এসে গেলো টেকটিউনসের ব্র্যান্ড নিউ আয়োজন “টেকটিউনস টেকবুম”! প্রতিদিন আপডেটেড থাকুন টেক ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের মাধ্যমে

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান এই টেকনোলজি যুগে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ঘটনা। আর প্রতিদিনের এই টেকনোলজি খবরগুলো বাংলা ভাষায় নিয়মিত কোথাও পেতে দেখেছেন? কিন্তু আর নয় চিন্তা কারণ এখন এসে গেল টেকটিউনস এর সর্বশেষ নতুন আয়োজন টেকটিউনস টেকবুম।

টেকটিউনস টেকবুম কী?

টেকটিউনস টেকবুমের মাধ্যমে এবার আপনি টেকটিউনস থেকেই পাবেন প্রতিদিনের টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ ১০টি খবর। প্রতিদিনের টেকনোলজি খবর নিয়ে টেকটিউনসের নতুন নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম এর সকল টিউন আপনি পেয়ে যাবেন টেকবুম বিভাগে

টেকটিউনস টেকবুম টিউনগুলোতে প্রথমে পাবেন খবরের শিরোনাম। যেখানে টিউনের মূল খবরগুলো আপনি প্রথমে এক নজরে দেখে নিতে পারবেন। এতে করে খবরের বিস্তারিত না পড়েই প্রতিদিনের খবরের সারসংক্ষেপ আপনি জেনে যেতে পারবেন।

খবরের বিস্তারিত অংশে পাবেন খবরগুলোর ছবি এবং ভিডিও সহ বিভিন্ন উপাদান যা আপনার প্রতিদিনের টেক নিউজের ক্ষুদা মেটাবে।

সম্প্রতি প্রকাশিত টেকবুম টিউনগুলো:

➡ সকল টেকবুম দেখুন 'টেকটিউনস টেকবুম' বিভাগে

টেকটিউনস বিশ্বের সর্বৃবহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশ্‌ল কমিউনিটি। আর এবার এই সোশাল কমিউনিটিতে আসলো টেক খবর নিয়ে টেকটিউনসের নতুন আয়োজন টেকটিউনস টেকবুম!

টেকটিউনস এর ভিজিটরদেরকে প্রতিদিনের টেক বিশ্বে ঘটে যাওয়া শীর্ষ খবরগুলো জানিয়ে দেবার জন্যই টেকটিউনসের এই আয়োজন। টেকটিউনস সব সময়ই আপনাদের সাথে নিত্য নতুন ফিচার নিয়ে আসার চেষ্টা করে, টেকটিউনস টেকবুম এই ফিচারগুলোর মধ্যে অন্যতম নতুন একটি ফিচার।

বাংলা ভাষাভাষীদের কাছে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দেওয়াই টেকটিউনসের মূল লক্ষ্য। টেকটিউনস শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবী জুড়ে সকল জনগণের কাছেই বিজ্ঞার প্রযুক্তির বাংলা কনটেন্ট পৌঁছে দিচ্ছে। তাই প্রযুক্তির নতুন নতুন সব খবর বাংলায় পেতে টেকটিউনসের সাথেই থাকুন।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস