টরেন্ট ডাউনলোডের সবচেয়ে সহজ উপায়!ডাউনলোড করুন স্বাভাবিক ডাউনলোডার দিয়েই

সবার প্রথমে ধন্যবাদ জানাই http://www.hatemtai.com কে যাদের কাছ থেকে আমি এই পদ্ধতি প্রথম জানতে পেরেছিলাম।

বেশিরভাগ ক্ষেত্রেই এদেশের মানুষ আমরা টরেন্টের উপর নির্ভরশীল। টরেন্ট হল চোরাই পদ্ধতিতে ডাউনলোড করা সফটওয়্যার/ফাইল যা আমরা সচরাচর ব্যবহার করি। যে সকল সফট ওয়্যার দিয়ে আমরা টরেন্ট ডাউনলোড করি তাদেরকে বলা হয় Client.

আমাদের দেশে ইন্টারনেট স্পিড কম। এর ফলে টরেন্ট ডাউনলোড করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। আজ আপনাদেরকে একটি অত্যন্ত সহজ পদ্ধতি শেখাব। এ পদ্ধতিতে আপনি আপনার ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেই স্বাভাবিক ভাবে ডাউনলোড করতে পারবেন ফুল স্পিডে, তা যে ডাউনলোড ম্যানেজারই হোক না কেন। এর ফলে আলাদা কোন টরেন্ট ক্লায়েন্ট দরকার হবে না।

এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। প্রথমে এখানে যানঃ http://www.torrific.com --- এখন ঃ

প্রথমে সাইটিতে রেজিস্টার করুন -

এবার URL Box এ (চিত্রের লাল অংশ) আপনার টরেন্টের লিংক দিয়ে দিন।

যেভাবে টরেন্টের লিংক খুজবেনঃ আমরা বিভিন্ন সাইট থেকে টরেন্ট ডাউনলোড করি। যেমনঃ http://www.thepiratebay.org, http://www.h33t.com, http://www.torrentz.eu ইত্যাদি। এসব লিংক এ গিয়ে আপনার কাঙ্খিত টরেন্ট খুজে নিন। এবার ডাউনলোডের URL বের করুন। সাধারনত সাইটের যেখানে Download Now বা এ জাতীয় লেখা থাকে সেটাই হল লিংক। নিশ্চিত হতে URL চেক করুন। যদি দেখেন URL এর শেষে ".torrent" লেখা আছে তাহলে সেটাই আপনার URL (মজিলাতে যে কোন লিংকের উপর মাউস রাখলে তা ব্রাউজারের নিচের পেনে লিংকটি দেখায়)।

এবার উক্ত লিংকটি বক্সে (লাল চিহ্নিত অংশে পেস্ট করুন এবং GET বাটনে ক্লিক করুন। এবার একটি নতুন পেজ আসবে, সেখানে "Initiate Torrent" লেখাতে ক্লিক করুন (অনেক ক্ষেত্রে এটা নাও আসতে পারে, সেক্ষত্রে এই অংশ স্কিপ করতে পারেন)।

এরপর সাইটটি নিজেদের সার্ভারে ফাইলটি ডাউনলোড করে নিয়ে আপনাকে লিংকটি দিয়ে দেবে। তারপর ক্লিক করলেই ডাউনলোড শুরু। অনেক ক্ষেত্রে ফাইল যদি একটু বড় হয় তাহলে লিংক পেতে কিছু সময় লাগতে পারে। অবশ্য আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি কখন ফাইলটি ডাউনলোড করতে পারবেন।

চিত্র অনুযায়ী, আমি কাল চিহ্নিত অংশে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে আমার ডাউনলোড ম্যানেজার দিয়ে। ফাইল যদি একাধিক হয়, তবে সবগুলো ফাইল জিপ হিসেবে ডাউনলোড করতে পারবেন অথবা একটা একটা করে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ব্যস! এখন ইচ্ছামতো ডাউনলোড ম্যানেজার দিয়ে টরেন্ট ডাউনলোড করুন খুব সহজে।

কেমন লাগল কষ্ট করে একটু জানাবেন।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks. nice tune.

read poem on http://www.poemsense.com

Level 0

ভাইরে ডাউনলোড ম্যানেজার কি? আমিত real player ডাউনলোডার দিয়েই ইউটিউব ডাউনলোড করি। তাউ আবার সব ব্রাউজারে সেই প্লেয়ারটা দেখায় না। কি করবো একটু বলেন প্লিজ।

    Level 0

    @habib0088: DOWNLOAD MANAGER HOLO JAR MADHOME APNI DOWNLOAD KORCHEN, JEMON INTERNET DOWNLOAD MANAGER (IDM), TACHARAO PROTYEKTA BROWSER ER NIJOSYO DOWNLOAD MANAGER THAKE. APNI J TA BOLCHEN OTA YOUTUBE DOWNLOADER, OTAO 1 TA DOWNLOAD MANAGER, APNI IDM USE KORE DEKHUN KHUB E BHALO, SOB DOWNLOAD KORA JAYE

Level 0

Using this for a long time. but facing problem with large file..for example, I gave a 5GB file to leech (with enough seed of course and there is no other file in my torrific list), but it still says queuing for 3 weeks.

