দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০২] :: CD-DVD রাইটের কত ছোটো Software লাগবে? খু – উ – উ – উ – উ – উ – উ – উ – ব ছোটো, মাত্র ৪০৫ K.B; যেখানে NERO-9 কমবেশি ৩৭০ M.B

দুষ্টু মিষ্টি সংবাদ

স্কুল থেকে সবে বাড়ি ফিরলাম। বিকেল পাঁচটা বাজে । আজ ট্রেনে কেন জানিনা খুব ভিড় । বসার জায়গা তো পাইই নি , কোনো রকমে দাঁড়িয়ে বেশ কষ্ট করেই আসতে হল।বাঁচোয়া একটাই – শীত বেশ জাকিয়েই পড়ছে। ভিড়ে তাই দাঁড়াতে কষ্ট হলেও ভিড়ের উত্তাপ আরামই দিয়েছে।
বাড়ি ফিরে দেখলাম আমার মা বাড়িতে নেই। আমার গিন্নি স্বাতী এখনো ফেরেনি । ওর স্কুল অনেক দূরে। আসতে রাত আটটা বেজে যাবে।
বাথরুম থেকে হাত মুখ ধুতে ধুতে আওয়াজ দিলাম –“ দুষ্টু একটু চা বসাতো । ” ‌আমি কথায় কথায় চা খাই। দুষ্টু-মিষ্টির মা তো আমাকে ওদের আড়ালে চাখোর বলে।

দুষ্টু রান্নাঘর থেকে উত্তর দিল-“তোমার চা রেডি।একটু কফিও মিশিয়ে দিয়েছি । আমি আর মিষ্টি স্কুল থেকে বাড়ি ফেরার সময় গৌতমকাকুর দোকান থেকে তোমার জন্য নিমকি এনেছি।তুমি ঐ দোকানের নিমকিতো খুব ভালো খাও।তুমি ঘরে যাও , আমি তোমাকে চা দিয়ে আসছি।”
মনের মধ্যে একটা পরিতৃপ্তি বোধ হল।আমি, আমার মা, আমার স্ত্রী স্বাতী আর দুই মেয়ে -- এই নিয়ে আমাদের সুখি পরিবার।
মুখে চোখে একটু ক্লোড ক্রিম লাগিয়ে কম্পিউটারে বসলাম। আমার কলিগ অমিতের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ CD নিয়েছি বেশ কদিন আগে। রোজ দেব দেব করেও ফেরত দেওয়া হচ্ছে না , আজ রাইট করে নিয়ে ওর সিডি ওকে ফেরত দিতেই হবে।

দিন কয়েক আগে নতুন উইন্ডোজ সেটাপ দিয়েছি। NERO টা কুড়েমির জন্য আর ইনস্টল করে হয়ে ওঠেনি। NERO সিডি রমে ডুকিয়ে দিলাম। ইনস্টল শুরু হল।
-“বাবা চা টা আগে খেয়ে নাও। খালি চা চা কর আর দিলে ঠাণ্ডা চা খাও।’ দুষ্টু ঘরে এসে চা দিল।
নিমকি মুখে দিলাম। হঠাৎ দেখি- ইনস্টল ফেল দেখাচ্ছে । কী ব্যাপার ! দেখি - মেসেজ দেখাচ্ছে C Drive –এ জায়গা নেই তাই ইনস্টল করা যাচ্ছেনা । সি ড্রাইভে ঢুকে দেখি - গান আর সিনেমায় ড্রাইভ ভর্তি।
কী ঝামেলা ! মেয়েগুলো কম্পিউটারে ওস্তাদ হয়ে দেখছি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না !

