এই শীতে আপনার পিসিকে করে রাখুন ঠাণ্ডা (DEEP FREEZE)

 

আজ আমি আপনাদের কাসে মজার একটি সফটওয়্যার নিয়ে এসেছি। যাদের বাসায় বাবু বা ছোট বাচ্চা আসে সাধারণত তারা তাদের পিসি নিয়ে সংকটে থাকেন। কেননা আপনার পিসি যখন তখন তাদের হামলার মুখমুখি হতে পারে। অথবা আপনার যদি সাইবার কাফে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিন্তায় থাকতে হয় এই নিয়ে যে আপনার পিসি তে হয়ত কেও অযথা আজে বাজে সফটওয়্যার ইন্সটল করতেছে এবং আপনাকে হয়ত আবার উইন্ডোজ ইন্সটল করা লাগতে পারে। এই সব সাধারন সমস্যা এর একটি দারুন সমাধান হল "DEEP FREEZE". এটি একটি অসাধারন সফটওয়্যার যখন আপনার পচতে অসুবিধা দেখাদিবে, যদি এটি আগেই ইন্সটল করা থাকে আপনার পিসি তে তাহলে সুধু রিস্টারট দিন। দেখুন আপনার পিসি আগের মতই আসে। ডারুন তাই না?

Download It

পোষ্টটি পূর্বে এই ব্লগ এ প্রকাশিত

ধন্যবাদ ।

Level 2

আমি খালেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনটির জন্যে………..
আসলে “ডিপফ্রিজ” সফটি নিয়ে আমার অনেকগুলো প্রশ্নট আছে , উত্তর দিয়ে সাহাজ্য করলে খুবি হবো ।

১/ ডিপ ফ্রিজ ইনিষ্টল করলে পিসি বার বার ক্র্যাশ করে কেন??

২/ উইনডোস ড্রাইভে প্রোটেক রাখালাম , অপরদিকে যেকোন একটি ড্রাইফ ফ্রি রাখলাম , অনলাইন থেকে ডাটা নামানোর জন্যে !! প্রশ্ন হলো , অনলাইন থেকে ডাটা নামানোর সময় যদি ভাইরাস আসে তখন করনীয় কি ? এটাতো রিস্টাট দিলে যাবে না , কারন ঐডাইভ তো ফ্রিজ করা থাকছে না??

৩/ অনলাইনে ম্যালওয়ার প্রোটেকশন কিভাবে হবে ?

৪/ আরেকটি কথা এটি কি ফুল ভার্সন?? এরকম আরো একটি সফট পাওয়া যায় MCE security এটার কোন লিংক (ফুল ভার্সন) দিতে পারবেন।

আপনার টিউনতে কিছু স্কীনশর্ট থাকলে আরো অর্থবহ হতো !!

উত্তরগুলোর অপেক্ষায় রইলাম……..

    @প্রিন্স মাহমুদ: ধন্নবাদ আপনাকে। আমার সাদ্ধের মধ্যে উত্তর দিতে চেষ্টা করতেছি।

    ১) আপনি কোন উইন্ডোজ এ দীপ ফ্রীয ইন্সটল করেছিলেন? এক্সপি তে সাধারনত ক্রাশ করে না তবে অনেক সময় আপনার এন্টিভাইরাস এর জন্য এমন হতে পারে।
    ২)আপনি যেহেতু নেট চালান তাই আপনাকে অবশ্যই এন্তিভাইরাস চালাতে হবে এই সমস্যা থেকে মুক্তি পেতে।
    ৩)এখন প্রায় সব অ্যান্টিভাইরাস এ ওয়েবশিল্ড প্রটেকশন থাকে। আপনাকে অবশ্যই তা এনাবল রাখতে হবে।
    ৪)আমি যে সফটওয়্যারটির লিঙ্ক দেয়েছি তা ফুল ভার্সন। ভাই আপনার MCE security এই সফটওয়্যারটি আমার কাছে নাই। আমার সংগ্রহে আসলে আমি আপনাকে জানাব।
    ধন্যবাদ কস্ত করে আমার পোষ্টটি পরার জন্য

