আমাদের ভাইরাস ভীতি এবং অ্যানটিভাইরাস প্রীতির নানাবিধ কারন বর্তমান। যদিও এই সময় একটি অ্যানটিভাইরাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হছে আমারা যে অ্যানটিভাইরাস ব্যবহার করছি আমরা তার সম্পর্কে কতটুকু জানি? কার্যবিধি এবং এদের সেবার উদ্দেশ্য-বিধেয় জানা থাকলে প্রত্যেকেরই সঠিক অ্যানটিভাইরাসটি নিরূপন সহজ হবে। আমার এই লেখার উদ্দেশ্য অ্যানটিভাইরাস কম্পানিগুলোর বিজনেস পলিসি নিয়ে আলোচনা করা নয় তাই আর এদিকে না যাই। এখন মূল প্রসঙ্গে আসি। আমার এই টিউনটি ক্যাসপারস্কি এবং ব্যবহার বিধি নিয়ে করা। এখন প্রশ্ন হল কেন ক্যাসপারস্কি? যেখানে অ্যানটিভাইরাস এর যাত্রা শুরু হয়েছিল ১৯৯০ থেকে (নরটন এবং ম্যাকাফে) সেখানে ক্যাসপারস্কি যাত্রা শুরু করেছে ১৯৯৭ থেকে।
অ্যানটিস্পাইওয়ার, অ্যানটিস্প্যাম হিসেবে কিংবা ম্যালওয়র নিধনে এটি অতুলনিয়। ক্যাসপারস্কির এই অনন্য বৈশিষ্ট্য এর কারনে ২০০৮ সালে এটি অ্যানটিভাইরাস টেস্টিং গ্রুপ এভি কম্পারেটিভস এর জরিপে ষোলটি অ্যানটিভাইরাস এর মধ্যে জিতে নেয় চতুর্থ স্থান। এর আগে(২০০৭) এটি জায়গা করে নিয়েছিল ব্রিটিশ ম্যাগাজিন পিসি প্র তে “এ” ক্যাটাগরিতে।
ক্যাসপারস্কির ব্যবহার আমাদের দেশে বেশ ব্যপকভাবেই হচ্ছে। আমি যখন এই টিউন লিখছি তখন পর্যন্ত টেকটিউনসের জরিপে ক্যাসপারস্কি প্রথম স্থানে আছে (54%, 50 votes)। যাই হোক এখন এখান থেকে ক্যাস্পারস্কির বেটা ভারসন 9.0.4 ডাউনলোড করে নিন। প্রথমবার বেটা ভারশন সিলেক্ট করলে একমাসের ফ্রী সেবা পাওয়া যাবে।
পরবর্তীতে অ্যাকটিভেশনের জন্য এই টিউনটি দেখতে পারেন।
সেট আপ দেওয়া হয়ে গেলে স্ট্যাটাস বারের ক্যাসপারস্কি আইকনের ডানপাশের উপরে থাকা settings এ ক্লিক করে এর বামপাশের options এ গিয়ে Enable self-Defense আনচেক করে দিয়ে ok প্রেস করুন। exit করে বেরিয়ে আসুন।
এখন C:\Program Files\Kaspersky Lab\Kaspersky Anti-Virus 2010\Skin\loc এ যান। এখানে en নামের ফোল্ডারটি পরিবর্তন করে sch করুন।
এবার, রেজিস্ট্রি এডিটরে গিয়ে (start > Run > regedit লিখে ok করুন) HKEY_LOCALMACHINE > SOFTWARE > KasperskyLab > protected > A VP9 > environment- এ যান। এখানে Localaization এর ভ্যালু আছে en. Localaization এ ডাবল ক্লিক করুন এবং ভ্যালু sch দিয়ে বেরিয়ে আসুন।
ব্যাস, হয়ে গেল খেল খতম পয়সা হযম(ক্যাসপারস্কির)।
এখন আসুন জেনে নেই কেন Enable self-Defense আমরা আনচেক করে দিচ্ছি।
আমি ব্যক্তিগত ভাবে সবচেয়ে বেশি অপছন্দ করি এই ক্যাসপারস্কি তার মুল কারন এর self-Defense এতটাই শক্তিশালি যে ক্যাসপারস্কি তার সকল কার্যক্রমের বড় একটা অংশ ব্যবহার করে এই self-Defense এ। শুধু তাই নয় এটি প্রায় 97% self-Defense প্রদান করে যার ফলে ডারউইনের বিবর্তনের সূত্র মেনে নিয়ে আপনার দ্রুতগামী পিসিকে পরিনত করে ফেলে একটি মহান ধৈর্য্যশীল কচ্ছপে। যে কিনা প্রতিটি প্রোগ্রাম কাজ করার সময় ট্রাফিক পুলিশের দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। আর আপনার পিসিকে মাত্রারিক্ত সুরক্ষিত করতে গিয়ে মাত্রারিক্ত স্লোও করে ফেলে। আর জবাবদিহিতার ব্যপারটা নাইবা বললাম।
আমি আনেক আগেই আপনাদের সাথে ক্যাসপারস্কির family package share করতে চেয়েছিলাম। কিন্তু ..................... বুঝতেই পারছেন বিষয়টা বৈধ বলা যায় না। তবে যারা এই premium version ব্যবহার করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ইতিকথা-
টিউনটি এর পূর্বেই কাঙ্গালিকথন এ প্রকাশিত হয়েছিল।
আমি samehood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজও রাখি মানুষের ভালোবাসায় বিtশ্বাস চেপে যাই বুক চীরে আশা কোন দীর্ঘশ্বাস বাস্তবতা করে নিয়ে আমায় পরিহাস, সহস্র ব্যস্ততার মাঝেই খুঁজি একবিন্দু অবকাশ......
ভাই আমি আগ্রহী
[email protected]