টেকটিউনস মিলন মেলা – ৩১ জুলাই ২০০৯ এর ভিডিও

এই টিউনে আমি টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯ এর ভিডিওর লিংক দিবো। দুঃখিত টিনটিন ভাই জরুরী কাজে ঢাকার বাহিরে যাবার কারনে আমি টেকটিউনস মিলন মেলার ভিডিও টা আপলোড করতে পারিনি। আর ভিডিও টা ২৮মেগা বাইট সাইজ হয়ে ছিলো। ওটাকে কনভার্ট করে ২মেগা তে আনতে হয়েছে।

আর কথা বারিয়ে লাভ নাই। কাজের কথা হল -

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯ এর ভিডিও দেখতে পারেন

Level New

আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রলিন আমার মনে হয় তুমি ফেসবুকের সাথে সাথে মিডিয়াফায়ারে আপলোড করে দিলে সবাই খুব সহজে ডাউনলোড করে নিতে পারত।তবে তোমাকে অনেক ধন্যবাদ

Level New

মামুন ভাই চিন্তা করবেন না আজকের মধ্যে আমি এই পোস্ট টা আপডেট করব। সবাই দয়া করে চোখ রাখুন।
যারা ফেইসবুকে দেখতে পারেন নি তারা একটু অপেক্ষা করুন।
অতি শিগ্রই আমি সবার সুবিধার জন্য এখানে ভিডিও টা ছাড়ব।
সবার দাওয়াত রইলো।

ভিডিওটা ইউটিউবে আপলোড করুন ।
আর কয়েকটা থিম খুঁজে বের করেছি । ১ দিনের মধ্যে সাইট তৈরি করতে হবে । স্কাইপিতে আসলে খুশি হব ।

ইউটিউবে আপলোড করে দিলাম। http://www.youtube.com/watch?v=oa26XQZCUMI ধন্যবাদ।

Level New

মেহেদী হাসান ভাই আপনাকে ধন্যবাদ। আমি এই পোস্ট এ ভিডিওটা ডাইরেক্ট টিউব করে দিব। সবার চিন্তার কোন কারন নাই।

দারুন হইছে। টিনটিন ভাইকে চেনা যাচ্ছে না, সজিবের ছবিটা দারুন, ভাবুক প্রকৃতির….। হা হা হা…48 সেকেন্ডের ভিডিও মিস কইরেন না।

Level New

অরজিনাল ভিডিওটা দেখার জন্য একটু অপেক্ষা করুন সবাই।

Level New

সবার কাছে একটা প্রশ্ন। ফটো গ্রাফার হিসেবে আমি কেমন?
আমাকে জানান।

দারুন তোমাকে ধন্যবাদ না দিয়ে অন্য কিছু দেয়া দরকার। 🙂 আর তুমি ফটোগ্রফার হিসেবে কেমন সেটা বরব না কারন তাইলে কোন এওয়ার্ড দিতে হবে।

Level New

শাকিল ভাই ধন্যবাদ। আমাদের টিনটিন ভাই কই?
আমি ওনার ও শাওন ভাইয়ের মন্তব্যও আশা করছি।

Level 2

ধন্যবাদ….. ধন্যবাদ…… ধন্যবাদ……….

আমার কাছেও video গুলো আছে কিন্তু সমস্য হচ্ছে অামি ওইগুলো upload করতে পারতেছিনা। এক একটা File 150MB এর উপরে কেউ যদি অামার সাথে দেখা করতে পারতেন তাহলে অামি তাকে ফাইল গুলো দিয়ে দিতাম।

Level New

Abdullah Abu Sayed ভাই ই-মেইল করে পাঠাইয়া দেন।
আমার ই-মেইলঃ- [email protected]

Level New

আরে লাঞ্জু ভাই। আপনাকেত একেবারে পরিস্কার দেখা জায়।
আপনার অনুভুতি কি রকম?

আমি অনেক আগেই দেখেছি ……… সময় স্বল্পতার কারণে কমেন্ট করতে পারি নাই। যাই হোক, ভিডিও টা অনেক ঘোলা …..,…আমাকে বোঝা যায় না 🙁 …………. তবে আরেকজন ও বোধহয় ভিডিও করেছিলো ……. সেটা কোথায়?

ধন্যবাদ রলিন কে

অনেক ধন্যবাদ রলিন…

@টিনটিন ভাই, হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও করেছিল আবু সাইদ। ও ভিডিও টি upload করতে পারছে না।

Level 0

খুব সুন্দর ।

দারুন you are simply great photo grapher.

আমার মিরপুর এ যদি কেউ থেকে থাকেন তা হলে বলেন আমি অাপনাকে CD করে দিতে পারি। অামার স্পীড খারাপ তাই অাপলোড করতে পাড়ছি না। কেউ কি অামার সাথে দেখা করতে পারবেন। তাহলে অামাকে মেইল করুন: [email protected]

আমি পারবো।

Level 0

রলিন খুব ভাল লাগল। ভি ডি ও কোয়ালিটি একটু খারাপ। তবে যাদের নেট স্পীড কম তারাও দেখতে পারবে।