ভাই আমি Hyper Technologies এর deep freeze ইউজ করতাম কিন্তু এই সফটওয়্যার গুলার সমস্যা হচ্ছে রিস্টার্ট দিলেই সব শেষ। প্লাস আপনি যদি ছবিসহ টিউনটি করতেন তাহলে আরও ভালো ধারণা পাওয়া যেত।
@প্রিন্স মাহমুদ ভাই এই সফটগুলো সাধারণত নেটক্যাফেতে ইউজ করা হয় শুধু সাপ্তাহিক পিসি রিইন্সটলের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য।
বাসার পিসির জন্য এটি খুব উপকারী ঔষধ নয়; কারণ আমাদের প্রায়ই কোন না কোন কাজ করতে হয় বাসার পিসিতে, ফলে রিস্টার্ট যদি সব মুছে ফেলে তাহলে খুব ঝামেলাই সৃষ্টি হয়।
@খোকন ভাই অনেক অনেক ভাইরাস প্রোগ্রাম আছে যা আপনার অজান্তেই একটিভ হয়ে পিসিতে তাণ্ডব চালায় সেটআপ ছাড়াই।

Level 0

ami nirvejal vabe 2year use korechi ei soft, ekhon C driver er snap niye rakhi tai r use korina, problem hole 3mnt e windows restore kore nei, tobe ami link ta share korlam.

Deep.Freeze.Standard.6.53.020.2763.rar
————————————–
Size: 3.57
http://download653.mediafire.com/0o1ndwmkgjkg/kywnzmjkybk/Deep.Freeze.Standard.6.53.020.2763.rar

Faronics_DFS7.0.020.3172.rar
————————————–
Size: 18.3MB
http://download357.mediafire.com/bbyjkvlsdtbg/ummdv1myjym/Faronics_DFS7.0.020.3172.rar

Serial key:
7Q4N1W4C-QVT7ZQT5-A2VVFD4B-EFV0DQHH-1FYXQCRZ

Level 0

Extremely sorry, ami file move korecilam, ektu por e new link dicci, ei link guli r valid nai, ekhane new, tai post ta remove ba edit korte parlam na.

Level 0

Deep Freezer v7.20.020.3398_x86-64

http://199.91.152.36/5m2x911jtdxg/hl2lrf0wmppghid/Deep+Freezer+v7.20.020.3398_x86-64.rar

Serial:
AGTE6KE5-11NF0AE2-DQAKDY3Y-VQXQM7M2-DH5QNHK1

Level 0

“DEEP FREEZE”. এটি আমার অনেক ভাললাগে

ati ke win7 a cholbe? Janale khusi hobo

Level 0

দয়া কোরে উত্তর দিন ..
Deep Freeze active থাকা অবস্থায় অন্য কোন Software Install করা যাবেনা বা করলেও PC Restart করলে মুছে যাবে‌‍‌ । তাহলে Deep Freeze কে software install করার সময় সময়িক ভাবে নিষ্ক্রিয় করা যায় কি ? আর Deep Freeze active থাকা অবস্থায় Operating System Install করা যায় কি ? যদি না যায় তবে Deep Freeze uninstall করা হয় কিভাবে ?
আর tune এর জন্য ধন্যবাদ ।

Level 0

আমার কাছে Forever Active Deep Freeze আসে আপনারা Download করে নিতে পারেন |
https://skydrive.live.com/?cid=9a6bea381f9194f9&id=9A6BEA381F9194F9%21745
আপনার computare আগে deep freeze ইন্স্টাল থাকলে আবার পুনরায় ইন্স্টাল করলে uninstall option আসবে |
পরে আপনি uninstall করতে পারবেন |Password protection থাকলে password দিতে হবে |

Level 0

@bappi123 ভাই : আপনার দেওয়া link টি কাজ করে না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ deep freeze uninstall করার option বলার জন্য ।