সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমার আজকে টিউনটি মূলত ছোট্ট একটি কৌশল (trick) নিয়ে। আমার মনে হয় আমরা অনেকই বিজ্ঞাপন পছন্দ করি না। কিন্তু মাঝে মাঝে আমাদের বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়ে। বিশেষ করে কোন পণ্য যাচাই বাছাই বা তার বাজার দর ইত্যাদি বিষয়ে মাঝে মাঝে বিজ্ঞাপন আমাদের উপকারে আসে। যাক বেশী লেকচার না দেই। আজ সেরকমই এক দরকারে পড়ে একটি জিনিস জানলাম যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা অনলাইনে প্রথম আলো পত্রিকা পড়েন তারা হয়তো জানেন যে প্রথম আলো তাদের ওয়েবসাইটে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন প্রকাশ করে না (ফি ছাড়া)। কিন্তু দেখা গেল কোন এক বিজ্ঞাপন দেখা আপনার প্রয়োজন। সে ক্ষেত্রে কি করবেন?
সে ক্ষেত্রে ছোট্ট একটি কৌশল প্রয়োগ করে আপনি প্রয়োজনীয় বিজ্ঞাপন চিত্রটি দেখতে পারেন..
নিচের address টি আপনার ব্রাউজারে কপি পেস্ট করুন..
http://www.eprothomalo.com/contents/YYYY/YYYY_MM_DD/bigPages/YYYY_MM_DD_P.jpg
এখন আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপনটি কত তারিখের পত্রিকায় কত নম্বর পাতায় আছে তা বসিয়ে দিন নিম্নরূপে-
YYYY= সাল
MM= মাসের ক্রম সংখ্যা
DD= তারিখ
P= পেজ নাম্বার
ধবুন আপনি ১০/১২/২০১১ তারিখের ৩ নম্বর পাতা দেখতে চান। তাহলে আপনার address টি হবে-
http://www.eprothomalo.com/contents/2011/2011_12_10/bigPages/2011_12_10_3.jpg
এই ঠিকানায় প্রবেশ করলে আপনার কাঙ্খিত পেজের একটি ছবি (image) পেয়ে যাবেন।
LOGIC:
আমরা eprothomalo.com ঠিকানায় যে পত্রিকার মত দেখতে পাই সেটি মূলত মূল পত্রিকার ছবি। ফলে আপনি এখান থেকে কোন কিছু কপি পেস্ট আকারে সেভ করতে পারেন না। এই রকম সমস্ত পত্রিকার ছবি তারা তাদের ডাটাবেজে তুলে রাখে এবং পত্রিকার কোন অংশে ক্লিক করলে সেই অংশের ছবি জুম (zoom) করে প্রদর্শন করে। এখানে যে address টি দেওয়া হয়েছে এটি মূলত সেই রূট (root) ফোল্ডারের address. সেই ছবিটি আপনি সরাসরি দেখতে পাচ্ছেন।
ট্রিকস টি অনেকেই জানতে পারেন। তদুপরি কেমন লাগল জানাবেন। আপনাদের ভাল লাগাই আমার স্বর্থকতা........
মহান আল্লাহ্ আমাদের সবাইকে সুস্থ্য রাখুন......
আমি হেল বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিনের চাওয়া আজ পূর্ণ হলো ! অসংখ , অসংখ ধন্যবাদ !