টেকটিউনস দেশের প্রযুক্তি জগতে ঘটিয়েছে বিপ্লব। টেকটিউনস দেশের একমাত্র ক্লাউড আর্কিটেকচারে চালিত Blazzing Fast সোসিয়াল মিডিয়া, সোসিয়াল ও অনলাইন কমিউনিটি ও উন্মুক্ত ব্লগিং প্ল্যাটফরম। বিশ্বের প্রায় ২০ লক্ষ মানুষ টেকটিউনসের এই বিশাল "প্রযুক্তি পৃথিবী" 'র সাথে জড়িত। টেকটিউনসের মানস্মত টিউন, কমিউনিটির আন্তরিকতা ও সংবদ্ধতা, অসাধারণ মেধাবী টিউনার, নিবেদিত প্রাণ টিউমেন্টার আর উদ্যমী টিউজিটররা টেকটিউনসকে করেছে দেশের সেরা ব্লগিং প্ল্যাটফরমে।
টেকটিউনস কমিউনিটিকে আরও সংগঠিত ও উন্নত করতে টেকটিউনসে যুক্ত হল 'টেকটিউনস সজিপ্র'। টেকটিউনস সজিপ্র মানে 'সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন' ইংরেজিতে যাকে বলে Frequently Asked Questions বা FAQ. 'টেকটিউনস সজিপ্র' এর মাধ্যমে টেকটিউনস টিউনার, টিউমেন্টার, টিউজার, টিউডার ও টিউজিটররা টেকটিউনস ও টেকটিউনস ব্লগিং প্ল্যাফরমের বিভিন্ন দিক, প্রশ্ন-উত্তরের মাধ্যমে জানতে ও বুঝতে পারবে। 'টেকটিউনস সজিপ্র' এক দিকে যেমন নবীণ টিউজারদের সহায়ক হিসেবে কাজ করবে তেমনি প্রবীণ টিউজারদের আরও সচ্ছতা দান করবে।
এই মুহূর্তে 'টেকটিউনস সজিপ্র' তে টেকটিউনসের বিভিন্ন টিউমেন্ট থেকে, টেকটিউনস এর সাহায্য/জিজ্ঞাসা বিভাগ থেকে, টেকটিউনস ডেস্ক থেকে এবং টেকটিউনস এর নিজেস্ব গবেষণায় যুক্ত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রতিটি প্রশ্নের উত্তর যথাসম্ভব সহজ,সরল আর সাবলিল ভাষায় প্রকাশ করা হয়েছে। তবে টেকটিউনসের নিজেস্ব গবেষণা আর টেকটিউনস কমিউনিটির আরও প্রশ্ন নিয়ে 'টেকটিউনস সজিপ্র' কে প্রতিনিয়ত আরও সমৃদ্ধশালী করা হবে।
'টেকটিউনস সজিপ্র' কে আরও উন্নত, আরও তথ্য সমৃদ্ধ করতে আপনি যদি মনে করেন আরও অন্য প্রশ্ন যুক্ত করার প্রয়োজন বা কোন প্রশ্ন বাদ পড়েছে বা টেকটিউনস সম্বন্ধে আপনার নিজের রয়েছে কোন গঠন মূলক প্রশ্ন ও জিজ্ঞাসা তবে টিউমেন্ট এর মাধ্যমে নির্দিধায় আপনার প্রশ্নটি করুন।
টেকটিউনস থেকে আপনাদের সব প্রশ্নের শতভাগ উত্তর প্রশ্ন দেওয়া সম্ভব হবে না, তবে টেকটিউনস থেকে আপনার প্রশ্নটি বিবেচনা করে উত্তর দেওয়া হবে এবং টেকটিউনসের বিবেচনায় তা টেকটিউনস সজিপ্রতে অন্তর্ভুক্ত যোগ্য হলে তা যোগ করা হবে।
২০ লক্ষের অধিক মানুষের বসবাস টেকটিউনসের এই "প্রযুক্তি পৃথিবীতে"। যেখানে প্রযুক্তির আর বিজ্ঞানের জ্ঞানের বলয় আপনাকে ঘিরে রাখে সারাক্ষণ। আর আপনি এই বিশাল প্রযুক্তির পৃথিবীর একজন গর্বিত নাগরিক। আপনার আশেপাশের বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন আপনার এই "প্রযুক্তি পৃথিবীতে"।
টেকটিউনসকে ফেইসবুকে লাইক করে, টুইটারে ফলো করে, টেকটিউনসের RSS Feed ও Email RSS এ সাবস্ক্রাইব করে এবং আপনার ফেসবুক ও টুইটার প্রোফাইলে টেকটিউনস পিকচার ব্যাজ পরিধান করে, অ্যালেক্সাতে রিভিউ দিয়ে আপনার প্রাণ প্রিয় টেকটিউনসকে সাপোর্ট ও প্রমোট করুন। টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই আর তৈরি করুন প্রযুক্তির মিলন মেলা।
সাথে থাকুন টেকটিউনসের আর ভালোবাসুন প্রযুক্তিকে। 🙂
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
শুভ কামনা রইলো টিটির জন্য। আমি দারুণভাবে কৃতজ্ঞ টিটির কাছে। আমরা আছি টিটির সাথে।