আমাদের অনেকেরই ব্লগস্পট.কমে ব্লগ/সাইট আছে।এখানে ডিফল্টভাবে মাত্র কয়েকটি থিম/টেমপ্লেট ব্যবহারের সুযোগ আছে। তাই এই থিমগুলো ব্যবহারের ফলে ব্লগ/সাইট দেখতে ভাল লাগে না। কিন্তু আপনি সহজেই ব্যবহার করতে পারেন অনেক আকর্ষনীয় থিম। এর ফলে আপনার ব্লগ/সাইট এত সুন্দর হয়ে উঠবে যে আপনিই মুগ্ধ হবেন।
যাদের ব্লগ/সাইট নেই কিন্তু বানাতে চান তারা blogger.com এ গিয়ে একটি একাউন্ট খুলে নিন।
এবার আসি থিমের ব্যাপারে। deluxetemplates.net সাইটে অনেক সুন্দর কিছু থিম আছে। এখান থেকে যেটি আপনার পছন্দ হয় তা বেছে নিন।
যেমন ধরুন আমি পছন্দ করলাম Retro Mania থিমটি। ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করুন।
ডাউনলোড কমপ্লিট হলে ফাইলটিকে মার্ক করে view তে ক্লিক করুন।
( নিচে হলুদ কালার দিয়ে মার্ক করা, লাল কালার দিয়ে ভিউতে ক্লিক করা দেখানো হয়েছে ।)
এরপর যে লেখাগুলো ( কোড ) পাবেন তা মার্ক অল করে কপি করুন।
এবার blogger.com এ যান। লেআউট অপশনে ক্লিক করুন।
HTML সম্পাদনা অপশনে ক্লিক করুন।
যে কোড আসবে তার পুরোটুকুকেই মুছে দিন এবং আগে কপি করা কোডকে পেস্ট করুন।
** যারা টেমপ্লেটে নিজের নাম বসাতে চান বা অন্যান্য বিষয় এটিড করতে চান তারা টেমপ্লেটটা একটু ভালো করে পড়ুন। তাহলেই বুঝতে পারবেন কোন কোন যায়গায় কি বসাতে হবে। যেমন যেখানে http://www.deluxetemplates.net/ আছে সেখানে আপনার সাইটের ঠিকানা বসাতে হবে এরকম আরকি। আরা যারা এ বিষয়ে একেবারেই অজ্ঞ তাদের জন্য দরকার নেই এটা করার। **
[ যারা তেমন একটা অভিজ্ঞ নন তাদের ** চিহ্নিত অংশটুকু ফলো না করলেও হবে। ]
এবার টেমপ্লেট সেভ করুন অপশনে ক্লিক করুন। আপনার সাইট ভিজিট করুন। দেখুন আউটলুক কতটা সুন্দর দেখায়!!!!
এভাবে আমার http://ronyiut.blogspot.com/ সাইটটি বানানো। দেখুন পছন্দ হয় কিনা।
আরো থিম/টেমপ্লেট পাবেন
http://www.hongkiat.com/blog/40-free-beautiful-blogger-templates-part-iii/
http://www.hongkiat.com/blog/50-most-beautiful-blogger-templates/
http://www.zimbio.com/Free+Blogger+Beta+Template/articles/200/125+Beautiful+Blogger+Templates
লিঙ্কে। এতেও যারা সন্তুষ্ট না, তারা গুগলে সার্চ দিন free blogger template download লিখে। যেটি পছন্দ হয় সেটি ব্যবহার করুন।
আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/
ধন্যবাদ।এই সাইট দুটিও দেখতে পারেন – http://bloggerstyles.com/ এবং http://btemplates.com/ । এখানেও অনেক সুন্দর এবং আকর্ষনীয় থিম পাবেন সম্পুর্ণ ফ্রীতে।