আমি একটু রেগে গিয়ে বললাম –“তোদের উপর কী আর সাধে রাগ হয় ? সিনেমা গান এই সব দিয়ে আমার কম্পিউটারটা পুরো ভরিয়ে দিয়েছিস। এখন আমি সিডি রাইট করব কী ভাবে ? রেখেছিস ২০০ MB এরও কম জায়গা । NERO – এর নিজের সাইজই তো ৩৭০ MB। ইনস্টল হলে মনে হয় 400 MB-র কাছাকাছি যাবে। এখন কী করব বলতো ? দে , এখান থেকে তোর একটা সিনেমা ডিলিট করে। এটাই তোর শাস্তি।”
দুষ্টু মুচকি মুচকি হাসতে লাগল। বলল – “বাবা ,তুমি জানো না-টেনশন লেনে কে লিয়ে নেহি ,দেনে কে লিয়ে । তোমাকে পৃথিবীর সবচেয়ে সোজা একটা প্রশ্ন করি- তুমি এমন দুটো উদাহরণ দিতে পারবে – যারা শুধু মাত্র মায়ের ভাষায় কথা বলার জন্য লড়াই করেছে ? জীবন দিতে কুণ্ঠা বোধ করেনি । পারবে না । কারণ-এর একটাই উদাহরণ অছে সারা পৃথিবীতে।
তারা কিন্তু বলেনি আমাকে বিলাস বহুল রাজপ্রাসাদে থাকতে দিতে হবে , বলেনি আমাকে পিৎজা , বিরিয়ানি খেতে দিতে হবে , তাদের দাবি ছিল একটাই- আমাকে মায়ের ভাষায় কথা বলতে দিতে হবে। আমি তাদের সংগ্রামের কাহিনী তোমার PC তে রেখেছি। গেরিলা ,মাটির ময়না, শ্যামলছায়া, জয়যাত্রা । আমি কী করে বলতো ওগুলো ডিলিট করে দেব ?
আমি অবাক। বলে কী মেয়েটা ! ভাষার জন্য একটা জাতি সত্যিই লড়াই করেছে । কিন্তু আমার বলার ভাষাই হারিয়ে গেল। একি আমার মেয়ে ! ওর যে চেতনা হদয়ে জ্বলজ্বল করছে আমি কী তার কণামাত্র মনে একটুও ধরতে পেরেছি । মনে হল আমি আজ শিশু হয়ে গেছি আমার আর এক মা আমার মনে প্রদীপের সামান্য আলো নিয়ে কী পরম মমতায় আমার মনের অন্ধকারকে দূরে সরানোর জন্য সরল প্রয়াস করছে। হঠাৎ অনুভব করলাম চোখে ভালো দেখতে পাচ্ছি না । আমার চোখে জল কেন !
আমার দুটোমেয়েই খুব আবেগপ্রবণ । ঠিক আমারই মতো। দেখি ওর চোখে জল চিকচিক করছে।

আমি বললাম – “মা , তুই এত বড় কবে হয়ে গেলি !”

ও লজ্জা পেল । হাত দিয়ে চোখের জল মুছে বলল - “বাবা তোমার চিন্তার কোনো কারণ নেই । তুমি তো সিডি রাইট করার জন্য NERO ইনস্টল করতে চাইছিলে । তাতে তোমার 400 MB জায়গা লাগত । আমি তোমাকে ৪০৫ কে.বি-র একটা সফটওয়্যার দেব। ভালো করে শুনছতো-- ৪০৫ এম.বি নয় কিন্তু ; মাত্র ৪০৫ কেবি । ওটার নাম হল Free easy burner

এখান থেকে ডাউনলোড কর ।

7ZIP বা Winrar দিয়ে Extract করে ইনস্টল করে নাও । মুহুর্তে রেডি ।

আমি কেমন যেন একটা অনুভব করছি। চারিদিক কেমন যেন ভেসে ভেসে সরে যাচ্ছে । আমি কোথায় যেন একটা তলিয়ে যাচ্ছি। এ কী মাতৃগর্ভে অবস্থানের অনুভূতি !

