আপনারা জেনে খুশি হবেন যে এলেক্সা রেঙ্ক অনুযায়ী টেকটিউস এখন ৩নং দেশীয় সাইট এবং বাংলাদেশে অবস্থান ১০তম। টেকটিউনস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দেশের একমাত্র প্রযুক্তি ব্লগিং প্লাটফরম। প্রতিদিন প্রায় ১০০০০ ইউনিক ভিজিটরে মুখরিত হয় আপনাদের এই প্রিয় টেকটিউনস।
লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু টিউনার টেকটিউনস নীতিমালা ভঙ্গ করে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট-এ তাদের ফাইল আপলোড করে লিংক শেয়ার করছেন। যা টেকটিউনস নীতিমালা ১.১৬ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।
টেকটিউনস নীতিমালা ১.১৬ - রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক, অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।
টেকটিউনসের Abuse রোধ করার জন্য এখন থেকে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক, অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। নিচে বিভিন্ন ফাইল হোস্টিং সার্ভিসকে অ্যাফিলিয়েট ও নন- অ্যাফিলিয়েট এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। টিউনে ও টিউমেন্টে শুধু মাত্র নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে।
নিচে সর্বাধিক ব্যবহৃত কয়েকটি অ্যাফিলিয়েট ফাইল হোস্ট এর লিংক এর তালিকা দেওয়া হল। যেগুলি আজ থেকে টেকটিউনস এ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই টিউন করার ক্ষেত্রে শুধুমাত্র টেকটিউনস বান্ধব নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করুন।
অ্যাফিলিয়েট ফাইল হোস্টের তালিকাঃ
এছাড়াও ইন্টারনেটে যতগুলি অ্যাফিলিয়েট ফাইল হোস্ট আছে তাদের সবগুলোই টেকটিউনসে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেকোন প্রকার অ্যাফিলিয়েট ফাইল হোস্টে ফাইল আপলোড করে টেকটিউনস এটিউন বা টিউমেন্টের মাধ্যমে শেয়ার করা হলে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।
নিচে টেকটিউনস বান্ধব অর্থাৎ নন-অ্যাফিলিয়েট কয়েকটি ফাইল হোষ্ট এর তালিকা দেওয়া হল। যেগুলিতে ফাইল আপলোড করে টেকটিউনস এ শেয়ার করা যাবে।
নন-অ্যাফিলিয়েট ফাইল হোষ্ট এর তালিকাঃ
শুধুমাত্র উপরের ফাইল হোস্টগুলি টেকটিউনস এ ব্যবহার করা যাবে। এছাড়াও আপনাদের জানামতে যদি কোন নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট থাকে তাহলে আপনারা সেগুলিকেও ব্যবহার করতে পারেন।
বেশ কিছু টিউনার নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্টে টেক্ট বা HTML ফাইল আপলোড করে অ্যাফিলিয়েট লিংক দিয়ে থাকেন বা অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে থাকেন। এ ধরণের আচরনে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে তাৎক্ষণিক ভাবে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।
বেশ কিছু টিউনার আছে যারা রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য সাধন করতে চান। এইধরনের অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক ব্যবহার থেকে সর্বদা বিরত থাকুন।
টেকটিউনস নীতিমালা ১.১৩ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক এর ব্যবহার টেকটিউনসে সম্পূর্ণ নিষিদ্ধ।
টিউনে ও টিউমেন্টে কোন প্রকার অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক ব্যবহার করা হলে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।
নিচের কয়েকটি অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক সার্ভিসের এর লিংক দেওয়া হলো। যেগুলি আজ থেকে টেকটিউনস এ সম্পূর্ণ নিষিদ্ধঃ
উপরের সাইটগুলি ছাড়াও যত প্রকার অ্যাফিলিয়েট URL Shorter আছে তার সবগুলিকেই আজ থেকে টেকটিউনস এ নিষিদ্ধ ঘোষণা করা হল।
উপরের URL Shorter ছাড়া আরও অন্য নন-অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক থাকলে তা ব্যবহার করা যাবে।
বেশ কিছু টিউনার নন-অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংকে অ্যাফিলিয়েট লিংক বা ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক দিয়ে থাকেন। এ ধরেনর আচরনে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে তাৎক্ষণিক ভাবে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।
কয়েক মাস আগে টেকটিউনসকে আপনার ভাললাগা, মতামত, সমস্যা, অভিযোগ ইত্যাদি জানানোর জন্য চালু করা হয় "টেকটিউনস ডেস্ক"। তাই টেকটিউনস সংক্রান্ত যেকোন প্রশ্ন বা সমস্যা থাকলে তা "টেকটিউনস ডেস্ক" কে জানান।
টেকটিউনস ডেস্ক সমন্ধে বিস্তারিত জানতে "টেকটিউনস ডেস্ক" সমন্ধে করা এই টিউনটি দেখতে পারেন।
টেকটিউনসের Abuse রোধে এবং টেকটিউনসের সার্বিক মান ধরে রাখার দ্বায়িত্ব আমাদের সকলের। টিউমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2932 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
সাইফুল এক্কেবারে সময়মত টিউন করলা । ধন্যবাদ তোমারে । সিদ্ধান্ত গুলির দ্রুত বাস্তবায়ন চাই।