শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন

আপনারা জেনে খুশি হবেন যে এলেক্সা রেঙ্ক অনুযায়ী টেকটিউস এখন ৩নং দেশীয় সাইট এবং বাংলাদেশে অবস্থান ১০তম। টেকটিউনস বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দেশের একমাত্র প্রযুক্তি ব্লগিং প্লাটফরম। প্রতিদিন প্রায় ১০০০০ ইউনিক ভিজিটরে মুখরিত হয় আপনাদের এই প্রিয় টেকটিউনস।

অ্যাফিলিয়েট ফাইল হোস্ট

লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু টিউনার টেকটিউনস নীতিমালা ভঙ্গ করে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট-এ তাদের ফাইল আপলোড করে লিংক শেয়ার করছেন। যা টেকটিউনস নীতিমালা ১.১৬ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ

টেকটিউনস নীতিমালা ১.১৬ - রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক, অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।

টেকটিউনসের Abuse রোধ করার জন্য এখন থেকে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক, অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। নিচে বিভিন্ন ফাইল হোস্টিং সার্ভিসকে অ্যাফিলিয়েট ও নন- অ্যাফিলিয়েট এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। টিউনে ও টিউমেন্টে শুধু মাত্র নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে।

নিচে সর্বাধিক ব্যবহৃত কয়েকটি অ্যাফিলিয়েট ফাইল হোস্ট এর লিংক এর তালিকা দেওয়া হল। যেগুলি আজ থেকে টেকটিউনস এ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই টিউন করার ক্ষেত্রে শুধুমাত্র টেকটিউনস বান্ধব নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করুন।

অ্যাফিলিয়েট ফাইল হোস্টের তালিকাঃ

Updated (04-12-2012)

এছাড়াও ইন্টারনেটে যতগুলি অ্যাফিলিয়েট ফাইল হোস্ট আছে তাদের সবগুলোই টেকটিউনসে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেকোন প্রকার অ্যাফিলিয়েট ফাইল হোস্টে ফাইল আপলোড করে টেকটিউনস এটিউন বা টিউমেন্টের মাধ্যমে শেয়ার করা হলে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।

নিচে টেকটিউনস বান্ধব অর্থাৎ নন-অ্যাফিলিয়েট কয়েকটি ফাইল হোষ্ট এর তালিকা দেওয়া হল। যেগুলিতে ফাইল আপলোড করে টেকটিউনস এ শেয়ার করা যাবে।

নন-অ্যাফিলিয়েট ফাইল হোষ্ট এর তালিকাঃ

Updated (09-09-2012)

শুধুমাত্র উপরের ফাইল হোস্টগুলি টেকটিউনস এ ব্যবহার করা যাবে। এছাড়াও আপনাদের জানামতে যদি কোন নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট থাকে তাহলে আপনারা সেগুলিকেও ব্যবহার করতে পারেন।

হিডেন অ্যাফিলিয়েট ফাইল হোস্ট

বেশ কিছু টিউনার নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্টে টেক্ট বা HTML ফাইল আপলোড করে অ্যাফিলিয়েট  লিংক দিয়ে থাকেন বা অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে থাকেন। এ ধরণের আচরনে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে তাৎক্ষণিক ভাবে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে

অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক

বেশ কিছু টিউনার আছে যারা রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য সাধন করতে চান। এইধরনের অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক ব্যবহার থেকে সর্বদা বিরত থাকুন।

টেকটিউনস নীতিমালা ১.১৩ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক এর ব্যবহার টেকটিউনসে সম্পূর্ণ নিষিদ্ধ।

টিউনে ও টিউমেন্টে কোন প্রকার অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক ব্যবহার করা হলে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।

নিচের কয়েকটি অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক সার্ভিসের এর লিংক দেওয়া হলো। যেগুলি আজ থেকে টেকটিউনস এ সম্পূর্ণ নিষিদ্ধঃ

উপরের সাইটগুলি ছাড়াও যত প্রকার অ্যাফিলিয়েট URL Shorter আছে তার সবগুলিকেই আজ থেকে টেকটিউনস এ নিষিদ্ধ ঘোষণা করা হল।

যদি URL Shorter ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র নিজের URL Shorter গুলিকে ব্যবহার করা যাবেঃ

উপরের URL Shorter ছাড়া আরও অন্য নন-অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক থাকলে তা ব্যবহার করা যাবে।

হিডেন অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক

বেশ কিছু টিউনার নন-অ্যাফিলিয়েট ইউআরএল শর্টেনার বা সর্ট লিংকে অ্যাফিলিয়েট  লিংক বা ইউআরএল শর্টেনার বা সর্ট লিংক দিয়ে থাকেন। এ ধরেনর আচরনে কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে তাৎক্ষণিক ভাবে টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে

টেকটিউনস ডেস্ক

কয়েক মাস আগে টেকটিউনসকে আপনার ভাললাগা, মতামত, সমস্যা, অভিযোগ ইত্যাদি জানানোর জন্য চালু করা হয় "টেকটিউনস ডেস্ক"। তাই টেকটিউনস সংক্রান্ত যেকোন প্রশ্ন বা সমস্যা থাকলে তা "টেকটিউনস ডেস্ক" কে জানান।

টেকটিউনস ডেস্ক সমন্ধে বিস্তারিত জানতে "টেকটিউনস ডেস্ক" সমন্ধে করা এই টিউনটি দেখতে পারেন।

জানান আপনার মতামত

টেকটিউনসের Abuse রোধে এবং টেকটিউনসের সার্বিক মান ধরে রাখার দ্বায়িত্ব আমাদের সকলের। টিউমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফুল এক্কেবারে সময়মত টিউন করলা । ধন্যবাদ তোমারে । সিদ্ধান্ত গুলির দ্রুত বাস্তবায়ন চাই।

    Vi ami kal k 1 hour bose akta tune korlam. To seta keno pending korlen? Ami ki jante pari. Tate kono file sharing address or kono short link cilo na. Please ak2 jana ben….

    ইনশাআল্লাহ। কড়াকড়িভাবে এই সিদ্ধান্তগুলি বাস্তাবায়ন হবে। @দরদিয়া ভাই।

    @ টেকনো সাব্বির ভাই।
    আপনার যে টিউনটি পেনডিং করা হয়েছে সেটির লিংকসহ টেকটিউনস ডেস্ক এ অভিযোগ জানান।

    এটা ভাল উদ্দেগ্য..।

    Level 0

    প্রথম আমি একটা নন অ্যাফিলিয়েট লিন্কে ক্যাপচা এন্ট্রির লিন্ক দিলাম। তারাতারি জয়েন করুন আর লিবার্টি রিজার্ভ জমা করুন। http://goo.gl/jbKfc

এক্কেবারে ২০০% সহমত কিছু টিউনার এখন এখন টেকটিউনকে ব্যবসায়িক কারখানা না ব্যবসায়িক কেন্দ্র বানিয়ে ফেলেছে ।

টেকটিউন্সের উন্নতি অনেক ভালো লাগলো।

সাইফুল ভাই, URL Shorter এর ব্যাপারে সিদ্ধান্তটা খুবই যুক্তিসংগত হয়েছে। এসব লিংকে যেয়ে অনেকবার ধোঁকা খেতে হয়েছে। কিন্তু অ্যাফিলিয়েট ফাইল হোস্টের উপর খড়গ কেন নামালেন বুঝলামনা। এর দ্বারাও কি সমস্যা হয় নাকি?

