আমরা সবাই জানি ডাউনলোড করার জন্য IDM অত্যন্ত কাজের একটি সফটয়ার|কিন্তু ডাউনলোড করার সময় আমরা প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই|যখন আমরা অনেক গুলো ফাইল একসাথে ডাউনলোড করি তখন একটার পর আরেকটা ডাউনলোড না হয়ে একসাথে ৪/৫ টা ফাইল ডাউনলোড হওয়া শুরু করে |কিন্তু আমাদের এই স্লো ইন্টারনেটে সেটা করা অনেক বিরক্তিকর|কিন্তু IDM দিয়েও একসময়ে মাত্র একটা ফাইল ডাউনলোড হবে এবং সেটা শেষ হবার পর আরেকটা শুরু হবে এমন সিস্টেম করা যায়|
১. এটা করার জন্য প্রথমে আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সেই সেই ফাইলের লিঙ্ক IDM দিয়ে কানেক্ট করান|এবার pause/cancel এ ক্লিক না করে ডাউনলোডরত উইন্ডোটা ক্রস করে দিন|
২. এবার মূল উইন্ডোতে আসুন|সেখানে Queues > Main Download Queue তে ক্লিক করুন|
৩. Main Download Queue তে ক্লিক করার পর নিচের মত একটা উইন্ডো আসবে|এখানে আপনার ডাউনলোড কয়টায় শুরু/শেষ হবে, ডাউনলোড শেষ হবার পর আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে কিনা এগুলো সেটআপ করতে পারেন|
৪. এখন আপনি Files in the queue তে ক্লিক করবেন|ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে|এখানে আপনার Main Download Queue তে কতগুলো ফাইল ডাউনলোডের অপেক্ষায় আছে সেগুলো শো করবে|
৫. এবার আপনার Main Download Queue তে কতগুলো ফাইল একবারে ডাউনলোড হতে থাকবে সেটা এভাবে সেট করবেন|
৬.কোন ফাইলটা আগে কোন ফাইলটা পরে ডাউনলোড হবে সেটা এভাবে সেট করে দিতে পারেন|
৭. এখন Start now তে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে|
৮. এরপর Close ক্লিক করে মেইন উইন্ডো তে ফিরে আসুন|এইবার একবারে শুধুমাত্র একটা ফাইলই ডাউনলোড হবে এবং সেটা শেষ হবার পর আরেকটা শুরু হবে|
এখন আপনি ডাউনলোড করতে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন |
🙂
স্ক্রিনশট দেবার চেষ্টা করেও দিতে পারলাম না |
:'(
কষ্ট করে ৪০০ কেবির এই ফাইলটা নামিয়ে নিতে পারেন|
আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজে লাগবে