আমাকে চুপ ক’রে থাকতে দেখে দুষ্টু বলল-“ মন ভরলো না বুঝি - বেশ আমি তোমাকে আরো দুটো সিডি-ডিভিডি রাইটের সফটওয়্যার দিচ্ছি। একটার নাম

AmoK_CD-DVD_Burning_v1.10 । এটার সাইজ মাত্র ৭২৫ কে.বি।

এখান থেকে ডাউনলোড কর

-“ 7ZIP বা Winrar দিয়ে Extract কর। ব্যাস হয়ে গেল। এটার সুবিধা হল এটা ইনস্টল করাও লাগবে না । যেখানে Extract করেছ সেখান থেকেই ওটা Run করাতে পারবে।আর কী ভাবে রাইট করতে হয় সেতো তুমি জানই।”

আর একটার নাম হল -cburner ।

এখান থেকে ডাউনলোড কর ।

এটাও মাত্র ৮৯৮ কে.বি। এটাও ঐ একই ভাবে ব্যবহার করতে হবে।

আমি ভাবছি এইটুকু একটা ছোটো মেয়ে এত খবর কী করে জানতে পারে ! এর ভাণ্ডারও তো অফুরন্ত , কখনো নিরাশ করেনা ,শুধু দিয়েই চলেছে !
দুষ্টু Software দুটো Extract করতে করতে গান চালিয়েছে। হয়তো আমাকে খানিকটা ধাতস্থ করতে-
“সেদিন ছিলো কি গোধূলি লগন
শুভ দষ্টির ক্ষণ।’’
গানটা আমাকে খানিকটা বাস্তব জগতে নিয়ে এল। কী দারুণ গলা। জিজ্ঞাসা করলাম –“কার গলারে ?”
ও বলল – “পায়েল কর। দারুণ গায়।“
বাংলা ভাষাকে যেন আবার নতুন করে ভালো লাগতে লাগল। আমার বাংলা মা যেন আমার মেয়ের রূপে আমার সামনে ধরা দিয়েছে।
আমি দুষ্টুকে জিজ্ঞাসা করলাম –মা ,আমার উপর রাগ করিস নি তো ?

****************************************************
পুনশ্চ
আমি বা আমার মেয়েরা কেউই কিন্তু টেকি নই। এক্কেবারে আনাড়ি। আমি শিখতে চাই। আরো চাই আমার মেয়েরাও শিখুক। কাউকে শেখানোর উচ্চাশা পোষণ করিনা।আসলে ব্যক্তিগত জীবনের–মনের কিছু ভালোলাগা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। কারো প্রয়োজন মেটানো আমার সাধ্যের বাইরে। যদি আপনাদের আমার লেখা ভালো লাগে , কারো মনের কোনে একটু জায়গা দেন তবেই আমার চেষ্টা সার্থক বলে মনে করব।
আসলে কম্পিউটারে কাজ করতে করতে আমরা তো সেখানে গান চালিয়ে কাজের পাশাপাশি শুনতে থাকি । মনটা অনেক হালকা হয় তখন। পরিশ্রম মনে হয় যেন কিছুটা হালকা হয়ে গেল। মনে করুন না আমার এই Tune টা সেই সুরের মতোই। পরিশ্রম লাঘব করে কিনা জানিনা , তবে অকাজের। কাজে লাগেনা। এখানে প্রচুর টিউনার আছেন । আমি তাদের গুণমুগ্ধ পাঠক। এখান থেকেই কম্পিউটারে অ –আ-ক-খ বলতে শিখেছি। আমার মত অকাজের মানুষকে তাদের আন্তরিক ভালোবাসা এই পথে হাঁটার দুঃসাহস যুগিয়েছে। ভুল হলে ,কাউকে অজান্তে আঘাত দিয়ে ফেললে নিজের মনে করে একটু মাপ করে নিতে পারবেন না ?
তবে অবশ্যই সমালোচনা করবেন। ভালো লাগলেও ,মন্দ লাগলেও।
আরও একটু কথা বলতে চাই-নিচের লিঙ্ক থেকে দুষ্টুর বাজানো গানটি ডাউনলোড করে দেখতে পারেন ,দায়িত্ব নিয়ে বলছি আমার এই টিউন হয়তো আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু গানটি শুনলে আবার নতুন করে বাংলা ভাষা ও বাংলা গানের প্রেমে পড়বেন।
এখানে-
http://www.mediafire.com/file/42en4bu01ao5p4m/Se Din Chilo Ki-Payel Kar-By Sobujer Abhijan.mp3
আমার এই ঘ্যানঘ্যান কষ্ট করে শোনার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

