IDM এর দুইটি কমন সমস্যা ও সমাধান!

যদি এমন কোন জরিপ চালানো হয় যে, কে কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন - তাহলে দেখা যাবে IDM বা Internet Download Manager এর ব্যবহারকারীই বেশি। এটি আসলেই খুব কাজের, খুবই স্ট্যাবল এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে YouTube বা এমন কোন সাইটে এক ক্লিকে ভিডিও ডাউনলোড করা যায়।

যাই হোক, এই সফটওয়্যার নিয়ে অনেক মানুষকে আমি বেশ ঝামেলা পোহাতে দেখেছি। সবচেয়ে কমন যে সমস্যা তা হলঃ যখন আনইন্সটল করে একটি নতুন ক্রাকের ভার্সন ইন্সটল করতে চান তখন দেখায়, "IDM has been registered with a fake serial....". তবে এটা সহজেই ঠিক করা সম্ভব। আরেকটা সমস্যা হচ্ছে, ইন্টারনেট কানেকশন দিলে প্রতিবার IDM আপডেট চেক করে এবং বিরক্তিকর Update Notification দেখায়। যদি কেউ Update Now  এ ক্লিক করেন, তাহলে কম্ম সারা!

আজ এই দুইটি জিনিসের আমি সহজ সমাধান দেব। পাশাপাশি আপনাদেরকে দেব একটি সহজে ইন্সটলযোগ্য IDM সফটওয়্যার। উল্লেখ্য যে, IDM এর নতুন BETA ভার্সন গুলো না ব্যবহার করাই ভাল, শুধু আইডিএম কেন, যে কোন সফটওয়্যারের ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা BETA ভার্সন এ Bug বা সফটওয়্যার ত্রুটি বেশি থাকে।

প্রথমে আলোচনা করি Uninstall সমস্যা সম্পর্কে। আগের আইডিএম আন-ইন্সটল করতে চান, নতুন ভার্সন ব্যবহারের জন্য? অথবা পুরোপুরি বাদ দিতে চান? মনে রাখবেন, IDM এমন একটি সফটওয়্যার, যা শত শত Registry File কম্পিউটারে ফেলে রেখে যায়। এগুলো দূর করা জরুরি। নতুবা নতুন  ইন্সটলেশনের সময় ঝামেলা করে, পরবর্তীতে ইন্সটল করলে আগের সেটিংসই বারবার আসে বা নতুন ক্রাক কাজ করে না।

এই ছবিটিতে দেখুন, IDM ১৬৮ টি কি এবং ১৮৬ টি ভ্যালু মুছে ফেলার পরও কম্পুতে ফেলে যায়।

এখন এগুলো দূর করার বিশেষ উপায় আছে, যা হল Advanced Uninstaller। এমনি আন-ইন্সটল করলে এতগুলো ফাইল কখনোই যাবে না। কিন্তু Advanced Uninstaller সফট গুলো কিনতে হয়। আর তাছাড়া এই ছোট্ট একটা কাজ করতে এসব আনইন্সটলার ডাউনলোড করবেন কেন? তার চেয়ে আমার কথা শুনুন,  ৪-৫ কেবির এই Batch ফাইলটি ডাউনলোড করে নিন, নিয়ে রান করলেই IDM এর চৌদ্দ গুষ্ঠি উদ্ধার হবে, তার ফেলে রাখা কোন কিছুই আর থাকবে না। এটি আমি নিজে তৈরি করেছি এবং নামে দিয়েছি IDM Cleaner

এটি এমন একটি ফাইল যা IDM এর সব ফেলে যাওয়া রেজিস্ট্রি ফাইল ডিলিট মারে। এর ফলে পরবর্তীতে উপরোল্লিখিত কোন সমস্যা হয় না। ভয়ের কিছু নেই, কম্পুর কোন ক্ষতি করবে না। আমি নিজ হস্তে প্রস্তুত করিয়াছি, আমার ওপর আস্থা রাখতে পারেন। স্বাভাবিকভাবে আইডিএম আনইন্সটল করার পর এই ফাইলটি রান করবেন।

ডাউনলোডঃ http://www.mediafire.com/?493ykilu8l7o8md

এখন আমরা যাব ২ নং সমস্যায়। IDM প্রতিবারই ইন্টারনেট কানেকশন দিলে আপডেট চেক করে এবং মেসেজ দেখায়। দুখের বিষয়, কোন সেটিংস পরিবর্তন করে আপনি এটা বন্ধ করতে পারবেন না। বলতে বাধ্য, Internet Download Manager এর ডেভেলপাররা বড়ই শয়তান, তারা কেমন নির্লজ্জভাবে (আমাদের জন্য বিশেষভাবে এই বাক্য প্রযোজ্য, কারন আমরা পাইরেটেড ইউজ করি) ইউজারদের আপডেট চেক করতে বাধ্য করে, পাশাপাশি, সিরিয়াল ভেরিফিকেশনও প্রত্যেকবার করায়। চলুন এর বিরুদ্ধে রুঁখে দাড়াই। এর জন্য সামান্য ঝামেলা করতে হবে। আর তা হল পারসোনাল ফায়ারওয়াল লাগবে। এমনি একটি ফায়ারওয়াল হল Comodo Firewall যা ফ্রি। Personal Firewall এর সুবিধা কী, সে সম্পর্কে না হয় পরে আলোচনা করব।

এখন আপনাকে যা করতে হবে তা হল, নির্দিষ্ট দুইটি আইপি ব্লক করতে হবে এবং একটি হোস্ট ব্লক করতে হবে। এই কাজ আপনি যে কোন পারসোনাল ফায়ারওয়াল দিয়ে করতে পারেন। তবে এখানে আমি Comodo নিয়ে আলোচনা করব। কেননা আলাদা ভাবে সব ফায়ারওয়ালের পদ্ধতি বর্ণনা অবশ্যই অসম্ভব। তবে ভাল খবর হল, Personal Firewall গুলোর একটির সাথে অন্যটির Settings এর মিল থাকে। তাই আপনি Comodo ব্যবহার না করলেও অনেকটা বুঝতে পারবেন যে, আপনারটার কোথায় কি করতে হবে। আর হ্যাঁ, উইন্ডোজের ডিফল্ট ফায়ারওয়ালে কিন্তু এটা করা অসম্ভব।

  • প্রথমে ফায়ারওয়ালটি ইন্সটল করে ওপেন করুন।
  • এবার Firewall ট্যাব এ গিয়ে "Network Security Policy" সিলেক্ট করুন

  • এখান থেকে "Blocked Zones" এ যান। এখানে গেলে Add লেখাটি ক্লিক করুন।
  • Add এ ক্লিক করলে একটি সাব-মেনু খুলবে। "A new blocked adress..." সিলেক্ট করুন
  • একটি নতুন উইন্ডো আসবে। Type থেকে "IPv4 Single Address" সিলেক্ট করুন এবং আইপি ফিল্ডে লিখুন 174.133.70.198 এবং Apply চাপুন। একইভাবে 174.133.70.98 আইপি ব্লক করুন।

  • আবার একই জায়গায় গিয়ে এবার Type এর জায়গায় Host Name সিলেক্ট করুন এবং Host Name এ লিখুন star.tonec.com এবং Apply করে বেরিয়ে আসুন।

এবার আর কোনদিনও IDM আপডেট চেক করতে বলবে না। আপনি বিরক্তিকর কোন মেসেজও আর পাবেন না। এটি নতুন বা পুরাতন সব ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য।

আমার পোস্ট শেষ হল। প্রতিশ্রুতিমত আপনাদেরকে একটা ১০০% ওয়ার্কিং একটি IDM দিলাম ক্রাক এবং সিরিয়াল সহ। এখান থেকে ডাউনলোড করুন।

কেমন লাগল জানাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। সামনে পরীক্ষার রেজাল্ট যে!

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকারী টিউন

ধন্যবাদ আপনাকে।

দরকারী জিনিস

Level 0

vi idm cleaner er use ta aktu details bolen,,,,,,,,,pls……………

    @Tareq328: তেমন কিছু না। স্বাভাবিকভাবে Control Panel থেকে আইডিএম আনইন্সটল করুন, এরপর আমার ফাইলে ডাবল ক্লিক করলেই হবে।

Level 0

Chomotkar 😀 . Onk dhonnobad vai.

Level 0

C:\WINDOWS\system32\drivers\etc eta diyeo to lock kora jete pare….???

    @UFO: আমি এ সম্পর্কে বলতে পারব না। হয়তবা করা যায়, কিন্তু যতদূর মনে হয়, বেশ কয়েকটি ফাইল এডিট করতে হয়। তা পারসোনাল ফায়ারওয়াল থাকতে ওত ঝামেলায় যাবেন কেন? পারসোনাল ফায়ারওয়াল ব্যবহার করে অনেক এক্সট্রা সুবিধা পাবেন, এ সম্পর্কেও একটা পোস্ট দেয়ার চিন্তা আছে।

Level 2

control panel এ গিয়ে uninstall করার পরে আপনার ফাইলটি রান করব নাকি আগে রান করব ?

ধন্যবাদ, একটি দরকারি টিউনের জন্য। নতুন ইউজারদের যথেষ্ট উপকার হবে।

    আরেকটি কথা সেটা হল Comodo IS and firewall কেন জানি আমার পিসিতে ঝামেলা সৃষ্টি করে। কোন কারণ ছাড়াই কিছুক্ষণ পরপর পিসি রিসেট করে, এরপর Avast IS ইউজ করছি একই সেটিংএ কিন্তু আজও কোন সমস্যা করেনি। এক্ষেত্রে যার যার পার্সোনাল opinion হতে পারে। তারপরও আপনাকে ধন্যবাদ কারণ IP গুলো জানা ছিলনা ভবিষ্যতে কাজে লাগবে। 🙂

      @সানি৯৯৯৯: যদি তাই হয়, তাহলে Comodo IS ইউজের দরকার নেই, শুধু Comodo Firewall আলাদা পাওয়া যায় এবং তার লিংক আমি দিয়েছি। তবে আপনার এমন কেন হয় সেটাও একটা মাথাব্যথার বিষয়।

    @aryankhan: @সানি৯৯৯৯: অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টের জন্য…

আপনার টিউন থাকে উপকৃত হয়েছি।অনেক ধন্যবাদ…………

Level 0

ধ্ননবাদ,অনেক সুন্দর আমার কাজে দিবে।

Level 0

ধরেন Comodo Firewal দিয়ে ব্লক করলাম আইপিগুলা এখন এই সফটইয়ার কি সবসময়ই রান করে রাখতে হবে নাকি একবার ব্লক করে দিলেই আর কোন ঝামেলা নেই ?

    @arifbd2015: হ্যাঁ, ব্লক করার পরও কমোডো সবসময় রান করতে হবে। যদি মুছেই ফেলে দিলেন, তাহলে ব্লক করবে টা কে শুনি?

Level 0

ভাই আপনাকে thax সুন্দর ১টা tune এর জন্য।আমার ১টা প্রশ্য ……?আমি কয় দিন আগে আমার Mozilla firefox 8.0,1 instal করলাম ,এর পর থেকে IDM আর youtube এর গান download করছে না!এখন আমি কি করব???! আমি IDM 6,07 ব্যবহার করি।

    @mohim: আপনি ফায়ারফক্স আনইন্সটল করেছেন, এর ফলে IDM এর যে এড-অন থাকে তা মুছে গেছে।
    আইডিএম আনইন্সটল করে আমার IDMCLEAN ফাইলটি রান করুন। এরপর আবার ইন্সটল করুন। ঠিক হয়ে যাবে।

আহমেদ সাদমান ভাই সবই ঠিক আছে কিন্তু Advance Uninstaller এর একটা খারাপ দিক আছে তা হল এ ব্যাট নির্দিষ্ট Registry File গুলো তো মুছবেই সঙ্গে আরো কিছু দরকারী File গুলো মুছে ফেলে যা Restart করার পর ঐ program টা রান করলে কিছু file মিসিং বলে। আর এটা একটা বড় ধরনের সমস্যা। ধন্যবাদ ভাই ।

    @Imrul kaesh: সবার আগে বলি, আপনি হয়ত আমার পুরো পোস্ট পড়েননি। ভাই, কোথায় আমি Advanced Uninstaller ইউজ করতে বলেছি? কোথাও বলিনি। তবে আর একটা কথা, ভাল যেগুলো সেগুলো কিন্তু শুধু নির্দিষ্ট ফাইলগুলোই মুছে ফেলে।

Level 0

Khub Valo tune.

Level 0

Thanksss…vai…its really working……

অঅঅঅঅঅঅঅসাধারন!!!