    @shuvo666: ফাইলটি অনেক বড়, করার কিছু নেই যদি তাদের সার্ভার ফাইলটি ধরতে না পারে।

      @আশেকুর রহমান: কে কখন কোথায় টিউন করে তার কোন ট্রাকিং ব্যবস্থা আছে কি? থাকলে বলবেন। ২-৩ টি টিউন পরপর বিভিন্ন টিউনার প্রকাশ করতে পারে, আপনি না হয় এটা সম্পর্কে আগেই জানেন। কিন্তু টিটির সকল মেম্বার যে এটা জানে এমন দাবী তো করতে পারেন না। কারন সব লেখা সারা জীবন প্রথম পাতায় থাকে না।

      @আশেকুর রহমান:

      টিটিতে সারচ অপসন আছে, সেখানে যে কেউ খুজে নিলে ই পারে, তার চাহিদা মতো যে কোনো বিসয়, নতুন বা পুরানো মেম্বার।
      আর আপনি নিজেই নতুন টিউন করার আগে দেখে নিতে পারেন এর আগে এই লেখা কয়বার পাবলিশ করা হয়েছে।

Level 0

khub e sundor, ami don 2 ta dwnld e bosalam 🙂
kintu http://1337x.org/download/280682/ ei link ta theke download holo na kano bolun to?

    @Jonty: আপনাকে সরাসরি .torrent ফাইলটি ব্যবহার করতে হবে। যদি না পারেন, তাহলে আমাকে টরেন্টের প্রথম পাতাটি দিন। আমি আগেও 1337x থেকে ফাইল ডাউনলোড করেছি কোন সমস্যা ছাড়া।

Level New

আপনি শুধু তিনটা সাইটের ব্যপারে বলছেন। আমি অবশ্য যে কোন টরেন্ট সাইট থেকে এই পদ্ধতি দ্বার ডাউনলোড করে থাকি। আমি অবশ্য এই ব্যপারটা নিয়ে একটি টিউন করতে চাইছিলাম। কিন্তু এইটা নিয়ে আগেও টিউন হইছে। সবাই একটু উল্টা পাল্টা বলবে তাই করি নাই। আবশ্য আমি করলে অনেক বড় হত টিউনটা। কারণ আমি হয়ত 10-12 টা সাইট থেকে ডাউনলোড দেখাতাম। তবে সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    @jobayerassal: আমি ৩ টি সাইট উদাহরণ হিসেবে ব্যবহার করেছি। যেকোন সাইটেই এটা কাজ করে। ১০-১২ টি সাইটে ডাউনলোড দেখিয়ে কি করবেন বলুন? শেষমেশ সব কাজ আপনাকে তো torrific থেকেই করতে হবে।

আগেই জানতাম।

    @মোঃ আরিফ: এতে কোন কিছু যায়-আসে-না। কারন অনেকে নাও জানতে পারে। তবে দুখিত, আগেও এই পোস্টটি অনেকবার প্রকাশিত হয়েছে যে বিষয়ে আমি অজ্ঞাত ছিলাম।

Level 0

age thekei jantam bt kichu purano file invalid dekhai karon ki bol te paren???

Level 0

কিছু পুরানো ফাইল invalid দেখায় কারন কি বলতে পারেন???/

    @syrup: আপনার ফাইল আপলোড হওয়ার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তা ভেলিড থাকবে (প্রায় ২ দিন), এরপর তা আপনা-আপনি সার্ভার থেকে মুছে যায় বলে পরবর্তীতে ফাইল ইনভেলিড দেখায়।

boss ame techtunes a post korta partacena ai somporka ak ta post korben http://www.digitallovenet.blogspot.com

ভাল কিছু টরেন্ট সাইটের ঠিকানা দিয়ে দিলে উপকৃত হতাম। তবে ধন্যবাদ।

Level 0

আপনাকে ধন্যবাদ জানাতে sign in করতেই হলো..আসলে এটি নিয়ে আগে টিউন হলেও আমার মনে ছিলনা । তাই ধন্যবাদ টিউন এর জন্য ।

Level 0

vai http://www.torrific.com e to server not found dekhay ki kori bolun to vai

ভাই আপনার http://www.torrific.com এই লিংক তো কাজ করছে না………………