    অ্যাফিলিয়েট হোস্ট হওয়া সত্ত্বেও http://www.6ybh-upload.com এ রিজিউম সাপোর্ট পাওয়া যায়, যা নন অ্যাফিলিয়েট অনেক সাইটেই নাই। আমাদের যাদের প্রিমিয়াম একাউন্ট নাই তাদের তো রিজিউম সাপোর্টেড সাইট দরকার ডাউনলোডের জন্য।

    সহমত। 6ybh এ একটা ফাইল ডাউনলোডে ৪৮ঘন্টার জন্য নির্বিঘ্ন রিজিউম সুবিধা পাওয়া যায়। ফ্রিতে এই সুবিধা অন্য কোন ফাইল হোস্টিং সাইটে কল্পনাও করা যায়না। তাই প্রিয় http://www.6ybh-upload.com -কে টেকটিউন্স বান্ধব সাইটের তালিকায় রাখার যুক্তিযুক্ত অনুরোধ করছি…

    দুঃখিত 6ybh-upload কে টিটি বান্ধব তালিকায় যুক্ত করা যাচ্ছে না, কারণ এটি রিজিউম সাপোর্ট করলেও ইউজার ফ্রেন্ডলি না…

    http://www.6ybh-upload.com কে লাল তলিকাভুক্ত করা সত্যি দুঃখজনক, কারন অনেক সময় আমরা অনেক প্রয়োজনীয় জিনিষ অন্যান্য অ্যাফিলিয়েট ফাইল হোস্ট থেকে লিচ করি এই সাইটের মাধ্যমে, এখন আর সেগুলু শেয়ার করা যাবেনা 🙁

    "ইউজার ফ্রেন্ডলি" ব্যাপারটা একেবারেই আপেক্ষিক। যেমন ধরুন মিডিয়াফায়ারের রিজিউম সুবিধাটা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়না কারণ একবার কারেন্ট চলে গেলে কিংবা পিসি রিস্টার্ট করলে এক ক্লিকে রিজিউম হতে চায়না, এরর দেয়। বাধ্য হয়ে লিঙ্ক রিপ্লেসিং করে নতুন ডাউনলোড লিঙ্ক দিলে তারপর রিজিউম হয়। সেই বিবেচনায় রিজিউমের ক্ষেত্রে মিডিয়াফায়ারের তুলনায় 6ybh অনেক বেশী ইউজার ফ্রেন্ডলি কারণ সেখানে ফ্রিতেই ৪৮ ঘন্টা পর্যন্ত এক ক্লিকে রিজিউম সুবিধা পাওয়া যায় (পিসি অফ করে দিলেও!)

    @মডারেটরদের কাছে 6ybh এর অন্তর্ভূক্তির বিষয়টি পূনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি… আশা করছি তারা তাদের অবস্থান যৌক্তিকভাবে তুলে ধরবেন

    http://www.6ybh-upload.com/ সাময়িক রিজিউম দেয়। কিন্তু এটি অ্যাফিলিয়েট।
    তাই এটি হোয়াইট লিষ্টে আনা নীতিমালা বিরোধী।

    [ অফটপিক : এলেবেলে ভাই, আগের প্রো-পিকটা কিন্তু আপনার সাথে মানাতো খুব,নতুনটাও খারাপ না ,আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা ছিলও, যদি মেইল আইডিটা দিতেন 🙂 ]

    @সাইফুল ইসলাম – আপনারা যেহেতু মডারেটর কাজেই আপনারা যা বলবেন সেটাই শেষ কথা। অ্যাফিলিয়েট হলেও কোন কিছু খারাপ হয়ে যায় এই যুক্তি মনে নিলাম না, অনেকটা মেনে নিতে বাধ্য হলাম।

    @টিপু ভাই আমার মেইল আইডি rafi2006 {এট} জিমেইল {ডট} কম

Level 2

সময় উপযোগী উদ্যাগ নিয়েছে মেনেজমেন্ট। ভাল লাগল। ধন্যবাদ।

দরকার ছিলো 🙂

বেশ ভালো পদক্ষেপ 😀

ভালো পদক্ষেপ। টেকটিউনস সামনের দিকে এগিয়ে যাক এই কামনা।

সময়োপযোগী পদক্ষেপ।অনেক পরে হলেও তা সাইটের মানউন্নয়নে অনেক সাহায্য করবে।

কেউ যদি কোন সফটওয়্যার এর ফুল ভার্সন এর লিংক চায় সেক্ষেত্রেও কি নন-অ্যাফিলিয়েট লিংক বাধ্যতামূলক – যেমনঃ সাহায্য বিভাগ ।

    সরি – অ্যাফিলিয়েট ফাইল হোষ্টিং লিংক

    জ্বি তরঙ্গ ভাই। কেউ সাহায্য চাইলে সেক্ষেত্রেও আপনাকে নন-অ্যাফিলিয়েট লিংক দিতে হবে।

Level 0

সময়োপযোগী পদক্ষেপ……………

ভাল সিদ্ধান্ত ।সিদ্ধান্ত গুলি বাস্তবায়ন হলে টেকটিউনস আরও এক ধাপ এগিয়ে যাবে ।

Level 0

ভাল সিদ্ধান্ত ।সময় উপযোগী উদ্যাগ……………

Level 2

ধন্যবাদ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
সঠিক কাজ সঠিক সময়-১০০%।খুব ভাল লাগলো সুন্দর একটি উদ্যোগ।সবাই টেকটিউন্স এর পাশে একসাথে কাজ করবো।নিয়ম-নীতি থাকলে কোন বাধা থাকে না।(আমার একটি অনুরোধ -(filesonic হোস্ট) ফাইল খুব দ্রুত ডাউনলোড এবং নিরাপদ রাখে ফাইল টাকে ও বিনা খরচে সবাই ডাউনলোড করতে পারে আমি সেধরনের ফাইল দেওয়ার চেষ্টা করি।Hotfile ফাইলের পাশা-পাশি আমি আপনাদের অনুমতি চাই এই -filesonic-লিংটা ব্যবহার করার জন্য -আশারাখি।)
উল্লেখিত সবগুলো সবাই মেনে চলব । মানব সেবায় টেকটিউন্স সুন্দর ভাবে এগিয়ে যাক এই দোয়া রইলো।

    দুঃখিত filesonic অ্যাফিলিয়েট ফাইল হোস্ট।

    Level 2

    ধন্যবাদ।
    আমি বলতে চাই filesonic অ্যাফিলিয়েট ফাইল হোস্ট হতে পারে কিন্তু হটফাইল এর পাশা-পাশি সব সময় না, filesonic এই লিংক টা আমি মাঝে মাঝে ব্যবহার করব(দুঃখিত )।বাকি সব ঠিক আছে।একটা কথা কি আমার কোন এই লিংকে কোন আয় নেই।
    টিটির পাশে কাজ করার ইছা আছে বলে আপনাদের সহযোগিতা চাই।

