[Hot Post] আমাদের সকলের জনপ্রিয় এই টেকটিউনস সাইটে এখন থেকে একদম ফ্রিতে ভিজিট করুন! Without Internet Balance

আমাদের সবার জনপ্রিয় বাংলা ভাষার এই জনপ্রিয় টেক সাইটটি এখন থেকে একদম ফ্রিতে ভিজিট করতে পারবেন। কোনো প্রকার এমবি বা টাকা খরচ ছাড়াই। অবাক হচ্ছেন? না অবাক হওয়ার কিচ্ছু নেই। মোবাইলে যদি ইন্টারনেট ব্যালেন্স (এমবি) বা টাকা না থাকে। তাহলে সত্যি সত্যি এখন থেকে এই সাইটটিতে একদম ফ্রিতে ভিজিট করতে পারবেন। সাইটটিতে ফ্রিতে ভিজিট করতে হলে আপনাকে ফ্রিব্যাসিক্সের সাহায্য নিতে হবে। আমার মনে হয় আমরা সকলেই মোটামুটি ফ্রিব্যাসিক্স সম্পর্কে জানি। তাই এই বিষয় নিয়ে আর কথা বাড়ালাম না। আসলে "টেকটিউনস" সাইটটি ফ্রিব্যাসিক্সে অনেক আগেই যুক্ত করা হয়েছে। কিন্তু সাইটটিতে এতোদিন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার কারণে ফ্রিব্যাসিক্স দিয়ে ব্যবহার করা যেত না। যেখানে অন্যান্য অনেক সাইট ভিজিট করা যেত।

তাই আমি "টেকটিউনস" সাইটের কর্তৃপক্ষের সাথে এই নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ এই সাইটের হেল্প ডেস্কের সাহায্যে তাদের কাছে জানিয়ে ছিলাম যে, এই সাইটে তারা যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছেন, তা রিমোভ (বাতিল) করার জন্য। যার প্রমাণ দেখতে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।

আমার মনে হয় আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তারা তাদের সাইটের অর্থাৎ এই সাইটের জাভাস্ক্রিপ্ট রিমোভ করেছেন। যার ফলে এখন থেকে এই সাইটে ফ্রিব্যাসিক্সের মাধ্যমে একদম ফ্রিতে ভিজিট করা যাবে। তো চলুন সাইটটি ফ্রিব্যাসিক্সে যুক্ত করবেন এবং সাইটটিতে একদম ফ্রিতে ভিজিট করবেন। তা জানতে নিচের স্ক্রিনশটগুলোসহ লেখাগুলো ভালো করে ফলো করুন।

প্রথমে মোবাইলের যেকোন একটি ব্রাউজার অপেন করে "ফ্রিব্যাসিক্স" সাইটে ভিজিট করুন। তারপর স্ক্রল করে একদম সাইটের নিচে গিয়ে উপরের স্ক্রিনশটের মত "আরও বিনামূল্যের পরিষেবা যোগ করুন" লেখাটিতে ক্লিক করুন।

তারপর দেখুন উপরের মত একটা পেজ আসছে। স্ক্রিনশটটির মত সার্চবারে ইংরেজিতে "Techtunes" লিখে সার্চ দিন।


সার্চ দেওয়ার পর এইবার দেখুন উপরের স্ক্রিনশটের মত ৪টি সাইট এসেছে। এখান থেকে আপনার ইচ্ছেমত যেকোন একটি সাইটে ক্লিক করুন।

ক্লিক করার পর দেখুন উপরের স্ক্রিনশটের মত একটা পেজ আসছে। এখানে "যোগ করুন" বাটনে ক্লিক করুন।

ওয়াও! দেখুন কোনো এমবি ছাড়াই একদম ফ্রিতে উপরের স্ক্রিনশটের মত সাইটটিতে একদম ফ্রিতে ভিজিট করা যাইতেছে।

তো আর কী, এখন থেকে মোবাইলে এমবি না থাকলেও একদম ফ্রিতে আপনার এই প্রিয় সাইটটিতে ভিজিট করুন। এই বলে আজকের মত আমার পোস্টটি এখানেই আমি শেষ করলাম। আর হ্যাঁ, এই সাইটে এটি আমার প্রথম টিউন। তো পোস্টটি আপনাদের কেমন লাগলো? তা কিন্তু টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।

বিঃ দ্রঃ আমার তৈরি করা সকল টিউন ও অন্যান্য দরকারি টিউন পেতে আমার ব্লগ http://www.OwnTips.ml সাইটে ভিজিট করুন এবং বাংলাদেশি ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে এই http://www.BanglarApps.ml সাইটে ভিজিট করুন। (উল্লেখ্য যে, এই দুইটি সাইটও ফ্রিব্যাসিক্সের আওতাভুক্ত। তাই আপনি চাইলে এই দুইটি সাইটে একদম ফ্রিতে ভিজিট করতে পারবেন। )


Level 2

আমি মাহবুব পাঠান। PA to ED, Sattar Group Of Industries, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুক পেইজ - www.fb.com/WAMahbubPathan, ফেসবুক গ্রুপ - www.fb.com/groups/TripsBD, বাংলাদেশের বিভিন্ন বিষয়ের উপরে তৈরি করা বিভিন্ন বিষয়ক টিউটোরিয়াল সাইট - www.TutorialBD71.blogspot.com, বাংলাদেশি সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট - www.BanglarApps.ml ও ব্লগ সাইট - www.mahbubpathan.blogspot.com.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস