আপনার প্রিয় অথবা সদ্যরিলিজপ্রাপ্ত জনপ্রিয় কোন ইংলিশ বা অন্য যেকোন ভাষার মুভি দেখতে বসেছেন। কিন্তু সাবটাইটেল না থাকার দরুন ছবির গল্পটা ঠিক বুঝে ওঠা গেল না। আহ্ যদি সাবটাইটেল থাকতো কতই না ভাল হতো। আপনাদের জন্যই ছোট্ট একটা ট্রিকস জানিয়ে দিই। ভবিষ্যতে হয়তো কাজে দিবে।
আপনি যে ছবির সাবটাইটেল খুঁজছেন সেই 'ছবির নাম subtitle 1cd' লিখে google search দিন। search result এ প্রথমেই যে সাইটের নাম আসবে সেখানে ক্লিক করুন। উদাহরণস্বরুপ- মনেকরি আপনি Angels & Demons সিনেমাটির সাবটাইটেল খুঁজছেন। গুগলে সার্চ দিন Angels & Demons subtitle 1cd. আপনার search result এ প্রথমেই যে সাইট recommend করবে তাতে ক্লিক করুন। search result এ প্রথম সাইটটা থাকে http://www.opensubtitles.org এই সাইটে আপনি আপনার কাঙ্খিত সকল ধরনের মুভির সাবটাইটেল পাবেন।
এই সাইটে আপনার কাঙ্খিত মুভির English Subtileএর ZIP ফাইলটি ডাউনলোড করুন। এবার ZIP ফাইলটি কপি করে যে ফোল্ডারে আপনার সিনেমাটি রয়েছে সেই ফোল্ডারে পেস্ট করুন। ZIP ফাইলটি Extract করে আপনার মুভি ফাইলের নামে Extract ফাইলটি Rename করুন। যেমন- আপনার মুভি ফাইলটির নাম Angels & Demons হলে Extract ফাইলটিও ঠিক Angels & Demons নামে Rename করুন।
এবার সাবটাইটেল লোড করবার পালা।আমি মুভি দেখার জন্য VLC media player ব্যবহার করি। Open source এই মিডিয়া প্লেয়ারে সব ধরনের ভিডিও ফরমেটই সাপোর্ট করে। যাইহোক আপনার প্রিয় মুভিটা মিডিয়া প্লেয়ারে play করে Video>> Subtitles Track এ subtile fileটি Load করে দিন। ব্যস, সব কাজ শেষ। এবার Subtitle সহকারে আপনার পছন্দনীয় মুভিটি উপভোগ করুন।
আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ…..