    ধন্যবাদ:-
    – এই লিংক গুলো অনুমতি দেওয়ার জন্য।
    mediafire.
    4shared
    rapidshare
    hotfile.com
    ইনশাল্লাহ উপযোগি টিউন করব আশারাখি।
    আমি আমর কাজ এগিয়ে নিতে চাই ।
    (সবার দোয়া চাই)

Level 2

আমার ১ম tune টা ছিল migahost আর 6ybh-upload নিয়ে। ওটা যখন pending রাখা হল তখন ই ভাবছিলাম এমন কিছু হয়ত হবে। খুব ভাল একটা উদ্যোগ।

সিদ্ধান্তটা কঠোর হলেও Techtunes Family কে ধন্যবাদ।

প্লীজ সাহায্য করেন ভাই। আমি আমার টিউনে কিছুতেই thumbnil এড করতে পারছিনা। কি করবো ভাই

    থাম্বনেইল এড করার জন্যে, যে ইমেজকে থাম্বনেইল হিসেবে দিবেন সেটা আপলোড টিটতে আপলোড করুন, এরপর কিছুটা নিচে দেখুন উইজ এজ ফিচারড ইমেজ লেখা আছে, সেটাতে ক্লিক করলেই হয়ে যাবে…

এক্কেবারে উত্তম-মধ্যম টিউন। সময় উপযোগী ও শিক্ষামূলক। এগিয়ে যাও টেকটিউন……. 🙂

টেকটিউনস এবং এর সকল টিউনার যদি এভাবে একসাথে গর্জে উঠে তাহলে কারো আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস হবে না । স্বাগতম টেকটিউনস কে ।

খুবই চমৎকার….

দ্যাটস গুড এনাফ! সুস্থ্য পরিবেশের স্বার্থে এইটা জরুরি। এরফলে টিউনের মান অনেক ভাল হবে এবং হুট করে নিম্নমানের টিউন দেয়া নিরুৎসাহিত হবে। একমাত্র 6ybh-upload হোস্টিং সাইট ছাড়া আমার অবশ্য কোন আপত্তি নাই। আমি মনে করি অনেক ক্ষেত্রেই এটা মিডিয়াফায়ার থেকেও ভাল সার্ভিস দিচ্ছে। এবং অনেক সুবিধা পাওয়া যাচ্ছে যাচ্ছে যেগুলি অন্য অনেক হোস্টিং সাইটেই পাওয়া যাবে না। ওরা যদি ডাউনলোডের উপর রিওয়ার্ডটা বন্ধ করে দিত তাহলে এরচে ভাল হোস্টিং সাইট আর দ্বিতীয়টা নাই। উপরে দেখলাম, শুধুমাত্র ইউজার ফ্রেন্ডলী না থাকার কারনে এটাকে লাল তালিকাভুক্ত করা হয়েছে (ডিজে আরিফের মন্তব্য দ্রষ্টব্য)।

6ybh-upload এর পক্ষের কারনগুলো একটু দেখা যাক:
০১. ফাইল লিচিং সুবিধা: এর ফলে সাপোর্টেড সাইটগুলো থেকে খুব সহজেই ফাইল আপলোড করা যায়। আমাদের দেশের অতি স্লো ইন্টারনেটের কারনে কোন ফাইল ম্যানুয়ালি আপলোড করা যে কী বিড়ম্বনা তা সকলেই জানেন। সাইজে একটু বড় হলে তো কথাই নেই। এমনও হয়েছে, মিডিয়াফায়ারে ৪৫ মেগাবাইটের একটা ফাইল আপলোড করতে গিয়ে সারাদিন চলে গিয়েছে কিন্তু আপলোড আর করতে পারি না। অর্ধেকমত গিয়েই দেখায় নেটওয়ার্ক কানেকশন ফেইলিওর। তাই অনেক ক্ষেত্রেই ইচ্ছা থাকলেও এখন থেকে দরকারী কোন ফাইল শেয়ার করা সম্ভব হবে না।

০২. রিজ্যুম সাপোর্ট: এটা একটা ফাইল টানা ৪৮ ঘন্টা পর্যন্ত এই সুবিধা প্রদান করে।

০৩. প্যারালাল ডাউনলোডিং: একই সময়ে একাধিক ফাইল নিরবচ্ছিন্ন ডাউনলোড করা যায়।

০৪. বিড়ম্বনা কম: তিনটা মাত্র ক্লিকেই ডাউনলোডের কাজটা শুরু করা যায়। কোন ক্যাপচা এন্ট্রি নাই, শুধু মাত্র ৬০ সেকেন্ড (নন-রেজিস্টার ইউজারদের জন্য) অথবা ৩০ সেকেন্ড (রেজিস্টারর্ড ইউজারদের জন্য) ওয়েটিং করা লাগে। একবার মাত্র ডাউনলোড করার পদ্ধতিটি জানতে পারলে যে কোন ইউজার এটা থেকেই ফাইল ডাউনলোড করতে স্বস্তিবোধ করবে।

এরপরও এটাকে কীভাবে ইউজার ফ্রেন্ডলী বলা যাবে না? যেখানে মিডিয়াফায়ারে এক সেশনের জন্য রিজ্যুম সাপোর্ট ছাড়া আর কোন সুবিধাই নাই। তারাও তো পেজে এ্যাড প্রদর্শন করে। তবে, এটা ঠিক, টিটি যদি "দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল" এই নীতি অনুসরন তাহলে ঠিক আছে। আমি সমর্থন জানাই। তবুও চমৎকার এই প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগটি আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। টেকটিউনসের সকলকে সবসময় স্যালুট জানাই তাদের নন-কমার্শিয়াল মনমানসিকতার জন্য।

    আবর্ণক ভাইয়ের সাথে সতভাগ সহমত! আশা করছি প্রিয় 6ybh এর উপর থেকে এই অযাচিত খড়গ নেমে আসবে…

    6ybh কে কালো তালিকায় দেখতে চাইনা, অনন্ত যতদিন পর্যন্ত সাইটটি রিজিউম সাপোর্ট দিচ্ছে ততদিন…

    নন-অ্যালিফিয়েট ফাইল হোস্টের লিষ্টে 6ybh-upload এর চেয়ে অনেক ভাল ভাল ফাইলহোষ্ট এর লিংক দেয়া আছে।
    6ybh-upload যদিও রিজিউম দেয় কিন্তু এটি অ্যাফিলিয়েট এবং নীতিমালা বিরোধী।
    আশা করি বুঝতে পেরেছেন।

    @টিপু ভাই ভালো চান তো জলদি বুইঝা নেন। নাইলে ভাগেন…পানিতে নাইমা কুমিরের সাথে ক্যাচাল কইরেন না! :p… আর ভুলেও কোন যুক্তি-তর্কে যাবেন না, তালগাছ কার এইটা অলরেডি ডিসাইডেড…হেহে 😛

    সাইফুল আমাকে রিমোট আপলোড সহ একটা সাইটের খোঁজ দিন। অসারের যুক্তি দেখাতে চাচ্ছেন কেন?

