IDM দিয়ে একটির পর আরেকটি ফাইল ডাউনলোডের উপায়|

আমরা সবাই জানি ডাউনলোড করার জন্য IDM অত্যন্ত কাজের একটি সফটয়ার|কিন্তু ডাউনলোড করার সময় আমরা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই|যখন আমরা অনেক গুলো ফাইল একসাথে ডাউনলোড করি তখন একটার পর আরেকটা ডাউনলোড না হয়ে একসাথে ৪/৫ টা ফাইল ডাউনলোড হওয়া শুরু করে |কিন্তু আমাদের এই স্লো ইন্টারনেটে সেটা করা অনেক বিরক্তিকর|কিন্তু IDM দিয়েও একসময়ে মাত্র একটা ফাইল ডাউনলোড হবে এবং সেটা শেষ হবার পর আরেকটা শুরু হবে এমন সিস্টেম করা যায়|

১. এটা করার জন্য প্রথমে আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সেই সেই ফাইলের লিঙ্ক IDM দিয়ে কানেক্ট করান|এবার pause/cancel এ ক্লিক না করে ডাউনলোডরত উইন্ডোটা ক্রস করে দিন|

২. এবার মূল উইন্ডোতে আসুন|সেখানে Queues > Main Download Queue তে ক্লিক করুন|

৩. Main Download Queue তে ক্লিক করার পর নিচের মত একটা উইন্ডো আসবে|এখানে আপনার ডাউনলোড কয়টায় শুরু/শেষ হবে, ডাউনলোড শেষ হবার পর আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে কিনা এগুলো সেটআপ করতে পারেন|

৪. এখন আপনি Files in the queue তে ক্লিক করবেন|ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে|এখানে আপনার Main Download Queue তে কতগুলো ফাইল ডাউনলোডের অপেক্ষায় আছে সেগুলো শো করবে|

৫. এবার আপনার Main Download Queue তে কতগুলো ফাইল একবারে ডাউনলোড হতে থাকবে সেটা এভাবে সেট করবেন|

৬.কোন ফাইলটা আগে কোন ফাইলটা পরে ডাউনলোড হবে সেটা এভাবে সেট করে দিতে পারেন|

৭. এখন Start now তে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে|

৮. এরপর Close ক্লিক করে মেইন উইন্ডো তে ফিরে আসুন|এইবার একবারে শুধুমাত্র একটা ফাইলই ডাউনলোড হবে এবং সেটা শেষ হবার পর আরেকটা শুরু হবে|

এখন আপনি ডাউনলোড করতে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন |
🙂
স্ক্রিনশট দেবার চেষ্টা করেও দিতে পারলাম না |
:'(
কষ্ট করে ৪০০ কেবির এই ফাইলটা নামিয়ে নিতে পারেন|

Level 0

আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে

ধন্যবাদ দেখি কাজে লাগাতে পারি কিনা।

IDM full version required…please can anyone give any site/link to download….(@download.com, trial version of 30 days available)

ধন্যবাদ, সুন্দর একটা পোস্ট এর জন্য ।

oshadharon.aitar opekkhai 1 jug boshe silam.

Level 0

nice

আমি আগে থেকেই ব্যাবহার করি তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ

শেয়ার করার জন্য ধন্যবাদ, কাজে লাগবে

many many thanks
my new blog latest movie. latest movie history and music 320kbps always found here

আমার খুবই ভাল লেগেছে। অনেক উপকার পেয়েছি।

স্ক্রিনশট এড করুন, এতে পোস্ট আরো সমৃদ্ধ হবে। এজন্য প্রথমে আপনার শটগুলো http://www.tinypic.com এ আপলোড করুন। এবার পোস্ট করার সময় উপরের প্যানেলে Insert Image ক্লিক করেন। এবার tinypic এর Direct Layout URL দিয়ে দেন, তাহলেই কাজ করবে।