আজ আমি আপনাদের কাসে মজার একটি সফটওয়্যার নিয়ে এসেছি। যাদের বাসায় বাবু বা ছোট বাচ্চা আসে সাধারণত তারা তাদের পিসি নিয়ে সংকটে থাকেন। কেননা আপনার পিসি যখন তখন তাদের হামলার মুখমুখি হতে পারে। অথবা আপনার যদি সাইবার কাফে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিন্তায় থাকতে হয় এই নিয়ে যে আপনার পিসি তে হয়ত কেও অযথা আজে বাজে সফটওয়্যার ইন্সটল করতেছে এবং আপনাকে হয়ত আবার উইন্ডোজ ইন্সটল করা লাগতে পারে। এই সব সাধারন সমস্যা এর একটি দারুন সমাধান হল "DEEP FREEZE". এটি একটি অসাধারন সফটওয়্যার যখন আপনার পচতে অসুবিধা দেখাদিবে, যদি এটি আগেই ইন্সটল করা থাকে আপনার পিসি তে তাহলে সুধু রিস্টারট দিন। দেখুন আপনার পিসি আগের মতই আসে। ডারুন তাই না?
পোষ্টটি পূর্বে এই ব্লগ এ প্রকাশিত
ধন্যবাদ ।
আমি খালেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hello World
ধন্যবাদ টিউনটির জন্যে………..
আসলে “ডিপফ্রিজ” সফটি নিয়ে আমার অনেকগুলো প্রশ্নট আছে , উত্তর দিয়ে সাহাজ্য করলে খুবি হবো ।
১/ ডিপ ফ্রিজ ইনিষ্টল করলে পিসি বার বার ক্র্যাশ করে কেন??
২/ উইনডোস ড্রাইভে প্রোটেক রাখালাম , অপরদিকে যেকোন একটি ড্রাইফ ফ্রি রাখলাম , অনলাইন থেকে ডাটা নামানোর জন্যে !! প্রশ্ন হলো , অনলাইন থেকে ডাটা নামানোর সময় যদি ভাইরাস আসে তখন করনীয় কি ? এটাতো রিস্টাট দিলে যাবে না , কারন ঐডাইভ তো ফ্রিজ করা থাকছে না??
৩/ অনলাইনে ম্যালওয়ার প্রোটেকশন কিভাবে হবে ?
৪/ আরেকটি কথা এটি কি ফুল ভার্সন?? এরকম আরো একটি সফট পাওয়া যায় MCE security এটার কোন লিংক (ফুল ভার্সন) দিতে পারবেন।
আপনার টিউনতে কিছু স্কীনশর্ট থাকলে আরো অর্থবহ হতো !!
উত্তরগুলোর অপেক্ষায় রইলাম……..