    না হয় করলই কয়েকটা টাকা ইনকাম, তাতে কি ক্ষতি ? আমার ফাইল পাইলেই হয় । ৬ybh কিন্তু ভালা, জনমতের দিকটাও দেখতে হবে।

    অ্যাফিলিয়েট হলেই কোন কিছু কেন "খারাপ" এর কোন সদুত্তর পাওয়া গেলনা। মালিকরা উত্তর দিতে বাধ্য নন, হুকুম করাই তাদের কাজ। স্বাধীনতার ৪০ বছরেও যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলনা, সেই দেশের এই ব্লগে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয়া হবে এই আশা খুব সম্ভব আকাশ-কুসুম কল্পনারই সমতূল্য। এই অবাস্তব আশা করে যে ভুল করেছিলাম তার জন্য ক্ষমাপ্রার্থী।

    ঐতিহ্যগতভাবেই মালিকদের সিদ্ধান্তের নিচে ব্লগার আবর্ণক, নোবেলবিজয়ী টিপু, হিমায়িত দিহান, সাইফ, অতিরিক্ত এক জন, রাজিব, Nirzonalo, Nurjahan, নিসঃঙ্গ পথিক, হাশমী বিন মোস্তফা, Panpiedtunes.com.bd > রুবেল, আর এই অধম এলেবেলের কন্ঠ চাপা পড়েছে। নিজেদের নেয়া সিদ্ধান্তকে অযৌক্তিকভাবে চাপিয়ে দেয়ার মানসিকতা ক্ষমতাবানদের পুরোনো স্বভাব এবং শেষমেশ তাই মেনে নিতে হয়। এটাই হয়, এটাই বাস্তবতা…কাজেই মন্তব্য নিষ্প্রয়োজন।

    সেটাই, লোকজন যখন আগে টেকটিউন্সের দুর্নাম করে বেড়াত, আমি বলতাম এই সাইট ফিরবে, হারিয়ে যাবে না। ওদের দিনের মধ্যে ১০ বার সার্ভার ডাউনের দিনও আমি টিউন করেছি। আর আজকে ওদের এই ব্যবহার বাজে লাগল খুবই।

    =======================================
    সিদ্ধান্ত নিলাম আমি আর টেকটিউন্সে কোন টিউন করব না।
    ======================================

এটা খুবই বাজে ব্যাপার যে আপনাদের কাছে এফিলিয়েটটাই মুখ্য হয়ে গেছে। hotfile বাংলাদেশে এফিলিয়েট নেই বলে এর অনুমতি দিলেন। কিন্তু একবারও চিন্তা করলেন না আমাদের এই স্বল্প স্পিডের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি দরকার mediafire এর মত রিজিউম সাপোর্ট যা hotfile দেয় না। আমি যতটুকু জানি enterupload পরিপূর্ণ রিজিউম সাপোর্ট দেয়।

নন এফিলিয়েট আরো একটি শর্টনার http://www.s4a.im

    এন্টারআপলোড আগে ফ্রি ইউজারদের রিজিউম সাপোর্ট দিলেও মাসতিনেক আগে থেকে ফ্রি ইউজারদের রিজিউম সাপোর্ট তুলে নিয়েছে। কাজেই এইটাকে ব্ল্যাক লিস্টেড করায় আপত্তি নেই। কিন্তু 6ybh কে কালো তালিকায় দেখতে চাইনা, অনন্ত যতদিন পর্যন্ত সাইটটি রিজিউম সাপোর্ট দিচ্ছে ততদিন…

right

সাইফুল ভাই MigaHost সাইট টা কি টিটি বিরোধী ?
টিটি হচ্ছে আমাদের সকলের জনপ্রিয় একটি সাইট তবে যদি আপলোডের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয় অনেকেই আপলোডের বিভিন্ন জটিলতার কারনে অনেক কিছু শেয়ার করতে নিরুসাহিত হবে (আমার মতামত) । কারন আমি MigaHost নিয়ে একটা টিউন করেছিলাম । এর সাভিস ভালো বিধায় এমন সাইট সম্পকে টিউন করেছিলাম ।এটি শুধু নাম মাত্র অ্যাফিলিয়েট হোস্টিং সাইড ।

    Level 2

    ধন্যবাদ:-
    ''আপলোডের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয় অনেকেই আপলোডের বিভিন্ন জটিলতার কারনে অনেক কিছু শেয়ার করতে নিরুসাহিত হবে''
    এই কথায় (সহমত)।
    -হয়তো আগে টিউন হতো প্রতিদিন ১৫-২০ টা এখন হয়তো ৭/৮ টা
    (আমার মতামত)

    টিটিতে অনেক নতুন ভিজেটর আসছে এবং টিউন করতে উৎসাহ পাচ্ছে।
    বলতে গেলে-টিটির বাকি সব নিয়ম ঠিক আছে l
    কিন্তু, এই আপলোডের বেপার টা নিয়ে সবার একটু ভাবা উচিৎ।

    Level 0

    Nirzonalo says:

    টিটিতে অনেক নতুন ভিজেটর আসছে এবং টিউন করতে উৎসাহ পাচ্ছে।
    বলতে গেলে-টিটির বাকি সব নিয়ম ঠিক আছে l
    কিন্তু, এই আপলোডের বেপার টা নিয়ে সবার একটু ভাবা উচিৎ।

    ঠিক বলেছেন।

    আমার মনে হয় যেসব সাইট এফিলিয়েট হলেও প্রিমিয়াম-এর মতই ডাউনলোড করতে দেয় <strong>esume support সহ</strong>r, সেগুলোকে <strong>বাদ দেয়া উচিত না</strong>। কেননা এগুলো <strong>লিচিং সাপোর্ট করে</strong> আর এর মাধ্যমে আমিও অনেক জায়গায় পাওয়া resume unsupported লিঙ্ক ও সফটওয়্যার ১ মাস লাগিয়ে <strong>ডাউনলোড</strong> করে এর পর <strong>আপলোড</strong> এই গ্যাঞ্জামে না গিয়ে টিউন করেছি। অবশ্য উইন্ডোজ সফটওয়্যার নিয়ে টিউন আমি এমনি মজা করে করি। আমার ভাল লাগে লিনাক্স মিণ্ট।

নন এফিলিয়েট ফাইল হোস্ট, ননএফিলিয়েট লিংক, সর্ট লিংক – কি জানিনা 🙁 তবে বুঝলাম খুব গুরুত্বপূর্ণ কিছু ।
ধন্যবাদ ।

    ফাইল হোষ্ট মানে হল এগুলিতে বিভিন্ন রকমের ফাইল আপলোড করে মানুষের সাথে ফাইলটির ডাউনলোড লিংক সেয়ার করা যায়।
    তবে এর মধ্যে ভাগ আছে যথাঃ এফিলিয়েট এবং নন-এফিলিয়েট।

    ১। এফিলিয়েট ফাইল হোস্টগুলিতে ফাইল আপলোড করে ডাউনলোড লিংক সেয়ার করা যায় এবং ওই ফাইলটি অনেকজন ডাউনলোড করলে ওরা আপলোড কারীকে কিছু অর্থ প্রদান করে।

    ২। আর নন-এফিলিয়েট ফাইলগুলিতে ফাইল আপলোড করে ডাউনলোড লিংক সেয়ার করলে এরা কোন অর্থ প্রদান করে না।
    তাই টেকটিউনস শুধুমাত্র নন-এফিলিয়েট ফাইল হোস্টগুলিকে সমর্থন করে কারণ এগুলি টেকটিউনস বান্ধব।

    আর সর্টলিংক মানে হল কোন একটি বড় ডাউনলোড লিংক বা ওয়েব এড্রেসকে ছোট করা। যেমন-
    techtunes.io একটু বড় এড্রেস। এটিকে গুগলের সাহায্যে ছোট করলে এড্রেসটি এইরকম হবে http://goo.gl/x4Cpc আর গুগল লিংক ছোট করার জন্য কোন অর্থ প্রদান করে না।

    আর কিছু কিছু লিংক সর্টেনার আছে যারা লিংক তাদের সাহায্যে লিংক ছোট করালে এ্যাড প্রদশন করে। যেমনঃ http://adf.ly/1hQS0
    এবং এরা ওই সর্টলিংকে একটি নির্দিষ্ট পরিমান ক্লিক পেলে আপনাকে কিছু অর্থ প্রদান করবে।
    যা টেকটিউনস এর নীতিমালা বিরোধী।

      সাইফুল ভাই, অনেক দিন পরে হলেও আমাকে প্লিজ হেল্প করেন। আমি গুগলের সর্টেনার (https://goo.gl) এবং bitly.com থেকে সর্টেনার করেও তো টিউন পাবলিশ করতে পারছি না। বার বার শুধু বলছে যে, (টিউনের বিষয়বস্তুতে এমন শব্দ/শব্দ সমূহ/অক্ষর/সংকেত (Symbol) রয়েছে যা টেকটিউনসে নিষিদ্ধ। এগুলো হচ্ছে: goo.gl/) । তাহলে কি বা কোন সর্টেনার ব্যবহার করলে টেকটিউনের নীতিমালা ভঙ্গ হবে না। প্লিজ সাহায্য করেন ভাইয়া।

    সাইফূল তুমিতো খুব ভাল বুঝাতে পার 🙂
    অনেক ধন্যবাদ ।

Level New

ভাল ভাল ভাল

টেকটিউন্সের সফলতার পিছনে ভাল টিউনার এবং এডমিনদের ভূমিকা সর্বোচ্চ চূড়ায়।

Level 0

হু ……………………

কি বলব ভেবে পাচ্ছিনা।
তবে এটা জানি,দুনিয়ার বেশীর ভাগ লোক শুধুমাত্র নিজের স্বার্থটাকেই বড় করে দেখে।
এডমিনদের এ সিদ্ধান্ত ভাল হওয়া সত্বেও কিছু টিউনার বিরোধিতা করছে।
হয়তো তাদের কিছু আয়ের পথ বন্ধ হয়ে গেল।
এখন দেখার বিষয় কতটুকু কার্যকর হয় এ নীতিমালা।
আমি এডমিনদের কাছে প্রশ্ন করবো এ নীতিমালা আজকের নয়, তবে কেন আপনারা এতদিন ছাড় দিয়ে আসলেন?

Level 0

কয়েকটা নীতিগত সিদ্ধান্ত দেখে ভাল লাগছে। টেকটিউন এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি। আগের সেই টেকটিউন ফিরে পেতে চাই। ধন্যবাদ সাইফুল ভাই নীতিগত সিদ্ধান্তগুলো নেয়ার জন্য।

উদ্যোগ খুবই ভালো। কিন্তু কথা হল ফাইল আপলোডের জন্য যে সকল সাইট নিষিদ্ধ করা হয়েছে তা আমার মতে কোন ভাবেই যুক্তি সংগত নয়। তবে ফাইল সর্টনার বন্ধের পক্ষে আমিও ১০০% একমত। আমার মতে ফাইল আপলোডের সাইট গুলো বন্ধ না করেও আরও অনেক ভালোমানের ও যুক্তি সংগত পদক্ষেপ নেয়া যায় যা TT কে আরও একধাপ এগিয়ে নিবে। নিম্ন রূপ পদক্ষেপ নেয়া যেতে পারে:
১: প্রতিটি টউনে একটি অপশন রাখা যার মাধ্যমে ঐ টিউনটিকে Good অথবা Bad রেটিং দিতে পারবে সাথে কমেন্ট সহ। যার ফলে টিউনটির প্রয়োজনীয়তা, বৈধতা, কপি-পেস্ট কিনা তা জানাযাবে এবং ঐ টিউনারের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া সহজ হবে।
২. নতুন যেকোনো বিষয়ের উপর যাতে মান সম্মত টিউন হয় তার দিকে নজর দেয়া যেতে পারে।
৩. টিউন গুলো যেন নির্দিষ্ট শব্দের বেশি হয় তার দিকে নজর দেয়া যেতে পারে। কারণ অনেকেই কাজের টিউন গুলো এত সংক্ষিপ্ত করেন যে এর ফলে কাজের হওয়া সত্যেও ঐ টিউনের গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলে।
৪. অর্থ আয়ের টিউনের উপর বিশেষ নজর দেয়া উচিত। কারণ বেশকিছু টিউনে এমন কিছু উপায় বলা হয় যা আসলে সত্যি নয় বা বাস্তবিক পক্ষে ভুয়া, এর ফলে ঐ সকল টিউন পরে নতুনরা তাদের সুধু মূল্যবান সময়ই নষ্ট করেন। তাই সে সকল অর্থ আয়ের উপর মান সম্মত টিউনের উপর নজর দেওয়া উচিত যার মাধ্যমে সত্যিই অর্থ আয় করা যায়।
৫. আমরা ওপেন সোর্স সফটওয়্যার ব্যাবহারের পক্ষে অনেকে থাকলেও বাস্তবতা আসলে এর উল্টো, কারণ আমাদের প্রত্যাহিক জীবনের সকল কাজের জন্য ওপেন সোর্স সফটওয়্যার খুব একটা নেই। তাই যারা ক্র্যাক সফটওয়্যার নিয়ে টিউন করেন তারা যাতে ঐ সফটওয়্যারটির ফুল ভার্সন সহ টিউন করে এর দিকে নজর দেয়া যেতে পারে।
৬. বর্তমান সময়ে কোন বিষয়ের উপর টিউন সবথেকে বেশি প্রয়োজন তার উপর ইউজার দের ভোটের একটি অপশন রাখাযেতে পারে এরফলে সময়ের চাহিদা অনুযায়ী ভালো মানের টিউন করাহবে।
৭. কোন টিউন টিউটোরিয়াল সম্পর্কিত হলে তার একটি পিডিএফ ফাইল তৈরি করে আপলোড লিংক দেয়া যুক্তি সংগত মনে করি। কারণ এরফলে সেটা অফলাইনেও পড়া যাবে এবং যার ইন্টারনেট নেই তাকেও বিতরণ করা যাবে।
৮. টিউনার দের ভিতর যারা শিক্ষিত আছেন তাদের নিয়ে একটি টিম গঠন করা, যারা বিভিন্ন নামকরা কম্পিউটার সংক্রান্ত ই-বুক বাংলায় ট্রানসেলেট করে বাংলা ভাষাভাষী দের সামনে উন্মুক্ত করে দিবেন। আমি মনে করি এর ফলে হাজার বিচ্ছিন্ন টিউনের কাজ একসাথে হবে এবং TT এর মান আরও বেশি উন্নত হবে।
৯. সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে চেইন টিউনের সংখ্যা বাড়াতে হবে। এবং চেইন টিউন যাতে গড়ে নির্দিষ্ট সময় পর পর প্রকাশিত হয় তার ব্যাপারে পরিচ্ছন্ন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
১০. ডাউন-লোড করাযায় এমন কোন বিষয়ের উপর টিউন হলে ঐ ডাউল-লোড ফাইল যেন Virus, Spyware, Key-logger ইত্যাদি মুক্তহয় তার দিকে নজর দেওয়া যেতে পারে।
সর্বোপরি ফাইল আপলোডের জন্য যে সকল সাইট নিষিদ্ধ করা হয়েছে তা বাতিল করাই উত্তম। কারণ আমর দিক থেকে এর কোন মজবুত যুক্তি নেই।

