প্রতিনিয়ত বের হচ্ছে নতুন নতুন ভাইরাস। সব ভাইরাসও এ্যন্টি-ভাইরাসও ধরতে পারে না । যতক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি এ্যন্টিভাইরাসের ডাটাবেসে সংযুক্ত হবে ততক্ষন প্রজন্ত ওই ভাইরাসটি ধরতে পারবে না। কিন্তু ততক্ষনে তো আপনার বারো দুগুনে চব্বিশটা বেজে যাবে। আমি দেখাবো যেভাবে বুঝবেন ভাইরাস আছে কিনা এবং কিভাবে মুক্তি পাবেন।
ভাইরাস থাকলে পিসিতে প্রসেস সম্পর্কিত কিছু ব্যাপার লক্ষ্য করা যায়। আসুন দেখে নেই সেগুলো।
সতর্কতাঃ
- না বুঝে কোনমতেই C:/system32 এর ফাইল ডিলিট করতে যাবেন না। আগে ওই ফাইল এর নাম+লোকেশন নিয়ে গুগল এ সার্চ দিয়ে নিন।
- কোন প্রসেস না বুঝে “End Process” দিবেন না। আর দিয়ে ফেললে পিসি রিস্টার্ট দিন তাহলে ঠিক হয়ে যাবে।
পোস্ট মনে হয় ছোট হয়ে গেল। বোনাস দিয়ে বড় করে দেই। 🙂
_________________________________________
ফায়ারফক্স৯ ডাউনলোড করুন এখনই।
আজ এই প্রজন্তই সবাই ভালো থাকবেন। ভাইরাস মুক্ত থাকবেন। এবং লিনাক্স ব্যাবহার করবেন।
আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
uid=0(root) gid=0(root) groups=0(root)
hahahaha……………….. amar kaze asbe ….thanks