যা দেখা দিবেনা ।আর ভাই টিউনটাতো আপনি করলেন তাহলে আমার উপর এই টিউনটির প্রশংসা কিংবা নিন্দা চাপাচ্ছেন কেনো ।

    Level 0

    হুম, বুঝলাম। টিউন আর কাউকে উৎসর্গ করা যাবে না।
    এখন আসা যাক তোমার অভিযোগ গুলোর ব্যপারে।
    ১. তোমার সাথে অফলাইনে আলাপ করার সময়ই আমি বলেছিলাম আমি ক্যাসপারস্কি ব্যবহার করি না। টিউন করব, তাই কয়েকটা ভারশন আমি নিজে ব্যবহার করে নিশ্চিত হয়ে নিয়েছিলাম।
    ২. যদি কেউ ক্যাসপারস্কির অরজিনাল ভারশন ব্যবহার করে তাহলে যে পারফরমেন্স পাবে ট্রায়াল/বেটা ভারশনেও যদি সেই সুবিধাই পায় তাহলে আর টাকা খরচ করে অরজিনাল ভারশন কিনবে কেন? সারা বিশ্বে মানুষ যা ব্যবহার করে তা অরজিনাল ভারশন, অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রেও তাই।
    ৩. আমি বেটা ভারশন এর ডাউনলোড লিঙ্ক দিয়েছি যা ট্রায়াল ভারশনের সমান পারফরমেন্স দেবে (protection facilities)। এবং পদ্ধতিটি দুই ভারশনেই সমান কার্যকর। লাইসেন্স কী দিলেই ট্রায়াল ভারশন অরজিনাল হয়ে যায় না।
    ৪. ট্রাস্ট জোনে যদি নিয়ে যাও তখন সেই সফটওয়ার এর ক্ষেত্রে এটি নজরদারি শিথিল করে দেবে, ফলে সফটওয়ার দিয়ে যদি কোন ঝামেলা হবার সম্ভবনা থেকে থাকে সেটিও মাথা চারা দেবে। আর এটা তো প্রত্যেক প্রগ্রামের ক্ষেত্রেই এই নজরদারি করে থাকে।
    আরও বিস্তারিত জানতে চাইলে, ক্যাসপারস্কির ওয়েব সাইট বা ফোরামে যেতে পার।

“যদি কেউ ক্যাসপারস্কির অরজিনাল ভারশন ব্যবহার করে তাহলে যে পারফরমেন্স পাবে ট্রায়াল/বেটা ভারশনেও যদি সেই সুবিধাই পায় তাহলে আর টাকা খরচ করে অরজিনাল ভারশন কিনবে কেন?”
ভাই আপনাকে একটা পুরনো খবর দেই আপনি মনে হয় জানেননা যে আমরা প্রতিনিয়ত অনেক shareware software সিরিয়াল দিয়ে ব্যবহার করছি সেখেত্রে আমরা মোট ব্যয় করি ০ টাকা । আর আমি আগে বলেছি আমি activation key এর মাধম্যে kaspersky এর commercial version ব্যবহার করছি । আসলে ভাই দোষটা আমপনার নয় কারন বাঙ্গালী দের কে কিছু মাগনা দিলে মনে করে এর মধ্যে ভেজাল আছে।

” আমি বেটা ভারশন এর ডাউনলোড লিঙ্ক দিয়েছি যা ট্রায়াল ভারশনের সমান পারফরমেন্স দেবে (protection facilities)। এবং পদ্ধতিটি দুই ভারশনেই সমান কার্যকর। লাইসেন্স কী দিলেই ট্রায়াল ভারশন অরজিনাল হয়ে যায় না।”
ভাই আপনি যে কখনো kaspersky ছুয়ে দেখেননাই তাই প্রমান করলেন কারন kaspersky trial version যারা ১ ঘন্টার জন্য ব্যবহার করেছে তারাও জানে যে kaspersky কিছুখন পর পর বলে license করতে বলে , আর আপনি যদি অনলাইনে টাকা দেন তাহলে আপনার লাইসেন্স এর সিরিয়াল নম্বর দিবে এবং এটি আপনি activate করলে আপনার kaspersky অরজিনাল হয়ে যাবে ,আর আমি এটা নিয়ে পরবর্তিতে টিউন করে দেখিয়ে দিবো activation key এর মাধম্যে আমরা অরজিনাল kaspersky উপভোগ করি থাকি ।

আর ট্রাস্ট জোনের কথা বলেছেন তো ,ভাই কোন software যদি বিপদ জনক হয়ে থাকে তাহলে ট্রাস্ট জোনের নেওয়ার আগেই তা delete করে দেয় kaspersky।
আর যদি আপনি বুঝে না থাকেন তাহলে দয়া করে আপনি একবার activation key এর মাধম্যে kaspersky ব্যবহার করে দেখুন ,না জেনেশুনে আর কথা বইলেননা ….

    Level 0

    বেশ শক্ত জবাব। বিষয়টাও বেশ পুরোনো হয়ে গিয়েছে, যথেষ্ট পরিমান বিতর্কিত ও হয়ে গেছে। তবে আমার মনে হয় আমরা ট্র্যাক থেকে অনেক দূরে সরে এসেছি। আমি এই লেখায় কী বলতে চেয়েছি তা এখনও অধরাই থেকে গেছে। যাই হোক, টিউনটা আরও একবার পড়তে অনুরোধ করছি তোমাকে। ঠিকই বলেছ, না জেনে শুনে কিছু বলা ঠিক না। ধন্যবাদ তোমাকে আমার ভুল শুধরাতে সাহায্য করার জন্য যদিও তোমার কথার সাথে আমি এখনও একমত হতে পারি নাই আর তোমার কথায় অনেকগুলো ফাঁকও থেকে গেছে। আমি ব্যক্তিগত ভাবে তোমার সাথে যোগাযোগ করে এই ব্যপারে বিস্তারিত আলোচনা করতে ইছুক।
    মন্তব্য করার জন্য ধন্যবাদ।

windows seven aa run kuje pai na

Level 0

ভাই আমিও আগ্রহী
[email protected]
01912284879

এখান থেকে নিয়মিত নতুন নতুন কি ফাইল পাবেন-

http://www.kavkisfile.com

ধন্যবাদ আপনাকে