সবাই ভালো থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান আমার ধারনা কতটা যুক্তি সংগত।

হাশমী বিন মোস্তফা ভাই আপনার মন্তব্য একদমই যুক্তি যুক্ত । এখন তাল গাছের মালিকদের কাছে কোনটা বেশি যুক্তিযুক্ত সেটা তারাই ভাল জানেন।
ধন্যবাদ আপনার মূলবান মন্ত্যবর জন্য ।

Level 0

ভাই কিছু বললে রাগ করবেন না। আপনারা বলতাসেন যে techtunes google ads use করেনা। করেনা ভাল কথা। কিন্তু কিছুদিন আগে আমি techtunes এ infolink এর ads use করতে দেকছিলাম। যার কারনে techtunes এর পোস্ট গুলার মাজখানে লেখা গুলাতে লিঙ্ক এর ads দেখা যাইত। আসলে কি techtunes এর নিজের google ads আছে নাকি ব্যান্ড খাইসে??? আর আমার জানা মতে google বাংলা সাইট গুলা support করে না।

@saiful islam
Apni bolesen non-affiliate site rapidshare,sendspace.Ai site gulo kobe theke non-affiliate hole bolben ki?Amar jana mote ai dui site a all country allowed.R megaupload affiliate holo kobe theke?Country list a bangladesh r name nai.Hotfile thakle megaupload ki dosh korlo,bolben ki? R ekta kotha,kono link dite gele direct upload na leech kore dile somoy onek kom lage.Direct upload a somoy onek lage plus current chole gele resume hoye na.Se khetra leech kore deoa sobche valo.Bolben ki,kon file hosting site leech kore kintu non-affiliate???

    আসলেই ভালো বলছেন ভাই… আমিও সহমত… 😀

Level 0

thank u

Level 0

"তাল গাছের মালিক" শব্দটা ঠিক মানতে পারছিনা, টিটি যা বলেছে সেটা নিশ্চয় তাদের ভালোর জন্যেই বলেছে, তাদের ভালো আমাদের জন্যেও ভালো। যেহেতু তারা ননকমাসিয়াল, সেহেতু তাদের কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, ফ্রিতে এত বড় সার্ভিস দিচ্ছেনই বা কেন তা বুঝিনা। তারপরও অনেকের খোভ থাকছে, অবশ্য আমরা যাকে বেশী ভালোবাসি তার কাছে বেশী দাবি থাকাই স্বাভাবিক। টেকটিউন কেন এড বা পেপাল ডোনেট বা ব্যাঙক একাউন্ট এ ডোনেট করার মত কাজ করেনা বুঝিনা। হয়তোবা বলবে যে, আমরা এতটা গরিব হইনাই তাই, কিন্তু আমাদের দেশে এত বড় স্তরের, হেভী লোডেড সাইট এর সবচেয়ে বেশী প্রয়োজন longivity, এধরনের সাইট অন্তত আরো অনেক বছর টিকতে হবে, কারন এ ধরনের সাইট আমাদের বাস্তব জীবনেও অনকে কাজে লাগে, প্রভাব ফেলে। আর বাংলাদেশের মতো প্রযুক্তি অবান্ধব দেশে প্রযুক্তি বান্ধব ওয়েবসাইট আলোকদিশার মতো, এত জ্বলে থাকা অনেক গুরুত্বপূর্ন। দ্বপ করে নিভে গেলে চলবেনা।
কিন্তু দিনে দিনে পেজ কাউন্ট বাড়বে, ভিজিটর বাড়বে, sql process বাড়বে, এবং তাই ঘটবে। কথায় আছে বসে খেলে রাজার ভান্ডারও ফুরায়, একজন ব্যক্তি/ একদলের দেশের প্রতি ভালোবাসয় তৈরী techtunes নিজের সামর্থর সর্বচ্চ ব্যবহার করছে আমাদের মত প্রযৃক্তি প্রেমীদের। কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যতেও কি এত লোড সামলাতে পারবেন তারা? তারা বিল গেটস নন, কোটি টাকার সার্ভার প্রতিষ্ঠান নেই তাদের, তারা দেশপ্রেমীক কিছু মানুষ।
আমার মনে হয় "উইকিপিডিয়া" তাদের বার্ষিক খরচ আদায়ের জন্যে সাইটের উপর একটা টাকা সংগ্রহের প্রগ্রেসবার দেখায়, কতটুকু সংগ্রহ হলেঅ তা বুঝাবার জন্যে, সেরকম কিছু করলে তা আমাদেরও techtunes এর অবস্থা বুঝতে সাহায্য করতো। tt এর মালিকরা যদি বিষয়টি ব্যক্তিগত লজ্জার বিষয় ভাবেন তাহলে বলব, আপনাদের ওয়েবসাইটটি আর এখন ব্যক্তিগত নেই, এটি এখন বাংলাদেশের জনগনের সময়ের দাবি হয়ে গিয়েছে, আমরা সামান্য করে হলেও চেষ্টা করবো contribute করার,
আর একটি বিষয়, এদেশ থেকে ৬০০০ ইউনিক ভিজিটরই প্রমান করে যে আমরা অবস্থানগতভাবে পিছিয়ে থাকলেও প্রযুক্তিতে আমাদের ভালোবাসার কমতি নেই, যেখানে কয়জনই বা নেট ব্যবহার করতে পারে?৬০০০*৩০ দিন=অন্তত আমরা ১৮০০০ লোক এক মাসে এ সাইট থেকে সেবা নিচ্ছে, একটা ভাল কোন পেইড আইটি প্রতিষ্ঠানও মনে হয় এত সেবা দিতে পারেনা।
যাহোক, সর্বদাই tt এর মঙ্গল কামনা করি, এটি দীর্ঘদীন টিকে থাকুক এ কামনাই রইলো, কেননা এদেশে ভালো লোক, ভালো উদ্যোগ, ভালো কাজ বেশী দিন টিকতে পারেনা প্রষ্ঠপোষকতার কারনে।ভালোথাকবেন TECHTUNES এর পিছনের ভালো মানুষগুলো, ভালো থাকবেন এর প্রিয় ভিজিটর বন্ধুরা, যারা একে গতিশীল, প্রানময় কর রেখেছেন।

    Level 0

    apnar shathe ekmot bro, ami eto bujhina ki korle website delete hoe jay ,jeta apni bolechhen, kintu etuku bujhi ei site bondho hoe gele ami ochol hoe jabo, goto pray 2 month holo eikhane ashi, ekdin r jonno o ekhane asha baad dei nai,ekhan theke ja shikhechi ta ami jiboneo shikhinai, so jekono shomoy jekono ammount pay korte raji, tobu jeno ei site bondho na hoe jay,

    ar ei tune tar bepar e bolbo, niom ja korechen tar proti purno sroddha tobe jodi emon niom korten je shudhu mediafire ei upload kore dite hobe tahole aro beshi bhalo hoto, karon ei khane kono capcha dite hoyna, ar download kora tao khub shohoj mone hoy

    খুব ভাল লিখেছেন । ভাল লাগল 🙂

    সুন্দর…সুন্দর 😀

Level 0

ধন্যবাদ আপনাকে ….জানানোর জন্য

জটিল পোস্ট >—–> তবে মাঝে ইউজ করেত হয় না পারতে

@saiful islam
আপনি বলেছেন,নন-এফিলিএট সাইট rapidshare,sendspace।এই সাইট গুলো কবে থেকে নন-এফিলিএট হলো বলবেন কি?আমার জানা মতে এই দুই সাইট এ সব country allowed।আর megaupload এফিলিএট হলো কবে থেকে? Country list এ বাংলাদেশ এর নাম নাই । Hotfile থাকলে megaupload কি দোষ করলো, বলবেন কি?আর ১ টা কথা,কোনো link দিতে গেলে direct upload না leech করে দিলে সময় অনেক কম লাগে । Direct upload সময় অনেক লাগে plus current চলে গেলে resume হয় না ।সে ক্ষেএে leech করে দেয়া সবচেয়ে ভালো । বলবেন কি,কোন file hosting site leech করে কিন্তু নন-এফিলিএট?

অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং, লিংক ও সর্টলিংক গুলোর উপর নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্য, টিউনারের অর্থ আয়ের জন্য নয় বরং টেকটিউনসের Abuse রোধ করা। অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং, লিংক ও সর্টলিংক গুলোর জন্য বেশ কিছু টিউনার শুধু মাত্র রেফারাল, পয়েন্ট আয়ের জন্যই মানহীন টিউন করে এবং এর মাত্রা দিনদিন বৃদ্ধি পেতে থাকে।

ফাইল হোস্টিং এর তালিকা টি শুধু মাত্র অ্যাফিলিয়েট আর নন-অ্যাফিলিয়েটের ভিত্তিতে করা হয়েছে। ফাইল হোস্টিং এর সার্ভিস ফিচারের উপর ভিত্তি করে নয়। তবে ফাইল হোস্টিং এর তালিকা প্রয়োজনে পুনর্বিবেচনা করা হবে আপনারদের মতামতের উপর ভিত্তি করে। তবে শুধু মাত্র কোয়ালিটি টিউন, নির্দিষ্ট শব্দসীমা, উন্নত রিভিউ এসব বিষয়ে পূর্ণ টিউনে অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক ব্যবহার করা যাবে, এধরনের একটি পরিকল্পনা আমাদের রয়েছে। এবং অ্যফিলিয়েট ফাইল যুক্ত টিউন স্থায়িত্বের ও স্থগিতের সম্পূর্ণ অধিকার টেকটিউনস এ টেকটিউনস মডারেটরদের থাকবে।

তবে টেকটিউনস সবসময়ই যেহেতু একটি নির্দিষ্ট মানদন্ড বজায় রাখে এবং টিউনারদের ও মানসম্মত টিউনে উৎসাহ করে তাই অ্যাফিলিয়েটের Abuse রোধ করা আমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আরও কোন মতামত থাকলে আমাদের জানান আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করব। কারণ টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে, আর ভালোবাসে প্রযুক্তি ভালোবাসা আপনাকে। ধন্যবাদ।

    "ফাইল হোস্টিং এর তালিকা টি শুধু মাত্র অ্যাফিলিয়েট আর নন-অ্যাফিলিয়েটের ভিত্তিতে করা হয়েছে। ফাইল হোস্টিং এর সার্ভিস ফিচারের উপর ভিত্তি করে নয়।" — এই বিষয়ে মডারেটরদের মধ্যেই স্পষ্ট দ্বন্দ দেখা গিয়েছে। কারণ, জনৈক মডারেটর বলেছেন-

    ডিজে আরিফ says: ৪ জুন, ২০১১ at 10:07 পুর্বাহ্ন
    দুঃখিত 6ybh-upload কে টিটি বান্ধব তালিকায় যুক্ত করা যাচ্ছে না, কারণ এটি রিজিউম সাপোর্ট করলেও ইউজার ফ্রেন্ডলি না…

    — আমার কথা হল ইউজার ফ্রেন্ডলির মানদন্ড চাপিয়ে দেয়া হবে কেন? আমাদের মতামত "গুরুত্বের" সাথে বিবেচনা করা হবে এমন কথাগুলো খুব নাটুকে শোনায় যখন কালো তালিকা কিংবা লাল তালিকায় কোন সাইটকে ফেলার ব্যাপারে মডারেটররা তাদের ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করেন। এই একছত্র ক্ষমতা দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মাধ্যমে যে সাধারণ ব্লগারদের অবজ্ঞা করা হচ্ছে এটা দিনের আলোর মতই পরিষ্কার । https://www.techtunes.io/techtunes/tune-id/68446/ টিউনটিতে বারবার মডারেটরদের যৌক্তিক বক্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা বিষয়টাকে আমলেই নেননি।

    যদি সত্যিকার অর্থেই পাঠক চাহিদা জানতে চান তাহলে যাচাইয়ের জন্য একটা জরিপ করে দেখেন তো টিউনাররা একটি ফাইলের 6ybh এর লিঙ্ক আর Rapidshare এর লিঙ্ক এই দুইয়ের মধ্য থেকে কোনটা বেছে নেবেন? – এই জরিপের উত্তর কি আসবে সবারই জানা। অবশ্য মডারেটররা যদি মনে করেন টিউনাররা ঘাস খান তাহলে অবশ্য ভিন্ন কথা।

    মানুষ মাত্রই ভুল করে এবং মডারেটররাও মানুষ। কিন্তু দুঃখ পাই, কষ্ট লাগে যখন একটি ভুলকে চোখে আঙ্গুল দিয়ে যৌক্তিকভাবে দেখিয়ে দেয়ার পরও অযৌক্তিক ক্ষমতার দম্ভ আর ego রক্ষার্থে সেই ভুল মেনে নিতে অস্বীকার করা হয়। Abuse রোধ করা মানে মাথা ব্যাথা সারানো, মাথা কেটে ফেলা নয়। মানহীন টিউন, ফ্লাডিং কিংবা ব্লগের পরিবেশ নষ্ট করে এমন কোন লেখাকে মডারেশনের ক্ষমতা মডারেটরদের আগে থেকেই আছে, তার জন্যে অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং এর উপর অযাচিত নিষেধাজ্ঞা আরোপ করাটা নিতান্তই ছেলেমানুষি ও দুঃখজনক।

    @এলেবেলে
    একেবারে যৌক্তিক ।

    এফিলিয়েট মানেই খারাপ এরকম কথা যারা বলে থাকে তারা নিজেদেরকেই বোকা প্রমাণ করার চেষ্টায় আছে।