অনেক অনেক অনেক ভালোবাসা নেবেন। ভালো থাকবেন।

আমার এই লেখা এখানেও প্রকাশিত

যদি কেউ “দুষ্টু মিষ্টি সংবাদ : পর্ব ০১” পড়তে চান
তবে এখানে দেখুন-

http://www.tunerpage.com/archives/53891/comment-page-1#comment-52158

অথবা

দুষ্টু মিষ্টি সংবাদ [পর্ব-০১] :: এন্টিভাইরাস ছাড়াই অক্ষত রাখুন আপনার গুছিয়ে রাখা সফটওয়ারগুলি

অথবা

http://www.somewhereinblog.net/blog/sobujsobuj/29509344#c7428984

Level 2

আমি সবুজের অভিযান ( Sobujer Abhijan )। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুই তো শিখতে চাই , তবু সময় যে খুব অল্প , এক পলকেই ফুরিয়ে যাবে জীবনের যত গল্প।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ওহ ।। সত্য কাহিনী!!!! আমি তো ভাবছি গল্প করতে করতে সফটওয়ার দিলেন। যাই হোক আমি aashampoo use করি। সেইরকম গ্রাফিক্স

Level 0

abaro fatie dilen, really awesome, ami to apnar fan hoe gelam bro

    @learner: বন্ধু ,জীবনের জন্যই তো সব কিছু, জীবনের সাথে জড়িয়ে না থাকলে আমরাও তো কম্পিউটারের মতো যন্ত্র হয়ে যাব। আবার দেখা করার আমন্ত্রণ রইল।

খুবই কাজের জিনিস দিলেন ভাই

ধন্যবাদ।

আচ্ছা ভাই, একটা কথা বলতে বুলে গিয়েছিলাম। এগুলো দিয়ে মুভি Burn করে CDতে লাগিয়ে TVতে দেখা যাবে কিনা জানাবেন?

    @ওহাব: আপনি যে CD বা DVD প্লেয়ারে চালিয়ে CD/DVD দেখবেন সেই প্লেয়ার যদি ঐ মুভির ফরম্যাট সাপোর্ট করে তবে দেখতে না পাবার কোনো কারণ নেই তো।

Level 0

apnar lekhata portei apnar post ta khullam, sotti bolte ki burning software niye amar kono chinta nei.

apnar next tune er jonno opekha korbo. 🙂
notun bochor sukher hok …..

    @UFO: আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা রইল।

    বন্ধু আমি কম্‌পিউটারের কিছুই জানিনা।কিন্তু আমার মনে হয় কম্পিউটার কখনোই জীবনের বিকল্প হতে পারে না।আবার এটাও ভাবি চিকিৎসার ক্ষেত্রে ,কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রয়েছে কম্পিউটারের।তাতো এক হিসেবে মানুষকে জীবন বা নতুন জীবনই দান করছে।

    তাই আমার মনে হল আমাদের জীবনে যেভাবে কম্পিউটার ,টেকনোলোজি জড়িয়ে গেছে সেটাকেই সেভাবেই লেখায় তুলে যদি ধরা যায় তবে কেমন হয়। আমি যখন ছোটো ছিলাম আমার বাবা আমাকে ক্লাস এইটে (VIII) উঠলে সাইকেল কিনে দেবেন বলেছিলেন যদি ক্লাসে প্রথম হতে পারি ।যদিও প্রথম হতে পারিনি তবু সাইকেল কিনে দিয়েছিলেন।

    কিন্তু আজ আমি সেকথা বলার অবকাশ পাবো না কারন আমার মেয়েদের স্কুলে যাবার জন্য গাড়ির বন্দোবস্ত করতে হয়।আমরা এই বয়সে এসে মোবাইল হাতে পেয়েছি ,কিন্তু ওদের হাতে এখনই মোবাইল দিতে হয় ,না হলে যোগাযোগই রাখব কেমন করে ।ওরা তো আমার – আমাদের চোখের মণি।সুতরাং টেকনোলোজিকে নিতেই হবে। তবু আমি মাঝে মাঝেই মাইকে গান শোনার বদলে আমার মেয়েদের মুখেই গান শুনব যতই খারাপ গাক না কেন।

    কারণ না্ হলে টেকনোলজিটাই বড় হয়ে উঠবে ,আর একঘেয়ে হয়ে যাবে সব কিছু । বরং দুটোই পাশাপাশি তো বয়ে চলে।আমরা তো এখনো যন্ত্র হয়ে যাইনি। তাই তারর্ই একটা প্রচে্ষ্টা আমি করেছি এবং আপনারা সাড়া দিয়েছেন । কারণ আমরা যন্ত্র হয়ে যাইনি যন্ত্রকে আত্মস্থ করতে চাইছি প্রত্যেকে।

    এতকথা বললাম বলে কিছু মনে করবেন না প্লিজ। আপনার কথায় আমি একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম ।প্লিজ কিছু মনে করবেন না -আমি আর আমার মেয়েরা একটু বেশিই আবেগপ্রবণ ।প্লিজ।

      Level 0

      @Sobujer Abhijan: sorry for late reply…. ki je bolen, ete mone korar kichui nei. sob theke boro kotha holo, ami apnar tune porchi mane apnar kothaguloke ami support kori, nahole ki ami ei post ta portam? nischoi na….. apni chaliye jan. apnar jodi kono sahajje asi to bolben, jotota pari help korar chesta korbo. 🙂

      @<a @UFO: ভালো লাগল। আপনারা তো সবসময়েই সাহায্যের হাত বাড়িয়ে আছেন।দরকার পড়লেই ধরে নেব ।

      ভালো থাকবেন।

Level 0

thanks.

ভিডিও তে টেক্সট ট্যাগ এ্যাড এডিট করার সবথেকে ভালো (ইউলিড বাদে) সফ্টওয়্যার খুজছি অনেকদিন । বলতে পারবেন ?
ফাটাফাটি টিনের জন্য ধন্যবাদ।

    @Aowlad Hossain: @Aowlad Hossain: ভাই ,এই মুহূর্তেতো আমার কাছে নেই ,আর আমি জানিও না।তবে আপনার জন্য খুঁজব ।পেলে এখানে বা আপনার পোস্টে জানিয়ে দেব।

http://www.mediafire.com/file/erf39pydjylv7dz/cburner.0.7.0.426 By Sobujer Abhijan
পাঠকদের বলছি, উপরের লিংটা ডাউনলোড করার পর রিনেম করে .rar যোগ করে নিন। অতঃপর এক্স্ট্রক্ট করুন।
স্বাতীর বর- (আমার ইয়ের নাম সাথী) মিডিয়াফায়ারে / মেইন ফাইলে ok করে আমার এই কমেন্ট টা মূছে দেবেন প্লীজ ।

    @Aowlad Hossain: আমি এটা 7zip দিয়ে করেছি তাই অসুবিধা হয়নি তবে অনেকের হয়তো হতে পারে তাই আপনার সংশোধিনীটা মুছলাম না। অসুবিধা হলে অনেকের কাজে লাগবে।
    অনেক ধন্যবাদ।

Level 0

আ্পনার লিখেছেনও ভালো সফটওয়্যার টাও কাজের ধন্ন্যবাদ…

Level 0

খুব সুন্দর হয়েছে পোস্ট টা। এক কথায়, সম্পূর্ণ ব্যাতিক্রমী এবং মনমুগ্ধকর পোস্ট। সফট দুটো শেয়ার করার জন্যও ধন্যবাদ……। 🙂

@sufi: দেখুন কাজে আসে কি না।

@Sobujer Abhijan: খু – উ – উ – উ – উ – উ – উ – উ – ব কাজে আসে ।

@Aowlad Hossain: আপনাকে আবার পেয়ে ভালো লাগল।
তারপর আপনার সে সমস্যার সমাধান হয়েছে কি ?

@Sobujer Abhijan: দঃখিত । এসবে আমি দক্ষ নই। তাই খুজে পাইনি ।

@Aowlad Hossain বন্ধু , বুঝতে পারলাম না।

@সবুজের অভিযান ( Sobujer Abhijan ): কাজের সফটওয়্যার খুজতে এবং খুজে পেতে আমি দক্ষ নই। আমার ভিডিও ট্যাগ এডিট করার জন্য ছোট্ট অথচ কাজের ১টা সফটওয়্যার খূ উ উ উ উ উ উ উ উ ব দরকার। যাতে ট্যাগ এডিটের পরেও ভিডিওর মান পূর্বের মতই থাকতে হবে। ইউলিড দিয়ে এডিট করলে আউটপুট মান খারাপ এবং ফরমেটই পরিবর্তন হয়ে যায় ।

@Aowlad Hossain:tag edit বিষয়টি আমার কাছে খুব পরিষ্কার নয় যদি একটু বুঝিয়ে বলেন তবে হয়তো খুঁজে দেখতে আপরি। তবে ভিডিও এডিটের উপর প্রবাসী ভাইয়ের একটি টিউন দেখছিলাম আপনি দেখে নিলে ভালো হবে

আমি ভিডিও এডিটের উপর একটা software পেলাম 1.35 Mb.ডাউনলোড করতে দিয়েছি। হয়ে গেলে আপনাকে লিঙ্ক দিয়ে দেব।

আর আমি আপনার টিউনের পেটের সমস্যার সমাধানের কথা জানতে চাইছিলাম।

@Aowlad Hossain:আপনার ট্যাগ এডিটর লিঙ্ক দিলাম। এখান থেকে ডাউনলোড করুন।  চিন্তা নেই , মিডিয়াফায়ার লিঙ্ক দিয়েছি।

ব্যবহার করিনি তাই বলতে পারছিনা কেমন হবে। তবে সাইজ ছোট ১.৩৬ M.B..

ফলাফল জানাবেন।

@Aowlad Hossain: বন্ধু ,এখনো ডাউনলোড করেন নি। আমি তো দুদিন আগেই আপনারটা আপলোড করে লিঙ্ক দিয়ে দিয়েছি।

@সবুজের অভিযান ( Sobujer Abhijan ): দিনদিন এরকম হচ্ছে পেট । সমাধান হচ্ছেনা

@সবুজের অভিযান ( Sobujer Abhijan ): এটা অডিও ট্যগ এডিটর, আমার দরকার ভিডিও

@Aowlad Hossain: যতটা আশা করেছি তার চেয়ে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক বেশী সহযোগীতা পেলাম আপনার কাছ থেকে । বন্ধুকে কসের ধন্যবাদ ? তাই ধন্যবাদ দাচ্ছিনা । যেটা চয়েছি তার থেকে অনেক বেশী আছে প্রবাসী ভাইয়ের পোষ্টে । আপনি লিংক না দিলে চরম মিস করতাম । ঐ যে। আমি খুজতে জানিনা। আপনি খূজে দিলেন বন্ধু ।

@Aowlad Hossain:যাক । তাহলে একটা সমস্যার সমাধান হল। 😀

আপনার পেটের সমস্যার জন্য আমার পরামর্শ হল প্রাণায়ম করুন। এটা হল নিশ্বাস-প্রশ্বাসের ব্যায়াম।দৌঁড়ানোর চেয়ে অনেক বেশী ভালো কাজ হয়।(প্রয়োজনে কিছুটা সাহায্য করতে পারব ) 😛