    Level 0

    ভাই জটিল বলসেন। আমিও আপনার সাথে একমত। 6ybh-upload-এর কথা একটু বিবেচনা করা হক।

স্বাগতম নতুন সিদ্ধান্তটিকে,
অনেক পড়ে হইলও এই সিদ্ধান্তটির জন্য কর্তৃপক্ষ ধন্যবাদ পাওয়ার যোগ্য।
তবে আশা থাকবে এইবার আইনটি সঠিক ও নিরপেক্ষ ভাবে প্রয়োগ করবে আমাদের প্রিয় কর্তৃপক্ষ।

Level 0

প্রথম আমি একটা নন অ্যাফিলিয়েট লিন্কে ক্যাপচা এন্ট্রির লিন্ক দিলাম।অনেকেই আছেন, তারাতারি জয়েন করুন আর লিবার্টি রিজার্ভ জমা করুন। http://goo.gl/jbKfc

বাহ! আমি তো মোবাইল ইন্টারনেট ব্যবহার করি। কিভাবে ফাইল আপলোড করবো?

আসসালামু আলাইকুম।
আমি টেকটিউনের নতুন সদস্য। আমার জন্য দোয়া করবেন। যাতে আপনাদের সাথে টিউন শেয়ার করতে পারি।

ধন্যবাদ,

হ্যালো টেকটিউনস পরিবার,
আমি আজই যোগদান করলাম। সবাইকে জানাচ্ছি ছালাম ও শুভেচ্ছা। আমি Computer সর্ম্পেকে কিছু জানতে ও শিখতে চাই।
এবং আমার জানা বিষয়গুলি শেয়ার করতে চাই। সবাইকে ধন্যবাদ।

টাইপ করেত সমস্যা হেচ্ছ। "করেত" "হেচ্ছ" এই শব্দ িঠক মতই টাইপ কেরিছ । সমাধান িক?

আমি নতুন ।আমি techtunes এর কার্যকারিতা জানতে চাই ।আমাকে কেউ জানাবেন আশা করি ।
ধন্যবাদ ।

সময়োপযোগী পদক্ষেপ। সাইফুল ভাইসহ মডারেশন বোর্ডকে আমার অভিনন্দন।

অনেকে ব্যবসায়িক স্বার্থে টেকটিউনস্-কে ইউজ করছে তা ঠিক।কিন্তু একটা কথা-ধরুন,আমার একটা ফাইল ডাউনলোড করা প্রয়োজন।আমাকে এফিলিয়েট বা নন-এফিলিয়েট যে কোন একটা হোস্ট হতে তো ডাউনলোড করতেই হবে।এখন,যদি একটা এলিফিয়েট হোস্ট থেকে ঐ ফাইলটা ডাউনলোড করি তবে ঐ ফাইলের রেফারার কিছু টাকা পাবে।এর ফলে যদি আমাদের-ই একজন বাঙ্গালী ভাই/বোনের কিছুটা অর্থসংস্থান হয় তবে ক্ষতি কি?বরং এতে দেশে বৈদেশিক অর্থ প্রবাহ বাড়বে-অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।দেশে প্রায় দু'কোটি যুবক-যুবতী বেকার।আমাদের প্রিয় TECHTUNES-কি চাই না দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে?

    জটিল প্রশ্ন………। ঊত্তর চাই!!!!!!

Level 0

techtunes a ami dine sobsomay thaki . bhaia amar windows 7 ar genuine nosto hoageche achon amai ki korbo

Level 0

খুব ভাল হয়েছে তবে সবাইকে মেনে চলতে হবে ।

Level New

খুব সুন্দর

Level 0

এবার মনে হয় মানুষের টনক নড়বে। কি বলেন ভাইয়ারা ?

Level 0

My Nokia 6260's microphone has not working for around 2 weeks already. And I thought it was a network problem that people cannot hear what I say (but I can hear them)! Heck, I can't even do voice recording (using the built-in voice recorder), so confirmed it's the microphone problem. Damn lousy phone… Anyone experience this issue? My phone is only 1 month+ old 🙁

Will resetting it to factory defaults solve the microphone issue? I came across *#7780#, *#7370# and [green]+[def3]+[*+] codes. Questions, what are the differences between these three codes? Will it wipe out everything or just settings? Any precautions that I should be aware of and also side-effects? 01710171121

Good tune

আপনাদের এই ধরনের সিদ্ধান্ত আমি বিস্মিত হলাম। আসলে আপনারা সবার কথা বিবেচনা না করে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া টা আদও যুক্তি – যুক্ত হয়নি ।

Level 0

এত সুন্দর ও বিস্তারিত নীতিমালা জন্য থ্যাংকস। আমি নীতিমালার সম্পূর্ণ এক মত। আমি এই নীতিমালা ১০০% মেনে চলব।

ধন্যবাদ আপনাকে । বিস্তারিত ভাল করে বুঝিয়ে লেখার জন্য। খুব ভাল ও সুন্দর পোস্ট হয়েছে।

Level 0

কপি.কম কে কি dropbox.com, mediafire.com এর সাথে নন-অ্যাফিলিয়েট ফাইল হোষ্ট এর তালিকার অন্তর্ভূক্ত রাখার দাবি করতে পারি ?

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি টেকটিউনেসে যোগদান করলাম। আমি এখানে জানতে এসেছি এবং আমার জানা বিষয় সকলকে জানাতে চেষ্টা করব ষাধ্যমত।

ধন্যবাদ

ধন্যবাদ

ভাল পোষ্ট

ভালো লাগলো শুনে ধন্যবাদ

amar akti tune sthogit kora holo,,karon ta bujhlam na
https://www.techtunes.io/internet/tune-id/371139

bit.do

আমার প্রিয় একটা ফ্রি লিংক শর্টনিং সার্ভিস।
চাইলে কাস্টমাইজড করা যায়।তাছাড়া নন রেজিস্টার্ড অবস্থায়ই দেখতে পাবেন এর মোট ভিজিটর কতজন। উদাহরণস্বরুপ একটা শর্টেন url bit.do/xyz আপনি এর ভিজিটর দেখতে চাইলে bit.do/xyz- এ গিয়ে দেখতে পারেন।

এরা শর্টলিংককে QR কোডেও রূপান্তর করে।

https://uploadex.com/ ব্যাবহার করাজাবে

সাইফুল ভাই, অনেক দিন পরে হলেও আমাকে প্লিজ হেল্প করেন। আমি গুগলের সর্টেনার (https://goo.gl) এবং bitly.com থেকে সর্টেনার করেও তো টিউন পাবলিশ করতে পারছি না। বার বার শুধু বলছে যে, (টিউনের বিষয়বস্তুতে এমন শব্দ/শব্দ সমূহ/অক্ষর/সংকেত (Symbol) রয়েছে যা টেকটিউনসে নিষিদ্ধ। এগুলো হচ্ছে: goo.gl/) । তাহলে কি বা কোন সর্টেনার ব্যবহার করলে টেকটিউনের নীতিমালা ভঙ্গ হবে না। প্লিজ সাহায্য করেন ভাইয়া।

জেনে উপকৃত হলাম।

ভালো সিদ্ধান্ত |